আঠারো বছর বয়স কবিতার mcq | আঠারো বছর বয়স কবিতার বহুনির্বাচনী প্রশ্ন (৩৪+)

আঠারো বছর বয়স কবিতা mcq

আঠারো বছর বয়স কবিতার বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর অনেক গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং পিএসসির অধীনে অনেক চাকুরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এই কবিতাটি থেকে।

আঠারো বছর বয়স কবিতার MCQ:

১. ‘আঠারো’ কথাটি ‘আঠারো বছর বয়স কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা 'B'-ইউনিট (বিকাল) ২০২১-২০২২, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট (2008-2009)]
(ক) সাত
(খ) নয় ✓
(গ) আট
(ঘ) এগার

২. আঠার বছর বয়স কীভাবে বাঁচে- [গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের (GST) ভর্তি পরীক্ষা B Unit : 2020-2021, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট ২০১৩-২০১৪, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইউনিট : ক]
(ক) বিপদের মুখে
(খ) শপথের কোলাহলে
(গ) দুর্যোগ আর ঝড়ে ✓
(ঘ) লক্ষ দীর্ঘশ্বাস

৩. আঠারো শব্দটি ’আঠারো বছর বয়স’ কবিতায় কী অর্থ ব্যবহৃত হয়েছে ? [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট]
(ক) ঔদ্ধত্য
(খ) জাগরণ
(গ) প্রতিবাদ
(ঘ) যৌবন ✓

৪. ‘আঠারো বছর’ শব্দটি ’আঠারো বছর বয়স’ কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C ইউনিট]
(ক) 5 বার
(খ) 8 বার
(গ) 7 বার ✓
(ঘ) 9 বার

৫. নিচের কোন ছন্দে রচিত "আঠারো বছর বয়স" কবিতাটি ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট : ২০১৬-২০১৭, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট : 2015-2016, পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী- ২০১০, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ ইউনিট (2006-2007), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ ইউনিট]
(ক) মাত্রাবৃত্ত ✓
(খ) মিশ্ববৃত
(গ) অক্ষরবৃত্ত
(ঘ) কলাবৃত্ত

৬. আঠারো বছর বয়স কেমন - [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট : ২০১৩-২০১৪]
(ক) ভীরু
(খ) নির্ভয় ✓
(গ) বিনয়ী
(ঘ) বিবেক

৭. 'আঠারো বছর বয়স' কবিতাটির মূলসুর নিচের কোনটি ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট ২০১৯-২০২০]
(ক) নৈতিকতা
(খ) অদম্য তারুণ্যশক্তি ✓
(গ) বিবেকবোধ
(ঘ) ভীরুতা

৮. নিচের কোনটি ভাঙতে চাওয়া হয়েছে ’আঠারো বছর বয়স’ কবিতায় পদাঘাতে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট : 2015-2016]
(ক) বাধার পাথর ✓
(খ) শোষণের শৃঙ্খল
(গ) অট্টালিকা
(ঘ) শোষকের মসনদ

৯. কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ ’আঠারো বছর বয়স কবিতাটিতে ব্যবহৃত হয়েছে? [ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট]
(ক) ৫ মাত্রার
(খ) ৭ মাত্রার
(গ) ৬ মাত্রার ✓
(ঘ) ৮ মাত্রার

১০. কে ‘আঠারো বছর বয়স’ কবিতাটি রচনা করেছে ? [শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষঃ ২০০৪-২০০৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ২০০০-২০০১, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা G ইউনিট]
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) অমিয় চক্রবর্তী
(গ) শামসুর রহমান
(ঘ) সুকান্ত ভট্টাচার্য ✓

১১. নিচের কোনটি নেই আঠারো বছর বয়সে ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ঘ ইউনিট ২০১৪-২০১৫]
(ক) ভয় ✓
(খ) সংশয়
(গ) নিরাশা
(ঘ) অবসাদ

১২. 'সঁপে আত্মাকে শপথের কোলাহলে কথাটি দ্বারা 'আঠারো বছর বয়স' কবিতায় ।'- কী বোঝায় ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) রক্তদানের পুণ্য
(খ) কথা ও কাজের ঐক্য
(গ) আত্মত্যাগের মহিমা ✓
(ঘ) যৌবনের দুঃসাহসিকতা

১৩. কীভাবে থাকে 'বিপদের মুখে আঠারো বছর বয়স' - [Bangladesh University of Professionals (BUP) Faculty of Arts and Social Science (FASS) 2018-2019, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা D ইউনিট : 2005-2006]
(ক) দুর্বার
(খ) অসহায়
(গ) ভয়ঙ্কর
(ঘ) অগ্রণী ✓

১৪. শপথের কোলাহলে আঠারো বছর বয়স' কবিতায় তরুণেরা কী সঁপে দেয় ? [একাদশ- দ্বাদশ শ্রেণি দিনাজপুর বোর্ড]
(ক) আত্মা ✓
(খ) জীবন
(গ) প্রাণ
(ঘ) রক্ত

১৫. ‘ আঠারো বছর বয়স ভয়ংকর ‘ – এই চরণের পরের চরণ কী হবে ? [বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট]
(ক) পদাঘাতে চায় ভাঙতে পথের বাধা ✓
(খ) তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা
(গ) স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি
(ঘ) সঁপে আত্মাকে শপথের কোলাহলে

১৬. কোন ধরনের কবিতা আঠারো বছর বয়স ? [Bangladesh University of Professionals (FSSS) Admission 2021-2022]
(ক) মুক্তিযুদ্ধের
(খ) শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম ✓
(গ) দেশ প্রেমের
(ঘ) প্রকৃতি প্রেমের

