বাথরুম কোন দিকে করা উচিত বা কোন দিকে মুখ করে পায়খানা করা উচিত

বাথরুম
চিত্র: প্রতিকি বাথরুম

বাথরুম হল আমাদের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি বাথরুম বাড়ির ভুল দিকে থাকে তাহলে তা বাস্তুর ত্রুটি সৃষ্টি করে। সেসব বাস্তু ত্রুটিসমূহ বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে। তার প্রভাব বাড়ির সদস্যদের ওপর এসে পড়ে। বাস্তুশাস্ত্রের বিশেষ নিয়মাবলি সম্পর্কে আজকের এই পোষ্ট থেকে জেনে নিন

বাথরুম কোন দিকে করা উচিত?

বাস্তু মতে পায়খানা বা বাথরুম রান্নাঘরের সামনে বা পাশে থাকা উচিত নয়। বাথরুমের টয়লেট সিট সবসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিকে থাকা উচিত।

  • বাড়ির দক্ষিণ, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে কখনই বাথরুম তৈরি করা উচিত নয়। এতে পরিবারের সদস্যদের ওপর খারাপ প্রভাব সৃষ্টি হয়। যদি আপনার বাথরুমটি ইতিমধ্যে ভূল দিকে তৈরি করা হয় তবে এটির কাছে একটি কালো বস্তু রেখে দেন তাহলে এর নেতিবাচক প্রভাব দূর হবে।
  • গোসলের টব বা ঝরনা দক্ষিণ দিকে রাখা এড়িয়ে চলুন। বাথরুমের রং সবসমই হালকা রঙের করুন। বাথরুমের জন্য সাদা এবং বাদামী রং ভাল বলে মনে করা হয়।
  • মনে করা হয়, নীল রঙের মগ বা বালতি বাথরুমে রাখা ভাল। এটা বিশ্বাস করা হয় যে, এমনটা করলে আশীর্বাদ পাওয়া যায়। বাথরুমে লাল ও কালো রঙের মগ বা বালতি রাখা একেবারেই ঠিক না।
  • বাথরুমের আয়না এমনভাবে রাখতে হবে যাতে টয়লেট সিট আয়নায় না দেখা যায়।
  • বাস্তু অনুসারে, বাথরুমের কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া ভাল নয় কারণ এতে আর্থিক ক্ষতি হতে পারে।
  • বাথরুমের দরজাই লোহার পরিবর্তে কাঠ ব্যবহার করবেন।
  • বাথরুমের দরজায় কোনো দেব-দেবীর ছবি লাগাবেন না।
  • সবসময় বাথরুমের দরজা বন্ধ করে রাখবেন।
  • প্রতিটি বাথরুমে বাতাস চলাচলের জন্য একটি করে জানালা রাখবেন। বিশ্বাস করা হয়, এটি নেতিবাচক শক্তিকে বের করে দেয়।

কোন দিকে মুখ করে পায়খানা করা উচিত

শাস্ত্র অনুসারে, কমোড বা টয়লেট এমনভাবে স্থাপন করা উচিত যাতে এটি ব্যবহার করার সময় ব্যক্তির মুখ বাড়ির উত্তর বা দক্ষিণ দিকে থাকে।

দক্ষিণ পশ্চিম কোণে বাথরুম করা যাবে কি?

শাস্ত্রমতে দক্ষিণ পশ্চিম কোণে বাথরুম বসানো এরিয়ে চলা উচিত। তবে কোনো কারণে যদি দক্ষিণ পশ্চিম কোণেই করতে হয় তবে নিশ্চিত করতে হবে সব সময় যেন বাথরুমের দরজা বন্ধ থাকে।

টয়লেটে কোন দিকে মুখ করে বসা উচিত?

টয়লেট যেদিকে মুখ করে বসার ব্যাবস্থা করা হবে, সে দিকেই বসতে বাধ্য হতে হয়। এজন্য টয়লেট তৈরির সময় সঠিক পজিশনে স্থাপন করতে হবে। এ বিষয়ে উপরে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement