অসমাপ্ত আত্মজীবনী বই থেকে প্রশ্ন উত্তর
১. "অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থ রচনাকারী কে?" [প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক নিয়োগ ২০২৩, বন অধিদপ্তরের বন প্রহরী নিয়োগ পরীক্ষা ১৫-০৫-২০২৩, স্বাস্থ্য অধিদপ্তরের টিবিএল ও এএসপি কর্মসূচী এর মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)-০৮-০১-২০২২, ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (২৫-০৮-২০১৭), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা - ২৫.০৮.২০১৭, ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (০৬-০৩-২০১৫, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান - ১৮.০৮.২০১৭, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ১৯.০৭.২০১৮, নন-ক্যাডার: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | ইন্সট্রাক্টর | ১২.০১.২০১৮, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (০৪-০৩-২০২২), প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -(৩য় ধাপ-সেট-৩) (২১-০৬-২০১৯), এনএসআই (NSI) - ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক ১০-০৯-২০২১, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা ২০২০]
(ক) তাজউদ্দীন আহমেদ
(খ) শেরেবাংলা এ.কে. ফজলুল হক
(গ) ক্যাপ্টেন মনসুর আলী
(ঘ) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
(খ) শেরেবাংলা এ.কে. ফজলুল হক
(গ) ক্যাপ্টেন মনসুর আলী
(ঘ) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
২. বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কবে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল? [প্রা. ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সহকারী থানা/ উপজেলা অফিসার (শিক্ষা) নিয়োগ (২৯-০৪-২০১৬)]
(ক) জুলাই ২০১১
(খ) জুন ২০১১
(গ) জুন ২০১২ ✔
(ঘ) জানুয়ারী ২০১৩
(খ) জুন ২০১১
(গ) জুন ২০১২ ✔
(ঘ) জানুয়ারী ২০১৩
৩. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থেটির প্রথম ইংরেজি অনুবাদক কে? [মৎস্য অধিদপ্তরের সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ ১৭-১২-২০২১, পিএসসির সাঁটমুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর পরীক্ষা (০৯-০৪-২০২২)]
(ক) প্রফেসর শামসুল আলম
(খ) প্রফেসর সালাহউদ্দীন
(গ) প্রফেসর ফকরুল আলম ✔
(ঘ) প্রফেসর এম এন সিদ্দীক
(খ) প্রফেসর সালাহউদ্দীন
(গ) প্রফেসর ফকরুল আলম ✔
(ঘ) প্রফেসর এম এন সিদ্দীক
৪. 'অসমাপ্ত আত্মজীবনী' বই এর প্রচ্ছদ শিল্পীর নাম কি? [রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়েলর উপ-সহকারী প্রকৌলশী(ব্রিজ) নিয়োগ ০৪.১০.২০১৮]
(ক) সমর মজুমদার ✔
(খ) সমরজিৎ রায় চৌধুর
(গ) তারিক সুজাত
(ঘ) কায়ুম চৌধুরী
(খ) সমরজিৎ রায় চৌধুর
(গ) তারিক সুজাত
(ঘ) কায়ুম চৌধুরী
৫. 'অসমাপ্ত আত্মজীবনী' কোন ভাষায় সর্বশেষ অনুবাদ করা হয়েছে? [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) এর সহকারী পরিদর্শক নিয়োগ পরীক্ষা ০১-০২-২০১৯; ১৩ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (১৩-০৫-২০১৬)]
(ক) উর্দু
(খ) ফার্সি
(গ) অসমীয়া ✔
(ঘ) পর্তুগিজ
(খ) ফার্সি
(গ) অসমীয়া ✔
(ঘ) পর্তুগিজ
[বি:দ্র: এই প্রশ্নটির উত্তর সর্বশেষ আপডেট করা হয়েছে ২৮ মে, ২০২৩]
৬. শেখ মুজিব কর্তৃক রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির প্রকাশক কে?- [খুলনা বিশ্ববিদ্যালয়ের B ইউনিট এর ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ শেসন]
(ক) বঙ্গবন্ধু ফাউন্ডেশন
(খ) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ✔
(গ) বাংলা একাডেমি
(ঘ) জাতীয় সাহিত্য প্রকাশনী
(খ) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ✔
(গ) বাংলা একাডেমি
(ঘ) জাতীয় সাহিত্য প্রকাশনী
৭. বঙ্গবন্ধুর "অসামাপ্ত আত্নজীবনী" গ্রন্থের অনুবাদ কারীর নাম কি? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা ১৮.০৯.২০১৫]
(ক) ফকরুল আলম ✔
(খ) জামিলুর রেজা চৌধুরী
(গ) খোন্দকার আশরাফ হোসেন
(ঘ) ড. আনিসুজ্জামান
(খ) জামিলুর রেজা চৌধুরী
(গ) খোন্দকার আশরাফ হোসেন
(ঘ) ড. আনিসুজ্জামান
৮. অসমাপ্ত আত্মজীবনী' মূলত একটি -- [বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ ( ১৬-০৯-২০১৯)]
(ক) উপন্যাস
(খ) প্রবন্ধ গ্রন্থ
(গ) নাটক
(ঘ) আত্মজীবনীমূলক গ্রন্থ ✔
(খ) প্রবন্ধ গ্রন্থ
(গ) নাটক
(ঘ) আত্মজীবনীমূলক গ্রন্থ ✔
৯. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বপ্রথম প্রকাশিত হয় কোন সালে? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এর এরোড্রাম সহকারী/ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা ১১.০৯.২০২১ এবং ১১ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (২৮-০৪-২০১৭)]
(ক) ২০১০
(খ) ২০১১
(গ) ২০১২ ✔
(ঘ) ২০১৩
(খ) ২০১১
(গ) ২০১২ ✔
(ঘ) ২০১৩
১০. "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থের রচয়িতা শেখ মুজিবর রহমান কোন স্কুলের ছাত্র ছিলেন? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের E ইউনিট: ভর্তি পরীক্ষা ২০১৬-২০১৭]
(ক) গােপালগঞ্জ সরকারি স্কুল
(খ) প্রেসিডেন্সি স্কুল
(গ) ফরিদপুর জেলা স্কুল
(ঘ) গােপালগঞ্জ মিশন স্কুল ✔
(ঙ) কোনটাই নয়
(খ) প্রেসিডেন্সি স্কুল
(গ) ফরিদপুর জেলা স্কুল
(ঘ) গােপালগঞ্জ মিশন স্কুল ✔
(ঙ) কোনটাই নয়
১১. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা উল্লেখ করা হয়েছে? [সিজিডিএফ এর অডিটর নিয়োগ পরীক্ষা ২১-০১-২০২২]
(ক) উত্তেফাক
(খ) মর্নিং সান
(গ) মিল্লাত ✔
(ঘ) আজাদ
(খ) মর্নিং সান
(গ) মিল্লাত ✔
(ঘ) আজাদ
১২. বঙ্গবন্ধুর নিজের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটিতে কত সাল পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা স্থান পেয়েছে? [ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: H ইউনিট]
(ক) ১৯৫৫ ✔
(খ) ১৯৫২
(গ) ১৯৬০
(ঘ) ১৯৬৬
(খ) ১৯৫২
(গ) ১৯৬০
(ঘ) ১৯৬৬
১৩. Preamble of the book "Oshomapto Attojiboni" was written by [Bangladesh University of Professionals (BUP) Faculty of Business Studies(FBS) ২০১৬-২০১৭]
(ক) Sheikh Mujibur Rahman ✔
(খ) Sheikh Hasina Wazed
(গ) Sheikh Rehana
(ঘ) Dr. Abul Kalam
(খ) Sheikh Hasina Wazed
(গ) Sheikh Rehana
(ঘ) Dr. Abul Kalam
১৪. কোন গ্রন্থ থেকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি সংকলিত হয়েছে? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের A ইউনিট এর ভর্তি পরীক্ষা ২০১৭]
(ক) আত্মচরিত
(খ) অসমাপ্ত আত্মজীবনী ✔
(গ) আত্মস্মৃতি
(ঘ) আত্মকথা
(খ) অসমাপ্ত আত্মজীবনী ✔
(গ) আত্মস্মৃতি
(ঘ) আত্মকথা
১৫. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলি লিপিবদ্ধ হয়েছে? [রাজশাহী বিশ্ববি. A ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮]
(ক) ১৯৫৪ সাল পর্যন্ত
(খ) ১৯৫৩ সাল পর্যন্ত
(গ) ১৯৫৫ সাল পর্যন্ত ✔
(ঘ) ১৯৫২ সাল পর্যন্ত
(খ) ১৯৫৩ সাল পর্যন্ত
(গ) ১৯৫৫ সাল পর্যন্ত ✔
(ঘ) ১৯৫২ সাল পর্যন্ত
১৬. বহুল জনপ্রিয় 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির English Version/ ইংরেজি সংস্করনের নাম কি? [ডেন্টাল কলেজসমূহের ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ শিক্ষাবর্ষ]
(ক) The Incomplete Autobiography
(খ) The Unfinished Memoirs ✔
(গ) The Incomplete Life History
(ঘ) The Unfinished Chronicle
(খ) The Unfinished Memoirs ✔
(গ) The Incomplete Life History
(ঘ) The Unfinished Chronicle
১৭. নিচের গ্রন্ধগুলোর মধ্যে কোনটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের LGED (হিসাব সহকারী) নিয়োগ পরীক্ষা ২৬-০২-২০২১]
(ক) অসমাপ্ত আত্মজীবনী
(খ) আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ✔
(গ) কারাগারের রোজনামচা
(ঘ) আমার দেখা নয়াচীন
(খ) আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ✔
(গ) কারাগারের রোজনামচা
(ঘ) আমার দেখা নয়াচীন
১৮. বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখা বন্ধ হয়ে যায় কত সালে? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের C ইউনিট এর ভর্তি পরীক্ষা ২০২২]
(ক) ১৯৬২
(খ) ১৯৬৫
(গ) ১৯৬৮ ✔
(ঘ) ১৯৭৫
(খ) ১৯৬৫
(গ) ১৯৬৮ ✔
(ঘ) ১৯৭৫
১৯. “বায়ান্নর দিনগুলো” গল্পে জেলের ভেতর শেখ মুজিবুর রহমানের অনশন কে ভাঙ্গিয়েছিল বলে উল্লেখ রয়েছে?
(ক) ডেপুটি জেলার
(খ) সিভির সার্জন
(গ) মহিউদ্দিন ✔
(ঘ) মোঃ আবুল হোসেন
(খ) সিভির সার্জন
(গ) মহিউদ্দিন ✔
(ঘ) মোঃ আবুল হোসেন