মেঘের ছায়া রিসোর্ট - Megher Chaya Resort

মেঘের ছায়া রিসোর্ট
চিত্র: মেঘের ছায়া রিসোর্ট 

মেঘের ছায়া রিসোর্ট
ঠিকানা: বাইমাইল, কোনাবাড়ি, গাজীপুর, ঢাকা।
যোগাযোগের নাম্বার: 01779756504
পিকনিকের জন্য আগাম বুকিং এর নাম্বার: 01911433025

মেঘের ছায়া রিসোর্ট - Megher Chaya Resort

দিনের পর দিন ব্যস্ততার পর প্রতিটি মানুষই একটু নির্মল বিনোদন উপভোগ করতে চাই। তাই সবাই ছুটে যাই প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। সবুজ ঘাসের গালিচায় খালি পা ফেলার অনুভূতি, স্বচ্ছ পানির মাঝে সাঁতার দেয়ার তৃপ্তি, নৌকা ভ্রমণের আনন্দ অথবা পরিবার পরিজনের সাথে নিরিবিলি পরিবেশে হইচই করে কাটাতে চান একটি সুন্দর দিন, তাদের জন্য খুব সুন্দর একটি জায়গায় হলো মেঘের ছায়া রিসোর্ট।

মেঘের ছায়া রিসোর্টি উত্তরা জসিম উদ্দিন সার্কেল থেকে মাত্র ৩০ মিনিটের পথ। এই জায়গাটি মজা এবং উত্তেজনায় পরিপূর্ণ। মেঘের ছায়া রিসোর্ট ও পিকনিক স্পট কোনাবাড়ী গাজীপুরে অবস্থিত। এখানে পিকনিকের জন্য ৪টি বড় ল্যান্ডস্কেপ রয়েছে এবং পুকুরের মাঝখানে একটি বিলাসবহুল স্ন্যাকস এবং জুস বার রয়েছে৷ রাত্রিযাপনের জন্য, এখানে খুব সুন্দর এবং সুসজ্জিত ৪টি V.I.P কটেজ এবং রাজকীয় সাইজের ডাবল বেডসহ ১২টি একক কক্ষ রয়েছে।

কীভাবে যাবেন:

  • ঢাকার যে কোন প্রান্ত থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা অথবা গাজীপুর কোনাবাড়ী আসতে হবে, 
  • কোনাবাড়ি থেকে রিক্সা ভাড়া ১০ টাকা, আর পায়ে হেঁটে আসলে ২০ মিনিট মতো সময় লাগবে,
  • গাজীপুর চৌরাস্তা থেকে আসলে বাস ভাড়া ২০ টাকা জন প্রতি,
  • হাইওয়ে রাস্তায় নেমে কিছু সময় হেঁটে আসলেই,
  • রিসোর্টির প্রধান ফটোকে চলে আসতে পারবেন।

প্যাকেজের বিবরণ

  • ছোট গ্রুপের প্যাকেজ মূল্য জন প্রতি: ২০০০ টাকা (ন্যূনতম ১০ জন)।
  • কর্পোরেট গ্রুপের প্যাকেজ মূল্য জন প্রতি: ১৭৫০ টাকা (ন্যূনতম ১০০ জন)।
  • কাপল রুমের মূল্য: ৭,৫০০ টাকা থেকে শুরু।
  • সময়: সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত (গ্রুপ ট্যুরের জন্য)

মেঘের ছায়া রিসোর্টের সুযোগ-সুবিধা

মেঘের ছায়া রিসোর্টে সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। যেমন-

  • রিফ্রেশমেন্টের জন্য A/C এবং নন A/C রুম,
  • সুইমিং পুল,
  • প্রার্থনা কক্ষ, 
  • খেলার মাঠ,
  • খাবারের ব্যবস্থা,
  • গাড়ি পার্কিং এরিয়া,
  • বাচ্চাদের খেলার জোন,
  • ২৪ ঘন্টা বিদ্যুৎ সুবিধা,
  • মহিলাদের জন্য আলাদা ওয়াশ রুম ইত্যাদি।

যে সকল খাবার দেওয়া হয়

মেঘের ছায়া রিসোর্টে পর্যটকদের তিনবার খাবার দেওয়া হয়। খাবারের মেনু নিচে দেওয়া হয়েছে।

  • সকালের নাস্তা: পরোটা, বুটের ডাল, ডিম, চা এবং মিনারেল ওয়াটার।
  • দুপুরের খাবার: ভাত, মৌসুমি সবজি, মাছ, চিকেন কারি বা বিফ রেজালা, সালাদ, কোমল পানীয় এবং মিনারেল ওয়াটার।
  • সন্ধ্যার খাবার: সিঙ্গারা বা সমুচা, পিয়াজু বা প্লেন কেক, চা এবং মিনারেল ওয়াটার।

মেঘের ছায়া রিসোর্টে কি কি অনুষ্ঠান করা যাবে

মেঘের ছায়া রিসোর্ট এর নিজস্ব কনভেনশন সেন্টারে যে সকল অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন-

  • পিকনিক,
  • ম্যারেজ ডে,
  • জন্মদিনের পার্টি,
  • কর্পোরেট ইভেন্ট,
  • বিবাহের অনুষ্ঠান,
  • যেকোনো ধরনের ডে আউট।

এছাড়াও অন্য যেকোনো পারিবারিক অনুষ্ঠানের জন্য রিসোর্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করতে পারবেন।

রিসোর্টের পার্কে প্রবেশ মূল্য:

রিসোর্টটিতে মেঘের ছায়া পার্ক নামে খুব সুন্দর একটি পার্ক রয়েছে। পার্কের প্রবেশ ফি প্রাপ্ত বয়স্কদের জন্য ১০০ টাকা এবং তিন বছরের কম ছোট শিশুদের জন্য ফ্রি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement