হোটেল রয়েল

হোটেল রয়েল
চিত্র: রয়েল বা রাজকীয় হোটেলের নমুনা ফটো

বিশ্বের বিভিন্ন দেশে হোটেল রয়েল নামের জনপ্রিয় ও বিশ্বখ্যাত হোটেল রয়েছে। যার অনুকরণে বাংলাদেশেও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরে গড়ে উঠেছে এই নাম নিয়ে অনেক রাজকীয় হোটেল। তবে এই পোস্টের মাধ্যমে আমরা ঢাকার মধ্যে থাকা হোটেল রয়েল নামের হোটেলগুলোর মধ্য থেকে সবচেয়ে জনপ্রিয় হোটেলগুলোর কথা তুলে ধরবো।

হোটেল রয়েল ইন্টারন্যাশনাল

ঠিকানা: আউটার সার্কুলার রোড, ঢাকা - ১২১৭
ফোন: 01798-404455

রিভিউ: ফেজবুক, ইউটিউব, গুগল রিভিউ থেকে এবং সরাসরি কাস্টমারের মতামত থেকে যতদুর জানা যায় তা যাচাই করে বলা যায়, এটি ৩ স্টার ক্যাটাগরির একটি হোটেল। হোটেলটির খাবারের মান এবং সেবার মান ভাল। তবে অনেকের মতে সেবার মান কিছুটা কম, হোটেলের খরচ ও ঐশ্বর্যের তুলনায়। সব মিলিয়ে আমরা হোটেলটিকে রেটিং দিব ৩.৫ পয়েন্ট ৫ এর মধ্যে

হোটেল রয়েল প্লাজা

ঠিকানা: PC7H+JMW, সায়েদাবাদ, ঢাকা
ফোন: 01782-422766

রিভিউ: হংকংয়ের বিখ্যাত ৫ স্টার একটি হোটেল রয়েছে এই নামে। গুগলে খুজতে গেলে হংকংয়ের হোটেলটি সামনে আসতে পারে। কারণ সায়েদাবাদ এলাকায় অবস্থিত এই হোটেলটি খুব বেশি জনপ্রিয়না। হোটেল টির সেবার মান মোটামুটি। খাবারের কোয়ালিটি এবং দাম স্বাভাবিক পর্যায়ের। খুব একটা বিদেশী অতিথি এই হোটেলে আসেননা। স্থানীয় ব্যাবসায়ী এবং দূরের যাত্রীগণ এখানে বেশিরভাগ এসে থাকেন। আমরা হোটেলটির রেটিং দিবো ৩ পয়েন্ট ৫ এর মধ্যে

হোটেল রয়েল প্যালেস

ঠিকানা: ৩১/ডি তোপখানা রোড, ঢাকা - ১০০০
ফোন: 01747-906414

রিভিউ: হোটেল রয়েল প্যালেস শুধু হোটেল রয়েল নামেও পরিচিত। একটি রাজকীয় হোটেল বা রয়েল বলতে আমরা যা বুঝি বা যা থাকা প্রয়োজন তার সবি রয়েছে এই হোটেলটিতে। খাবার ও সেবার মান যথেষ্ট ভাল। মূলত বিদেশী অতিথী, এবং উচ্চবিত্তদের টার্গেট করেই হোটেলটি পরিচালিত হয়। একারণে খরচটাও সে অনুপাতে বেশি। খাবারের মান, সেবার মান সবকিছু মিলিয়ে আমরা হোটেলটির রেটিং দেব ৪.৮ পয়েন্ট ৫ এর মধ্যে

রয়্যাল গ্র্যান্ড হোটেল (রেসিডেন্স)

ঠিকানা: ১৫৮, পূর্ব টেস্তুরী বাজার, ১নং রেলগেট, তেজগাঁও, কাওরান বাজার, ঢাকা - ১২১৫
ফোন: 01757-086208

