সোনার তরী কবিতা mcq | বিগত সালের প্রশ্ন (২০+)

সোনার তরী কবিতা mcq

সোনার তরী কবিতাটি অনেক গুরত্বপূর্ণ। কারণ এই কবিতাটি থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বিসিএস পরীক্ষা, BPSC নন ক্যাডারসহ বিভিন্ন চাকরী পরীক্ষায় এবং ভার্সিটি/ মেডিক্যাল/ ইন্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন এসে থাকে সোনার তরী কবিতার নৈব্যক্তিক থেকে। তাই এই আর্টিক্যালটিতে বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ mcq গুলো দেয়া হয়েছে। এই mcq গুলো পড়লে আশা করা যায় যেকোনো পরীক্ষায় সোনার তরী থেকে আসা প্রশ্ন কমন থাকবে।

সোনার তরী কবিতা mcq

১. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী' কোন ছন্দে রচিত কবিতা? [৩০ তম বিসিএস প্রিলি, পিএসসি এর কমিউনিটি অর্গানাইজার (LGED) ২০২৩, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ভর্তি পরীক্ষা (বিজ্ঞান ইউনিট-সাত কলেজ) ২০২২-২৩, পিএসসি এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উচ্চমান সহকারী ২০২১ এবং ল্যাবরেটরি সহকারী ২০২১, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট ২০০৬-০৭]
(ক) স্বরবৃত্ত
(খ) মান্দাক্রান্তা
(গ) অক্ষরবৃত্ত
(ঘ) মাত্রাবৃত্ত ✔

২. 'সোনার তরী' কবিতাটিতে উল্লেখ আছে কোন সময়ের কথা- [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, B ইউনিট (২০২২-২৩)]
(ক) দুপুর
(খ) সকাল ✔
(গ) বিকাল
(ঘ) রাত

৩. কোন সময়ের কথা আছে ‘সোনার তরী' কবিতায় ? [HSC পরীক্ষা, বরিশাল বোর্ড - ২০২৩]
(ক) রাত
(খ) দুপুর
(গ) প্রভাত ✔
(ঘ) বিকেল

৪. “সোনার তরী” কবিতায় 'আমি' প্রতীকী অর্থে কি বুঝাচ্ছে? [A unit (মানবিক) গ্রুপ-৩ এর ভর্তি পরীক্ষা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০২২-২৩)]
(ক) কৃষক
(খ) তরী
(গ) মাঝি
(ঘ) শিল্পস্রষ্টা কবি ✔

৫. “সোনার তরী” কবিতায় 'ছোটো সে তরী' বলতে কী বুঝাতে চেয়েছেন কবি? [রা.বি A unit গ্রুপ-২ (মানবিক) (২০২২-২৩)]
(ক) সময়ের নিষ্ঠুরতাকে ✔
(খ) নৌকার আয়তনকে
(গ) সময়ের প্রবাহকে
(ঘ) মহাকালের পরিধিকে

৬. কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে 'সোনার তরী' কবিতাটি রচিত হয়েছে? [রা.বি. B unit গ্রুপ-২ (অ- বাণিজ্য) (২০২২-২৩)]
(ক) ৬ মাত্রার
(খ) ৫ মাত্রার
(গ) ৮ মাত্রার ✔
(ঘ) ৪ মাত্রার

৭. 'ঘন বরষা' বলতে 'সোনার তরী' কবিতায় কী বোঝানো হয়েছে? [HSC পরীক্ষা, যশোর বোর্ড ২০২৩]
(ক) ভরা জল
(খ) প্রবল বর্ষণ
(গ) গভীর সংকট ✔
(ঘ) তীব্র স্রোত

৮. বর্ষা কখন এল 'সোনার তরী' কবিতার বর্ণনামতে ? [HSC পরীক্ষা, সিলেট বোর্ড ২০২৩]
(ক) ধান কাটা শুরু হলে
(খ) ধান কাটা শেষ হলে
(গ) ধান কাটতে কাটতে ✔
(ঘ) নৌকায় ধান তুলে দিলে

