হুমায়ুন আহমেদের প্রেমের উপন্যাসের তালিকা
হুমায়ুন আহমেদের প্রেমের উপন্যাস তালিকা
- নির্বাসন
- নক্ষত্রের রাত
- তোমাকে
- বাসর
- আমার আছে জল
- আয়নাঘর
- নবনী
- কৃষ্ণপক্ষ
- নীল অপরাজিতা
- তিথির নীল তোয়ালে
- পাখি আমার একলা পাখি
- তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
উপরে উল্লেখিত উপন্যাসগুলো ছাড়াও আরো কোনো প্রেমের উপন্যাসের নাম জানা থাকলে কমেন্টে জানাবেন।
নিচে নির্বাসন ও নক্ষত্রের রাত উপন্যাসগুলোর সারসংক্ষে এবং pdf ফাইলের লিংক দেয়া হয়েছে।
নির্বাসন
উপন্যাসটির একটি বড় অংশে জরীর বিয়ের দিনের নানান কথা ও ঘটনা তুলে ধরা হয়েছে। সকাল, দুপুর, বিকাল এভাবে একটু একটু করে সময় তুলে ধরেছেন লেখক। প্রতিটা মুহূর্ত বুক ভেঙে কান্না আসবে। যাইহোক, দিন শেষে যখন জরী বিয়ের মধ্য দিয়ে ভালবাসার মানুষ আনিসের থেকে নির্বাসিত হয়ে শ্বশুর বাড়ি যেতে থাকে, তখন আনিস বাড়ির এক কোনায় নির্বাসিত চোখ নিয়ে জরীর চলে যাওয়া দেখতে থাকে।
নক্ষত্রের রাত
নক্ষত্রের রাত উপন্যাসের শুরুতে দেখা যায় রেবেকা নামের একটি মেয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছে তিনমাসের একটি ট্রেনিং নিতে। কিন্তু আমেরিকার এয়ার্পোর্টে নামার পর দেখে তাকে রিসিভ করার জন্য যার আসার কথা ছিল সে আসেনি। অনেক্ষণ অপেক্ষার পর এয়ার্পো্টের একজন মেয়ের সহায়তায় বাংলাদেশি প্রবাশিদের লিস্ট থেকে পাশা নামের একজনকে কল দেয়। এরপর পাশা এসে রেবেকাকে নিয়ে যায়। রাতে নিজের বাসায় আশ্রয় দেয় এবং পরের দিন রেবেকার গন্তব্যে পৌঁছেও দেয়। কিন্তু জানা যায় পাশা একজন অবৈধ অভিবাসী। এরপর শুরু হয় উপন্যাসের মূল কাহীনি। এই উপন্যাসের উপর একটি টিভি নাটক তৈরি হয়েছিল, যা অনেক জনপ্রিয়তা অর্জন করেছিল সে সময়। তবে উপন্যাস পড়ার মজাটা নাটকে অনুভব করা যাবেনা। অনেক টুইস্ট রয়েছে উপন্যাসটিতে।