আমার পরিচয় কবিতার mcq । আমার পরিচয় কবিতার বহুনির্বাচনী প্রশ্ন (২৪+)

আমার পরিচয় কবিতার mcq

আমার পরিচয় কবিতার বহুনির্বাচনী প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষাসহ (SSC) বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই নিচে গুরুত্বপূর্ণ আমার পরিচয় কবিতার mcq দেওয়া হলো।

আমার পরিচয় কবিতার MCQ:

১. ‘আমার পরিচয়’ কবিতাটির লেখক কে ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা দুর্নীতি দমন কমিশন (২০২০)]
(ক) শামসুর রাহমান
(খ) হাসান হাফিজুর রহমান
(গ) সৈয়দ শামসুল হক ✓
(ঘ) রফিক আজাদ

২. বাঙালির বীজমন্ত্র বলতে কী বোঝানো হয়েছে ‘আমার পরিচয়' কবিতায় ' ?
(ক) বাঙালির ঐতিহ্য-গৌরব
(খ) বাঙালির মূল প্রেরণা ✓
(গ) বাঙালির সংস্কৃতি-ইতিহাস
(ঘ) বাঙালির প্রতিবাদী চেতনা

৩. 'আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে__ বছর চলি' এই চরণের শূণ্যস্থান কী হবে? [সহকারী জজ নিয়োগ পরীক্ষা ১২ তম (২০১৮)]
(ক) সহস্র
(খ) শত
(গ) হাজার ✓
(ঘ) অযুত

৪. কবি কার পরিচয় দিয়েছেন 'আমার পরিচয়' কবিতায় ?
(ক) বাঙালি জাতিসত্তার ✓
(খ) বাঙালি ইতিহাসের
(গ) সমগ্র বাঙালির
(ঘ) বাঙালির সাহসিকতার

৫. "আমার পরিচয়' কবিতায় বাঙালি জাতি জন্ম নিয়েছে কোথায় বলা হয়েছে?
(ক) আমেরিকায়
(খ) ফ্রান্সে
(গ) জার্মানে
(গ) বাংলায় ✓

৬. কবি কোন ঐতিহ্য বোঝাতে 'কমলার দীঘি' ও 'মহুয়ার পালা'র কথা উল্লেখ করেছেন 'আমার পরিচয়' কবিতায় ?
(ক) লোকসাহিত্যের ✓
(খ) প্রত্নতাত্ত্বিক
(গ) ব্যবসায়-বাণিজ্যের
(ঘ) বিদ্রোহের

৭. কত শত নদী কথা উল্লেখিত আছে 'আমার পরিচয়' কবিতায় ?
(ক) ১২০০
(খ) ১৪০০
(গ) ১৩০০ ✓
(ঘ) ১৫০০

৮. কবি নজরুলের কোন কাব্যগ্রন্থের নাম আমার পরিচয়' কবিতায় উল্লেখ আছে ?
(ক) ছায়ানট
(খ) অগ্নিবীণা ✓
(গ) বিষের বাঁশি
(ঘ) চক্রবাক

৯. “আমি এসেছি তো চর্যাপদের অক্ষরগুলো থেকে'—আমার পরিচয়' কবিতার এই চরণটিতে কবি 'চর্যাপদের অক্ষরগুলো' বলতে নিচের কোনটি বুঝিয়েছেন ?
(ক) অতীত ঐতিহ্য
(খ) সাংস্কৃতিক রূপ
(গ) ঐতিহাসিক পটভূমি
(ঘ) সাংস্কৃতিক পরিচয় ✓

১০. কোন কাব্যগ্রন্থ থেকে “আমার পরিচয়” কবিতাটি সংকলিত হয়েছে ?
(ক) ধূলি ও সাগর দৃশ্য
(খ) চাষাভূষার কাব্য
(গ) কড়ি ও কোমল
(ঘ) কিশোর কবিতা সমগ্র ✓

১১. কবি কোথায় হাজার চরণচিহ্ন ফেলে এসেছেন 'আমার পরিচয়' কবিতায় ?
(ক) সামনে
(খ) রাজপথে
(গ) পলিমাটিতে
(গ) পেছনে ✓