১৭. 'আঠারো বছর বয়স' কবিতাটি অনুসারে কী করতে জানে না আঠারো বছর বয়স ? [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) কাঁদা ✓
(খ) মাথা নোয়ানো
(গ) ভয়
(ঘ) রক্তদানের পুণা

১৮. কোন কাব্যগ্রন্থ থেকে ’আঠারো বছর বয়স’ কবিতাটি নেওয়া হয়েছে ? [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা A ইউনিট (Group-3) মানবিক ২০২০-২০২১, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C ইউনিট]
(ক) মিঠে কড়া
(খ) পূর্বাভাস
(গ) ঘুম নেই
(ঘ) ছাড়পত্র ✓

১৯. আঠারো বছর বয়স কেমন- [জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C ইউনিট : 2007-2008]
(ক) বিপজ্জনক
(খ) ভয়ঙ্কর ✓
(গ) দ্বিধাজড়িত
(ঘ) স্বার্থচেতন

২০. কত সালে ’আঠারো বছর বয়স’ কবিতাটি প্রথম প্রকাশিত হয় ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা A ইউনিট]
(ক) ১৯৪৮ ✓
(খ) ১৯৫০
(গ) ১৯৪৯
(ঘ) ১৯৫৮

২১. “এ বয়স জেনো ভীরু কাপুরুষ নয়”— উক্তিটিতে কত বছর বয়সের কথা বোঝানো হয়েছে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি ঢাকা বোর্ড]
(ক) ১৬ বছর
(খ) ১৮ বছর ✓
(গ) ১৭ বছর
(ঘ) ১৯ বছর

২২. কতটি স্তবক রয়েছে 'আঠারো বছর বয়স ' কবিতায়- [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট]
(ক) ছয়
(খ) দশ
(গ) আট ✓
(ঘ) বারো

২৩. নিচের কোনটি 'আঠারো বছর বয়স' কবিতাটির স্তবক ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট (2007-2008]
(ক) গ্রহ্ + অনীয় ✓
(খ) গ্রহ + অণীয়
(গ) গ্রহণ + ঈয়
(ঘ) গ্র + অনীয়

২৪. আঠার বছর বয়স’ কবিতায় সুকান্ত ভট্টাচার্য কী ভাঙতে চেয়েছেন পদাঘাতে ? [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট ২০১১-২০১২]
(ক) অট্টালিকা
(খ) শিকল
(গ) শোষণের শৃখল
(ঘ) পাথর ✓

২৫. নিচের কোন উক্তিটি 'আঠারো বছর বয়স ' কবিতায় নেই ? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা C ইউনিট : ২০১৬-২০১৭]
(ক) আঠারো বছর রয়স দুর্নিবার ✓
(খ) আঠারো বছর বয়সে কী দুঃসহ
(গ) আঠারো বছর বয়সে ভয়ংকার
(ঘ) আঠারো বছর বয়সে আঘাত আসছে
(ঙ) আঠারো বছর বয়সের নেই ভয়

২৬. মর্ষকথা কী আঠারো বছর বয়স" কবিতায় - [রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট ( অ-বাণিজ্য) : 2014-2015]
(ক) স্বদেশ্ব্রত
(খ) নির্ভয় ও সাহসের জয়ধ্বনি ✓
(গ) যৌবনের হতাশা
(ঘ) ইচ্ছার আকুতি

২৭. পাথর বাধা কীভাবে ভাঙতে চায় আঠারো বছর বয়স - [ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট (2007-2008), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক ইউনিট]
(ক) হাত দিয়ে
(খ) চরণাঘাতে ✓
(গ) হাতুড়ি দিয়ে
(ঘ) লোহা দিয়ে

২৮. কেন বেদনায় থরোথরো করে কাঁপে আঠারো বছর বয়স ? [একাদশ- দ্বাদশ শ্রেণি রাজশাহী বোর্ড]
(ক) শপথের কোলাহলে
(খ) জয়ের আনন্দে
(গ) অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে ✓
(ঘ) অভিমানে

২৯. নিচের কোনটি আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য নয় -[Bangladesh Bank - Cash Officer - 2016]
(ক) ভয়ংকর
(খ) নির্ভীক
(গ) ভীরু ✓
(ঘ) দুর্বার

৩০. এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর আঠারো বছর বয়স' কবিতায় ।' এই উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে- [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) বিদ্রোহ ও জটিলতা
(খ) প্রগতি ও সংগ্রামশীলতা
(গ) তীব্রতা ও সংবেদনশীলতা ✓
(ঘ) দুঃসাহস ও স্নেহমমতা

৩১. কেমন যন্ত্রণা সৃষ্টি হয় আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে ? [একাদশ- দ্বাদশ শ্রেণি কুমিল্লা বোর্ড]
(ক) সামান্য
(খ) অসহ্য ✓
(গ) বীভৎস
(ঘ) তীব্র

৩২. কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মারা যান ? [পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা - 2017]
(ক) 19
(খ) 23
(গ) 21 ✓
(ঘ) 25

৩৩. আঠারো বছর বয়স কবিতায় “স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি”, চরণটি দ্বারা তরুণদের কী প্রকাশ পেয়েছে — [উচ্চ-মাধ্যমিক স্তর একাদশ- দ্বাদশ শ্রেণি]
(ক) দৃঢ়তা
(খ) সাহসিকতা
(গ) ঔদ্ধতা
(ঘ) আত্মনির্ভরতা ✓

৩৪. কত খ্রিস্টাব্দে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন ? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা B ইউনিট]
(ক) 1926 ✓
(খ) 1924
(গ) 1922
(ঘ) 1920

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url