অসমাপ্ত আত্মজীবনী বই থেকে প্রশ্ন উত্তর

অসমাপ্ত আত্মজীবনী বই থেকে প্রশ্ন উত্তর

১. "অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থ রচনাকারী কে?" [প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মূদ্রাক্ষরিক নিয়োগ ২০২৩,  বন অধিদপ্তরের বন প্রহরী নিয়োগ পরীক্ষা ১৫-০৫-২০২৩, স্বাস্থ্য অধিদপ্তরের টিবিএল ও এএসপি কর্মসূচী  এর মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)-০৮-০১-২০২২, ১৪ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল সমপর্যায়-২) (২৫-০৮-২০১৭), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা - ২৫.০৮.২০১৭, ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (০৬-০৩-২০১৫, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান - ১৮.০৮.২০১৭, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তরের বিল্ডিং ওভারশিয়ার ১৯.০৭.২০১৮, নন-ক্যাডার: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ পরীক্ষা | ইন্সট্রাক্টর | ১২.০১.২০১৮, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।। টেকনিশিয়ান/ইলেক্ট্রিশিয়ান, বিক্রয় সহকারী / ক্যামেরাম্যান (০৪-০৩-২০২২), প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -(৩য় ধাপ-সেট-৩) (২১-০৬-২০১৯), এনএসআই (NSI) - ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক ১০-০৯-২০২১, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা ২০২০]
(ক) তাজউদ্দীন আহমেদ
(খ) শেরেবাংলা এ.কে. ফজলুল হক
(গ) ক্যাপ্টেন মনসুর আলী
(ঘ) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান

২. বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কবে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল? [প্রা. ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সহকারী থানা/ উপজেলা অফিসার (শিক্ষা) নিয়োগ (২৯-০৪-২০১৬)]
(ক) জুলাই ২০১১
(খ) জুন ২০১১
(গ) জুন ২০১২ ✔
(ঘ) জানুয়ারী ২০১৩

৩. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থেটির প্রথম ইংরেজি অনুবাদক কে? [মৎস্য অধিদপ্তরের সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ ১৭-১২-২০২১, পিএসসির সাঁটমুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর পরীক্ষা (০৯-০৪-২০২২)]
(ক) প্রফেসর শামসুল আলম
(খ) প্রফেসর সালাহউদ্দীন
(গ) প্রফেসর ফকরুল আলম ✔
(ঘ) প্রফেসর এম এন সিদ্দীক

৪. 'অসমাপ্ত আত্মজীবনী' বই এর প্রচ্ছদ শিল্পীর নাম কি? [রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়েলর উপ-সহকারী প্রকৌলশী(ব্রিজ) নিয়োগ ০৪.১০.২০১৮]
(ক) সমর মজুমদার ✔
(খ) সমরজিৎ রায় চৌধুর
(গ) তারিক সুজাত
(ঘ) কায়ুম চৌধুরী

৫. 'অসমাপ্ত আত্মজীবনী' কোন ভাষায় সর্বশেষ অনুবাদ করা হয়েছে? [সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) এর সহকারী পরিদর্শক নিয়োগ পরীক্ষা ০১-০২-২০১৯; ১৩ তম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষা (১৩-০৫-২০১৬)]
(ক) উর্দু
(খ) ফার্সি
(গ) অসমীয়া ✔
(ঘ) পর্তুগিজ
[বি:দ্র: এই প্রশ্নটির উত্তর সর্বশেষ আপডেট করা হয়েছে ২৮ মে, ২০২৩]

৬. শেখ মুজিব কর্তৃক রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির প্রকাশক কে?- [খুলনা বিশ্ববিদ্যালয়ের B ইউনিট এর ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ শেসন]
(ক) বঙ্গবন্ধু ফাউন্ডেশন
(খ) ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ✔
(গ) বাংলা একাডেমি
(ঘ) জাতীয় সাহিত্য প্রকাশনী

৭. বঙ্গবন্ধুর "অসামাপ্ত আত্নজীবনী" গ্রন্থের অনুবাদ কারীর নাম কি? [উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা ১৮.০৯.২০১৫]
(ক) ফকরুল আলম ✔
(খ) জামিলুর রেজা চৌধুরী
(গ) খোন্দকার আশরাফ হোসেন
(ঘ) ড. আনিসুজ্জামান

