বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন [১০০% সঠিক নিয়ম]
Google Translate এর মাধ্যমে খুব দ্রুত একসাথে অনেকগুলো বাক্য বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। তবে সবসময় আপনি সঠিক অনুবাদ পাবেননা। অনেক সময় জটিল বাক্য বা বড় সাইজের বাক্য অনুবাদের সময় গুগল ট্রান্সলেট শতভাগ সঠিক ইংরেজি অনুবাদ দিতে সক্ষম হয়না। তাই বিশেষ কিছু নিয়ম ফলো করলে আপনি ১০০% সঠিক বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন। এজন্য নিম্নোক্ত ধাপসমুহ ফলো করুন।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার নিয়ম: [Google Translate]
- কোনো সহজ বা ছোট বাক্যের অনুবাদ করলে সঠিক রেসাল্ট এমনিতেই পাবেন।
- যদি একসাথে অনেকগুলো বাক্য গুগল ট্রান্সলেট করেন তাহলে ২/৩ বার "বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা" এভাবে অদল বদল করবেন। তাহলে দেখবেন আপনি যে বাক্যগুলো অনুবাদ করতে চেয়েছিলেন, সেগুলোকে গুগল আরো সুন্দর করে গুছিয়ে অনুবাদ করেছে।
- অনেক সময় দেখা যায় অনেক বড় বাক্য অনুবাদ করলে ইংরেজিতে ঠিকভাবে মিলেনা। অগোছালো মনে হয়। এক্ষেত্রে আপনি বাক্যটিতে কমা [,] দিয়ে ২/৩ টি ভাগ করে দিন। তাহলে গুগল ট্রান্সলেট যথাযথ অনুবাদ করতে সক্ষম হবে।
- আপনার দেয়া বাংলা লেখায় যদি বানান ভুল থাকে এবং সেই ভূলের কারণে ভিন্ন কোনো শব্দ হয়ে যায়, তাহলে আপনার ইংরেজি অনুবাদ সঠিক আসবেনা। তাই যেটা ইংরেজিতে অনুবাদ করবেন, সে লেখাটার বানান সঠিক আছে কিনা নিশ্চিত হয়ে নিবেন।
এতক্ষণ আলোচনা করলাম কিভাবে গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করবেন সে বিষয়ে। তবে যারা প্রফেশনাল অনুবাদক বা যারা অনেক দক্ষ অনুবাদক তারা গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করেনা। যদি আপনিও নিজের দক্ষতায় অনুবাদ করতে চান তাহলে নিচের নিয়ম ফলো করুন:
দক্ষ অনুবাদক হতে করণীয়:
- প্রথমত আপনাকে অনেক ভোকেবুলারি জানতে হবে। বাংলা ভাষায় কারো সাথে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে যেমন সেই বিষয়ের প্রতিটি বাংলা শব্দ জানা প্রয়োজন তেমনি প্রতিটি জিনিসের ইংরেজি নাম জানতে হবে। এজন্য প্রতিদিন নিয়ম করে সবচেয়ে বেশি প্রয়োজনীয় word গুলো মুখস্ত করবেন।
- দ্বীতিয়ত, Tense এর ব্যাবহার জানতে হবে। সঠিকভাবে Tense এর প্রয়োগ করতে পারলে ইংরেজি অনুবাদ সঠিকভাবে হবে।
- তৃতীয়ত, ইংরেজি Preparation এর সঠিক ব্যাবহার শিখতে হবে।
মূলত উপরোক্ত তিনটি ধাপ সম্পন্ন করতে হবে যথেষ্ট সময় নিয়ে। আনুমানিক ৬ মাসের মধ্যে আপনি ইংরেজি অনুবাদ করায় বেশ দক্ষ হয়ে উঠবেন।
এরপর ইংরেজি গ্রামারের অন্যান্য নিয়ম কানুন টুকিটাকি আয়ত্ব করবেন। তাহলে আপনি খুব ভালোভাবে নির্ভুল অনুবাদ করতে সক্ষম হবেন।
মূলত বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য প্রধান বাধা হলো ইংরেজি Word না জানা। একটু ভাবুন, "আপনি বাংলায় কোনো কথা বলতে যে
Add Comment
comment url