বঙ্গবাণী কবিতার mcq | বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (২০+)

বঙ্গবাণী কবিতার mcq

১. 'বঙ্গবাণী' কবিতাটি লেখক কে ? [প্রাণিসম্পদ অধিদপ্তরেয পিএসসি কর্তৃক ল্যাবরেটরী টেকনিশিয়ান পদের নিয়োগ পরীক্ষা ২০২৩, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সহকারী প্রকৌশলী২০২২,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী সাব-ইঞ্জিনিয়ার ২০২০, সিজিডিএফ এর কার্যালয় জুনিয়র অডিটর নিয়োগ ২০১৯]
(ক) মহাকবি আলাওল
(খ) কায়কোবাদ
(গ) আবদুল হাকিম ✓
(ঘ) মাইকেল মধুসূদন দত্ত

২. নিচের কোনটি 'বঙ্গবাণী' কবিতার শেষ চরণ ? [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) সিলেট বোর্ড]
(ক) নিজ দেশ রোগী কেন বিদেশ ন যায়।
(খ) সেই বাকা বুঝে প্রভু আপে নিরঞ্জন।
(গ) এসব কাহার জন্যে নির্ণয়-ন জানি।
(ঘ) দেশী ভাষা উপদেশ মনে হিত অতি। ✓

৩. 'মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতি' - এ চরণে দ্বারা ‘বঙ্গবাণী’কবিতায় কী প্রকাশ পেয়েছে-- [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) দিনাজপুর বোর্ড]
(ক) দেশপ্রীতি ✓
(খ) ভাষাপ্রীতি
(গ) প্রকৃতিপ্রীতি
(ঘ) হিংসা

৪. 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি'- এই চরণটি কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে ? [বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পিএসসি কর্তৃক উপ-সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা ২০২১, অগ্রণী ব্যাংকের - অফুসার পদের নিয়োগ ২০১৫, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়োগ ২০০৭]
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) আবদুল হাকিম ✓
(গ) কাজী ইমদাদুল হক
(ঘ) শেখ আবদুল রহিম

৫. সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন-এর আগে লাইনটি কী হবে ?
(ক) যেই দেশে যেই বাক্য কহে নরগণ ✓
(খ) দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ
(গ) তে কাজে নিবেদি বাংলা করিয়া রচনা
(ঘ) আরবি ফারসি হিন্দে নাই দুই মত

৬. কারা হিন্দুর অক্ষরকে 'বঙ্গবাণী' কবিতায় হিংসে করে ? “ [নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) ময়মনসিংহ বোর্ড]
(ক) দেশদ্রোহীরা
(খ) নির্বোধরা
(গ) ভাষা বিদ্বেষীরা
(ঘ) মারফতে জ্ঞানহীনরা ✓

৭. 'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।' - এই চরনে 'আপে' কি অর্থ ব্যবহৃত হয়েছে ? [পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (PKSF) সহকারী ম্যানেজার নিয়োগ পরীক্ষা ২০১৪]
(ক) আগে
(খ) স্বয়ং ✓
(গ) সম্পূর্ণ
(ঘ) পুরোপুরি

৮. কত শতকে 'বঙ্গবাণী' কবিতাটি রচিত ?
(ক) সপ্তদশ ✓
(খ) দশম
(গ) নবম
(ঘ) শতক

৯. কবির কোন কাব্যগ্রন্থ থেকে 'বঙ্গবাণী' কবিতাটি নেওয়া হয়েছে ?
(ক) নূরনামা
(খ) ছাড়পত্র
(গ) রুদ্র মঙ্গল
(ঘ) সনেট

১০. 'হিন্দুর অক্ষর' বলতে 'বঙ্গবাণী' কবিতায় কী বোঝানো হয়েছে ?
(ক) বাংলা ভাষাকে ✓
(খ) ধর্মকে
(গ) সমাজকে
(ঘ) পরিবারকে

১১. 'হিন্দুয়ানী' ভাষা বলতে কবি 'বঙ্গবাণী' কবিতায় কোন ভাষাকে বুঝিয়েছেন ?
(ক) আরবি
(খ) বাংলা ✓
(গ) ফারসি
(ঘ) হিন্দি

১২. মাতৃভাষার প্রতি 'বঙ্গবাণী' কবিতায় কবির কেমন অনুভূতি প্রকাশ হয়েছে ?
(ক) দুর্বার ক্ষোভের অনুভূতি
(খ) অনন্য মমত্বের অনুভূতি ✓
(গ) চাপা আক্রোশের অনুভূতি
(ঘ) অসহনীয় বিরক্তিভাব

১৩. যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী-এই লাইনটির পরের লাইন কী হবে ?
(ক) সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি ✓
(খ) নিজ দেশ তেয়াগী কেনো বিদেশ-ন-যায়
(গ) সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন
(ঘ) যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত

১৪. 'বঙ্গবাণী' কবিতার কবি আবদুল হাকিম মৃত্যুবরণ করেন কত সালে ?
(ক) ১৬৯০ সালে ✓
(খ) ১৬৯৯ সালে
(গ) ১৫৯০ সালে
(ঘ) ২৬৯০ সালে

১৫. 'বঙ্গবাণী' কবিতার ‘বঙ্গবাণী শব্দটি অর্থ কী ?
(ক) বাংলা ভাষা ✓
(খ) ফারসি ভাষা
(গ) হিন্দি ভাষা
(ঘ) আরবি ভাষা

১৬. ‘বঙ্গবাণী’ কবিতায় কাদের ‘নরগণ’ বোঝানো হয়েছে ?
(ক) মানুষজনকে ✓
(খ) সম্মানিত লোকদেরকে
(গ) রাজা-বাদশাকে
(ঘ) নবী-রাসুলকে

১৭. কেমন মনোভাব প্রদর্শন করেছেন ‘বঙ্গবাণী’ কবিতায় কবি আরবি-ফারসি ভাষার প্রতি ?
(ক) সহনশীল ✓
(খ) বিরাগপূর্ণ
(গ) বিদ্বেষ
(ঘ) বিরূপ

১৮. ‘বঙ্গবাণী’ কবিতার লেখক আবদুল হাকিম জন্মগ্রহণ করেন কত সালে ?
(ক) ১৬২০ ✓
(খ) ১৬২৯
(গ) ১৬২৮
(ঘ) ১৬২১

১৯. কবি কীসের জয়গান গেয়েছেন 'বঙ্গবাণী' কবিতায় ?
(ক) কুসংস্কারের
(খ) ধর্মপ্রাণ মুসলমানের
(গ) মাতৃভাষা বাংলার ✓
(ঘ) নির্যাতিত পরিবারের

২০. নিচের কোনটি সমর্থনযোগ্য বঙ্গবাণী' কবিতার মর্মকথা হিসেবে ?
(ক) বিদেশি ভাষার প্রতি ভালোবাসা আর দেশি ভাষার প্রতি রাগ
(খ) মাতৃভাষার প্রতি প্রীতি ✓
(গ) দেশি ভাষার প্রতি ক্ষোভ
(ঘ) বিদেশি ভাষার প্রতি বিদ্বেষ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url