রিভিও: কাওরান বাজার এলাকার হোটেরগুলোর মধ্যে এটি বেশ ভাল হোটেল। পূর্বে অনেকে মন্তব্য করতেন খাবারের মান নরমাল আবার অনেকে বলতেন সেবার মান সন্তোষজনক নয়। তবে বর্তমানে তেমন কোনো অভিযোগ শোনা যায়না। ধারণা করছি হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথীদের খাবার ও সেবার মান অনেক ভাল করেছেন। হোটেলটিতে খাবারের দাম এবং রুমভাড়া মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই রয়েছে। তেজগাও ১ম রেলগেটের কাছাকাছি হোটেলটির অবস্থান। আমরা হোটেলটির রেটিং দেব ৩ পয়েন্ট ৫ এর মধ্যে

রয়েল ইন ঢাকা

ঠিকানা: সিটি ভিউ টাওয়ার, ২৪/বি তোপখানা রোড, ঢাকা - ১০০০
ফোন: 01611-100475

হোটেলটিতে ৩ ধরণের রুম রয়েছে। যথা:

  • ডিলাক্স
  • সুপিরিয়র ডিলাক্স
  • সুপিরিয়র টুইন

রিভিউ: রয়েল হোটেল বলতে আমরা যা বুঝি তার সবই বিদ্যমান এই হোটেলে। আভিজাত্যের ছোঁয়া হোটেল রুমসহ সর্বোত্র বিরাজমান। উচ্চবিত্ত হোটেলগুলোর অন্তর্ভুক্ত এটি। রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে খাবারের মান ও স্বাদ খুবি ভাল। হোটেলের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি কখনো। হোটেলটিকে আমরা রেটিং দেব ৫ পয়েন্ট ৫ এর মধ্যে

রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল

ঠিকানা: বাড়ি # ৮৫, রোড নং ২৫/এ, ঢাকা - ১২১৩
ফোন: 02-55033452

রিভিও: হোটেলটির রুম ভাড়া নুন্যতম ৮/১০ হাজার টাকা থেকে শুরু হয়। মাঝে মধ্যে হোটেলের সেবার মান তেমন ভাল না বলে অনেকে মন্তব্য করে থাকেন। তবে ৮০ ভাগের উপর অতিথিরা হোটেল ম্যানেজমেন্টের উপর সন্তুষ্ট। আধুনিক হোটেলের সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এখানে। সেবা ও খাবারের মান যথেষ্ট উন্নত এবং সাভিস ফি/ রুম ভাড়া সাধ্যের মধ্যে পেয়ে যাবেন। আমরা হোটেলটির রেটিং দেব ৪.৮ পয়েন্ট ৫ এর মধ্যে

হোটেল গ্র্যান্ড রয়েল

ঠিকানা: ৪র্থ তলা, বাড়ি: ৮/এ, রোড: ৪, রয়েল প্লাজা, ঢাকা ১২০৫
ফোন: 01958-488160

রিভিও: রয়েল প্লাজায় অবস্থিত হোটেলটিও যথেষ্ট ভাল মানের হোটেল। নিরাপত্তাজনীত ঝুঁকি নেই। তাছাড়া এখানকার পরিবেশিত খাবারের গুণগতমান বেশ উন্নত। রুম সার্ভিস ঠিকভাবেই করে থাকে। তেমন কোনো অভিযোগ শোনা যায়না। যেকোনো সময় ব্যাক্তিগত ট্যুর বা ফ্যামিলি নিয়ে স্বাচ্ছন্দে অবসর সময় কাটাতে পারবেন এখান থেকে। হোটেলটিকে আমরা ৪.৭ পয়েন্ট রেটিং দেব ৫ এর মধ্যে

বি:দ্র: প্রতিটি হোটেলের রিভিও এর কথা বিভিন্ন সোর্স এবং খবরাখবরের ভিত্তিতে লেখা হয়েছে। এ বিষয়ে কোনো ভুল বা অসঙ্গতি পেলে আমাদেরকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে: [email protected] অথবা কমেন্টের মাধ্যমে।


Next Post


Next Post Previous Post
2 Comments
Add Comment
comment url