পল্লী পশু চিকিৎসক কোর্স

পল্লী পশু চিকিৎসক কোর্স বলতে গবাদি পশু হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ,  কৃষি ও উহাদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণকে বুঝায়। এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হয়েছে।

পল্লী পশু চিকিৎসক কোর্স ভর্তি যোগ্যতা কি?

পল্লী পশু চিকিৎসা কোর্সে ভর্তির ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতাসমূহ থাকতে হবে?
  • নূন্যতম এইচ.এস.সি (HSC) পাশ হতে হবে।
  • মানবিক/ বিজ্ঞান/ ব্যাবসা/ মাদ্রাসা বোর্ডের সকলেই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন।
  • আত্নকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে পশিক্ষণ নেয়া যাবে।

কোথায় এই কোর্স করানো হয়?

বাংলাদেশের ৬৪ জেলা কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রসমূহে পল্লী পশু চিকিৎসক কোর্সটি করানো হয়।

কোর্সটিতে ভর্তির সময় কখন?

প্রতি বছরের জুন মাসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সারাদেশে একযোগে এই কোর্সটি করানো হয়ে থাকে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে সময়ের পরিবর্তন হতে পারে। এছাড়াও বিশেষ প্রশিক্ষণকালীন সময়ে কোর্সটি করানো হয়ে থাকে (প্রয়োজনের ভিত্তিতে)।

কত দিন মেয়াদি কোর্স এটি?

পল্লী পশু চিকিৎসক কোর্সটির ১ মাস এবং ৩ মাস মেয়াদি দুইটি কোর্স চালু আছে।

ভর্তি ফি কত টাকা?

ভর্তি ফি মাত্র ১০০ টাকা এবং জামানত হিসেবে ৩০০ টাকা জমা দিতে হয়।

এই কোর্সটি করলে কি ভাতা পাওয়া যায়?

যে সকল শিক্ষার্থী আবাসিক থাকবেন তারা প্রতিমাসে জনপ্রতি ৪৫০০/- টাকা হারে ভাতা প্রাপ্ত হবেন। তবে উপস্থিতির ভিত্তিতে যারা অনুপস্থিত থাকবেন ক্লাসে অর্থাৎ অনিয়মিত ক্লাস করলে ভাতার পরিমাণ সেই হারে কেটে নেয়া হবে।

এই কোর্সিটি আসন সংখ্যা কতটি?

প্রতিটি কেন্দ্রে আসন সংখ্যা সর্বোচ্চ ৬০টি।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • শিক্ষাগত সনদপত্র (Certificate) ফটোকপি।
  • NID কার্ডের ফটোকপি।
  • জন্ম নিবন্ধনের ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
  • নাগরিকত্ত্বের সনদপত্র।
পল্লী পশু চিকিৎসক কোর্সের বিবরণ

চিত্র: পল্লী পশু চিকিৎসক কোর্সের বিবরণ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url