১২. 'আমার পরিচয়' কবিতায় কবি কিসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন কবিতার শেষ চরণে ?
(ক) দেশমাতৃকার
(খ) সাম্যের ✓
(গ) শান্তির
(গ) কল্যাণের

১৩. 'আমার পরিচয়' কবিতায় কবি নিম্নের কোন পদ্ধতির মাধ্যমে বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য প্রকাশ করেছেন ?
(ক) আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে ✓
(খ) এসেছি বাঙালি সূর্য সেন আর ক্ষুদিরামের থেকে
(গ) আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে
(ঘ) আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে

১৪. 'আমার পরিচয়' কবিতায় কাদের ইতিহাসের কথা খুঁজে পাওয়া যায় ?
(ক) মানুষের ইতিহাস
(খ) কবিতার ইতিহাস
(গ) দেবালয়ের ইতিহাস
(ঘ) বাঙালির ইতিহাস ✓

১৫. কোন ভাব প্রকাশ পেয়েছে 'আমার পরিচয়' কবিতায় ?
(ক) স্বকীয়তার ✓
(খ) ভালোবাসার
(গ) অনুভূতির
(ঘ) আবেগের

১৬. কয়টি আন্দোলন-বিদ্রোহের নাম 'আমার পরিচয়' কবিতায় উল্লেখ রয়েছে ?
(ক) ৬টি ✓
(খ) ৩টি
(গ) ৫টি
(ঘ) ৪টি

১৭. কোন লোককাহিনির 'আমার পরিচয়' কবিতায় উল্লেখ আছে ?
(ক) দেওয়ানে মদিনা
(খ) বেহুলা লখিন্দর
(গ) সাত ভাই চম্পা
(ঘ) মহুয়ার পালা। ✓

১৮. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এটি বাঙালির কী ?
(ক) চেতনা
(খ) মূলমন্ত্র
(গ) ঐতিহ্য
(ঘ) বীজমন্ত্র ✓

১৯. 'আমার পরিচয়' কবিতায় 'লাল রাজপথ' শব্দ দ্বারা ইতিহাসের কোন সময়কে আমাদের বিশেষভাবে মনে করিয়ে দেয় ?
(ক) ১৯৩০
(খ) ১৯৫২ ✓
(গ) ১৯৪৭
(ঘ) ১৯৭১

২০. কবি মুসলিম ঐতিহ্যের নিদর্শন বোঝাতে ‘আমার পরিচয়' কবিতায়  কিসের কথা উল্লেখ করেছেন ?
(ক) কৈবর্ত বিদ্রোহের
(খ) সোনামসজিদের ✓
(গ) বৌদ্ধবিহারের
(ঘ) কমলার দিঘির

২১. পাহাড়পুরের বৌদ্ধবিহার কে নির্মাণ করেছেন ?
(ক) শ্রী ধর্মপালদের ✓
(খ) শ্রী প্রীতিশ পালদেব
(গ) শ্রী মহীপালদেব
(ঘ) শ্রী লক্ষ্মণ পালদের

২১. 'আমার পরিচয়' কবিতায় কোন উপাদান থেকে চর্যাপদের এসেছেন ?
(ক) পঙ্গক্তি
(খ) ছন্দ
(গ) অক্ষর ✓
(ঘ) ভাব

২২. কবি কাদের ডিঙার বহর থেকে এসেছেন বলে ‘আমার পরিচয়' কবিতায় উল্লেখ করেছেন ?
(ক) পালদের
(খ) সওদাগরদের ✓
(গ) নাবিকদের
(ঘ) জেলেদের

২৩. কিসের ঠিকানা পেয়েছে বাঙালি লাল রাজপথে ?
(ক) চর্যাপদের
(খ) রাষ্ট্রভাষার ✓
(গ) কমলার দীঘির
(ঘ) মহুয়ার পালার

২৪. "এক সাথে আছি এক সাথে বাঁচি"- এই চরণটি দ্বারা কী প্রকাশ পেয়েছে ?
(ক) ঐক্য ✓
(খ) প্রতিবাদ
(গ) অসাম্প্রদায়িকতা
(ঘ) সাম্যবাদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement