সূর্য গ্রহণ ২০২৪ বাংলাদেশ সময়
২০২৪ সালের সূর্য গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী দুইবার হবে। যথা:-
- ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ ৮ই এপ্লিল, সোমবার (বাংলাদেশ সময়)
- ২০২৪ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২ই অক্টোবর, বুধবার (বাংলাদেশ সময়)
২০২৪ সালের সূর্যগ্রহণ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরছি।
প্রথম সূর্যগ্রহণ
বাংলাদেশে: প্রথম সূর্যগ্রহণ হবে ৮ই এপ্রিল (সোমবার), ২০২৪ ইং। বাংলাদেশে রাত ৯:৪২ মিনিটে এই সূর্যগ্রহণ শুরু হবে। একটানা ৫ ঘন্টা ১০ মিনিট চলবে এই সূর্যগ্রহণ এবং শেষ হবে রাত ২:৫২ মিনিটে।
বহির্বিশ্বে প্রথম সূর্যগ্রহণ: আমরা জানি সমগ্র পৃথিবীতে সূর্যগ্রহণ একই সময়ে শুরু ও শেষ হয়। একারণে বাংলাদেশে যখন শুরু হবে ঠিক একই সময়ে বিশ্বের সকল দেশে শুরু হবে। এ হিসাব অনুসারে নিচে কয়েটি দেশের সূর্যগ্রহণ শুরুর সময় উল্লেখ করছি।
- বাংলাদেশ: 9:42 pm (Dhaka)
- ভারত: 9:12pm (Dilli)
- পাকিস্তান: 8:42pm (Islamabad)
- সৌদি আরব : 6:42pm (Riyadh)
- আমেরিকা: 10:42am (Est.)
- কানাডা: 10:42am (Toronto)
- মালয়েশিয়া: 11:42pm
- ইরান: 7:12pm (Tehran)
- রাশিয়া: 6:42 pm (Moscow)
দ্বিতীয় সূর্যগ্রহণ
বাংলাদেশে: দ্বিতীয় সূর্য গ্রহণ হবে ২ অক্টোবর ২০২৪ ইং। এই দিন বাংলাদেশ সময় রাত ৯:৪৩ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। আর রাত ৩: ৪৭ মিনিটে গ্রহণ শেষ হবে।
বহির্বিশ্বে ২য় সূর্যগ্রহণ: UTC সময় অনুযায়ী দ্বিতীয় সূর্যগ্রহণটি হবে 3:43 pm. এই সময় পৃথিবীর যে প্রান্তে দিন থাকবে সেই প্রান্ত থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। নিচে বিভিন্ন দেশের ঘড়ি কাটার সূর্যগ্রহণের সময় দেওয়া হলো-
- বাংলাদেশ: 9:43 pm (Dhaka)
- ভারত: 9:13pm (Dilli)
- পাকিস্তান: 8:43pm (Islamabad)
- সৌদি আরব : 6:43pm (Riyadh)
- আমেরিকা: 10:43am (Est.)
- কানাডা: 10:43am (Toronto)
- মালয়েশিয়া: 11:43pm
- ইরান: 7:13pm (Tehran)
- রাশিয়া: 6:43 pm (Moscow)
২০২৪ সালের সূর্যগ্রহণ বাংলাদেশ ও ভারত থেকে দেখা যাবে না। কারণ সূর্যগ্রহণটি রাতে ঘাটবে। তবে আমেরিকা ও ইউরোপের দেশেগুলোতে দিনের বেলা সূর্যগ্রহণ ঘাটবে। তাই এই দেশগুলো থেকে সূর্যগ্রহণ দেখা যাবে।
সূর্যগ্রহণের সময় সকল ধর্মের মানুষকে তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী নিয়ম মেনে চলা উচিত। বিশেষ করে গর্ভবতী মহিলাদের নিয়মগুলো মেনে চলা উচিত। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টে জানাতে পারেন।