সেনাবাহিনী বাস স্কিন - Senabahini Bus Skin

আজ আরো একটি নতুন বাস স্কিন কালেকশন নিয়ে এসেছি। আজ আমাদের সবার প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী বাস স্কিন নিয়ে কথা বলবো। অন্য সব বাসের নাম শুনে যতটা আকর্ষণ লাগে তার চেয়ে অনেক বেশি ভাললাগা কাজ করে বাংলাদেশ সেনাবাহীনি বাসের নাম শুনলে।

ছোটবেলায় আমি মনে মনে ভাবতাম বড় হয়ে সেনাবাহিনীতে যোগদান করবো। কিন্তু সেটা আর হয়নি। মূলত এখান থেকেই সেনাবাহিনী নাম শুনলেই ভালোলাগা এবং এক বিশেষ আবেগ কাজ করে। 

মূলত যারা সেনাবাহীনিকে অনেক পছন্দ করেন, তাদের কাছেও ভাল লাগবে Senabahini Bus Skin ব্যাবহার করে বাস চালাতে। নিচে মোট পাঁচটি বাস স্কিন কালেকশন দেয়া হয়েছে। প্রতিটি স্কিনের জন্য দুইটি করে ডাউনলোড লিংক সংযুক্ত করা রয়েছে। প্রথম লিংক থেকে ডাউনলোড করবেন।

সেনাবাহিনী বাস স্কিন
Senabahini Bus Skin Download (1)
Skin Color: White
File Size: 1 MB

এই বাসটির পুরো অংশ সাদা রঙে আবৃত। সাদার মাঝে বাসের নামটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। বাসের চাকার সাথে বাসের নামের স্টিকার সংযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর লেগেছে স্কিনটি।

Senabahini Bus Skin
Senabahini Bus Skin Download (2)
Skin Color: White
File Size: 2 MB

এই বাসটিও সাদা কালারের। তবে ভিন্নতা রয়েছে জানালার পর্দায়। প্রথমটাতে কোনো পর্দা ছিলনা, আর এটাতে সুন্দর জমকালো সোনালী রঙের পর্দা রয়েছে। মূলত এই পর্দাটিই বিশেষ বিশেষত্ব এই বাস স্কিনটির।

সেনাবাহিনী বাস স্কিন ডাউনলোড
Senabahini Bus Skin Download (3)
Skin Color: White
File Size: 2 MB

২য় স্কিনটিতে সোনালী রঙের পর্দা ছিল। কিন্তু এই বাসে রয়েছে সবুজ রঙের পর্দা। তাছাড়া চাকার মাঝখানে সুন্দর লাল রঙ দেখতে পাচ্ছেন। যা দেখতে অনেকটা লাল ফুলের মতো দেখাচ্ছে। এই তিনটি বাসের ফ্রেম প্রায় একই। শুধু জানালার পর্দার মধ্যে তফাৎ রয়েছে। 

Senabahini Bus Skin Download
Senabahini Bus Skin Download (4)
Skin Color: DarkSlateGray
File Size: 894 KB

এককথায় এই স্কিনটি অনেক আকর্ষণীয় লেগেছে আমার কাছে। প্রথম তিনটির সাথে এটার গঠনগত কোনো মিল নেই। তাছাড়া এই স্কিনটি ব্যাবহার করলে আপনার বাস সম্পূর্ণ ইউনিক হবে। তাছাড়া আমার কালেকশনে আরো কিছু বাংলাদেশ সেনাবাহীনির স্কিন রয়েছে। সবগুলোর মধ্যে এই স্কিনটিই আমার কাছে বেশি ভাল লেগেছে।

আমার কাছে পুলিশ বাস স্কিন রয়েছে। আপনারা যদি পুলিশ বাস স্কিনের জন্য অনুরোধ করেন তাহলে খুব দ্রুত পোস্ট করা হবে। কারণ আমি জানিনা পুলিশ বাস স্কিন কেউ ব্যাবহার করবেন কিনা। পুলিশ বাসের প্রায় ৭/৮ টি মডেলের বাস স্কিন রয়েছে আমার কাছে।

কোনো স্কিন ব্যাবহার করতে বা স্কিন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল: info.bddiploma.com অথবা সরাসরি কমেন্ট করতে পারেন। যতদ্রুত সম্ভব উত্তর প্রদান করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url