৯. কয়টি চরিত্র পাওয়া যায় “সোনার তরী” কবিতায় ? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় C ইউনিট ২০২২
(ক) ২টি ✔
(খ) ৪টি
(গ) ৩টি
(ঘ) ১টি

১০. রবীন্দ্রনাথ ঠাকুর "সোনার তরী" রচনা করেন কোথায়? [সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্য-সহকারী পদের নিয়োগ পরীক্ষা ২০২২, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এর সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষা ২০১১]
(ক) শাহজাদপুর
(খ) জোড়াসাঁকো
(গ)শিলাইদহ ✔
(ঘ) শান্তিনিকেতন

১১. 'সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' এ গুলো কোন শ্রেণির বিশেষ্য ? [পিএসসির হাউজ পেরেন্ট কাম টিচার নিয়োগ পরীক্ষা, সমাজসেবা অধিদপ্তর - ২০১৮]
(ক) সংজ্ঞাবাচক ✔
(খ) বস্তুবাচক
(গ) গুনবাচক
(ঘ) ভাববাচক

১২. ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরী/ আমারি সোনার ধান নিয়েছি ভরি। এটি কোন কবিতার অংশ ? [বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অফিসার (ক্যাশ) - ২০১৬]
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরঃ সোনার তরী ✔
(খ) কবি রবীন্দ্রনাথ ঠাকুরঃ হিং টিং ছট
(গ) কবি জসীমদ্দীনঃ কবর
(ঘ) কবি নজ্রুল ইসলামঃ সর্বহারা
(ঙ) কবি নজ্রুল ইসলামঃ বিদ্রোহী

১৩. রবীন্দনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার কথক- [B ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয় (২০১৫-১৬)]
(ক) নৌকায় অবস্থান করে
(খ) নদীর তীরে অবস্থান করে
(গ) অজ্ঞাত স্থানে অবস্থান করে
(ঘ) ঘরের বারন্দায় অবস্থান করে

১৪. সোনার তরী কবিতায় মাঝি কার বা কিসের প্রতিক হিসেবে ব্যাবহৃত হয়েছে? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা - D ইউনিট : ২০১৫-১৬]
(ক) নৌকাচালক
(খ) মৃত্যুদূত
(গ) শ্রমজীবী মানুষ
(ঘ) মহাকাল ✔

১৫. সোনার তরী’ কবিতায় কী নিরুপায় [ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৪-১৫]
(ক) কৃষক
(খ) কবি নিজে
(গ) ঢেউগুলি ✔
(ঘ) তরুছায়া

১৬. 'সোনার তরী' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [পিএসসি এর উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২০১৫]
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর ✔
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) সুকুমার রায়

১৭. 'সোনার তরী কবিতার পংক্তিসংখ্যা - [ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা (২০০৭-০৮)]
(ক) ৪০
(খ) ৪৬
(গ) ৪২ ✔
(ঘ) ৪৮

১৮. 'সোনার তরী' কবিতায় নৌকা কিসের প্রতীক ? [হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, C ইউনিট]
(ক) জীবনের প্রতীক
(খ) মহাকালের প্রতীক ✔
(গ) আনন্দের প্রতীক
(ঘ) চলমানবতার প্রতীক

১৯. 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' কথাটি ব্যবহৃত হয়েছে- [ঘ ইউনিট (২০০৬-০৭)]
(ক) তিনবার
(খ) চারবার
(গ) দু -বার ✔
(ঘ) একবার

২০. 'রাশি রাশি ভারা ভারা' সোনার ধান যাহা ছিল নিয়ে গেল সোনার তরী ----- এখানে তরীতে ঠাঁই হলো না কার?
(ক) কবির
(খ) কৃষকের ✔
(গ) কৃষক ও কবির
(ঘ) মাঝি ও কৃষকের

সোনার তরী কবিতার mcq pdf

সোনার তরী কবিতার mcq pdf ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন:

সোনার তরী [MCQ PDF]
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url