শীতের সকালের ১০ টি বাক্য

শীতের সকালের ১০ টি বাক্য

শীতের সকালের ১০ টি বাক্য:

  1. শীতের সকালে কনকনে শীত পরে।
  2. শীতের সকালে চারিপাশ কুয়াশায় ডেকে থাকে।
  3. শীতের সকালে ঘাসের উপর নিশির জমে।
  4. শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠা হয়।
  5. শীতের সকালে খেজুরের রস পাওয়া যায়।
  6. শীতের সকালে নানা রকমের পিঠা তৈরি করা হয়।
  7. শীতের সকালে রোদে বসে খাবার খেতে ভাললাগে।
  8. শীতের সকালে আগুন জ্বালিয়ে তাপ নেওয়া হয়।
  9. শীতের সকালে ঘর থেকে বের হবার জন্য গরম কপাড় পড়তে হয়। 
  10. শীতের সকালে রোদে বসে অনেকে খবরের কাগজ পরেন।
শীতের সকাল নিয়েতো ১০টি বাক্য জানা হলো, চলো এবার শীতের সকাল নিয়ে একটা কবিতা পড়ি। কবিতার নাম আলসেমি।

আলসেমি

শীতের সকালে পূর্ব আকাশে সূর্য ওঠে দেরিতে।
আলসে মামাও ঘুমিয়ে থাকে উঠতে চায়না সকালে।
আমি কি আর শীতে ভয় পাই?
উঠে পড়ি সবার আগে।
>
আমার আছে ছোট্ট এক বিড়ালছানা, সেও থাকে ঘুমিয়ে।
গোয়াল ঘড়ের গরুগুলোও উঠতে করে দেরি যে।
আমারতো আর আলসেমি নেই,
উঠে পড়ি তাই সবার আগে।

সকাল বেলাই পড়তে বসি,
করিনাতো আলসেমি।
আমি কি আর কুড়ে নাকি, থাকবো শুয়ে সারাদিনি।
||  ||
এই ভাবি সকাল ভোরে
উঠবো উঠবো মনে করে।
মা যখন দেয় বকুনি, উঠি কেবল তখনি।
No Comment
Add Comment
comment url