৮. অসমাপ্ত আত্মজীবনী' মূলত একটি -- [বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ ( ১৬-০৯-২০১৯)]
(ক) উপন্যাস
(খ) প্রবন্ধ গ্রন্থ
(গ) নাটক
(ঘ) আত্মজীবনীমূলক গ্রন্থ ✔

৯. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বপ্রথম প্রকাশিত হয় কোন সালে? [বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এর এরোড্রাম সহকারী/ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা ১১.০৯.২০২১ এবং ১১ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা (২৮-০৪-২০১৭)]
(ক) ২০১০
(খ) ২০১১
(গ) ২০১২ ✔
(ঘ) ২০১৩

১০. "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থের রচয়িতা শেখ মুজিবর রহমান কোন স্কুলের ছাত্র ছিলেন? [চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের E ইউনিট: ভর্তি পরীক্ষা ২০১৬-২০১৭]
(ক) গােপালগঞ্জ সরকারি স্কুল
(খ) প্রেসিডেন্সি স্কুল
(গ) ফরিদপুর জেলা স্কুল
(ঘ) গােপালগঞ্জ মিশন স্কুল ✔
(ঙ) কোনটাই নয়

১১. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা উল্লেখ করা হয়েছে? [সিজিডিএফ এর অডিটর নিয়োগ পরীক্ষা ২১-০১-২০২২]
(ক) উত্তেফাক
(খ) মর্নিং সান
(গ) মিল্লাত ✔
(ঘ) আজাদ

১২. বঙ্গবন্ধুর নিজের লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটিতে কত সাল পর্যন্ত বিভিন্ন ঘটনার কথা স্থান পেয়েছে? [ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: H ইউনিট]
(ক) ১৯৫৫ ✔
(খ) ১৯৫২
(গ) ১৯৬০
(ঘ) ১৯৬৬

১৩. Preamble of the book "Oshomapto Attojiboni" was written by [Bangladesh University of Professionals (BUP) Faculty of Business Studies(FBS) ২০১৬-২০১৭]
(ক) Sheikh Mujibur Rahman ✔
(খ) Sheikh Hasina Wazed
(গ) Sheikh Rehana
(ঘ) Dr. Abul Kalam

১৪. কোন গ্রন্থ থেকে ‘বায়ান্নর দিনগুলো’ রচনাটি সংকলিত হয়েছে? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের A ইউনিট এর ভর্তি পরীক্ষা ২০১৭]
(ক) আত্মচরিত
(খ) অসমাপ্ত আত্মজীবনী ✔
(গ) আত্মস্মৃতি
(ঘ) আত্মকথা

১৫. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলি লিপিবদ্ধ হয়েছে? [রাজশাহী বিশ্ববি. A ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮]
(ক) ১৯৫৪ সাল পর্যন্ত
(খ) ১৯৫৩ সাল পর্যন্ত
(গ) ১৯৫৫ সাল পর্যন্ত ✔
(ঘ) ১৯৫২ সাল পর্যন্ত

১৬. বহুল জনপ্রিয় 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটির English Version/ ইংরেজি সংস্করনের নাম কি? [ডেন্টাল কলেজসমূহের ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ শিক্ষাবর্ষ]
(ক) The Incomplete Autobiography 
(খ) The Unfinished Memoirs ✔
(গ) The Incomplete Life History
(ঘ) The Unfinished Chronicle

১৭. নিচের গ্রন্ধগুলোর মধ্যে কোনটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয়? [স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের LGED (হিসাব সহকারী) নিয়োগ পরীক্ষা ২৬-০২-২০২১]
(ক) অসমাপ্ত আত্মজীবনী
(খ) আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ✔
(গ) কারাগারের রোজনামচা
(ঘ) আমার দেখা নয়াচীন

১৮. বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখা বন্ধ হয়ে যায় কত সালে? [বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের C ইউনিট এর ভর্তি পরীক্ষা ২০২২]
(ক) ১৯৬২
(খ) ১৯৬৫
(গ) ১৯৬৮ ✔
(ঘ) ১৯৭৫

১৯. “বায়ান্নর দিনগুলো” গল্পে জেলের ভেতর শেখ মুজিবুর রহমানের অনশন কে ভাঙ্গিয়েছিল বলে উল্লেখ রয়েছে?
(ক) ডেপুটি জেলার
(খ) সিভির সার্জন
(গ) মহিউদ্দিন ✔
(ঘ) মোঃ আবুল হোসেন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement