ধনতেরাসে কি কিনতে হয়? কি কি কিনবেন না? বিস্তারিত পড়ুন...

ধনতেরাসে কি কিনতে হয়

ধনতেরাস শব্দটি এসেছে ধন্বন্তরী ত্রয়োদশী বা ধন ত্রয়োদশী থেকে। কাত্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে এই উৎসব পালিত হয়। এর আরেকটি অর্থ আছে: ধনবত্রী ত্রয়োদশী বা  ধনাত্রয়োদশী। এখানে “ধন” অর্থ সম্পত্তি ও ত্রয়োদশী অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিবস/দিন।

হিন্দু ধর্মানুসারে, ধনতেরাসের দিন লক্ষ্মীর নিকট শক্তি প্রবাহিত হয় বিষ্ণুর থেকে। এরপর দেবী লক্ষ্মী সেই শক্তি ছড়িয়ে দেন সকল সৃষ্টির মাঝে। এই দিন ভক্তদের গৃহে আগমন ও সকলের ইচ্ছাপূরণ করে থাকেন দেবী লক্ষ্মী। ধনতেরাস বা ধনত্রয়োদশী হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব।

ধনতেরাসে কি কিনতে হয়?

লক্ষ্মী পূজা ও ধনতেরাস একই দিনে পড়ে, একারণে বিশেষ কিছু কাজ করা এবং কিছু জিনিস কেনাকাটা করাকে শুভ মনে করা হয়।তাই বিভিন্ন সূত্র এবং তথ্যের আলোকে আজকের এই পোস্টে আলোচনা করা হয়েছেধনতেরাসে কি কিনবেন এবং কি কেনা উচিত নয়। নিচে ধনতেরাসে কি কিনতে হয় তার একটি তালিকা দেয়া হয়েছে।
  • সোনা বা রুপোর গহনা কিনতে পারেন।
  • রুপোর দেবদবীর মূর্তি, সিংহাসন, মঙ্গল ঘট, প্রদীপ, ধূপদানি, বিল্লপত্র, আম্রপল্লব, থালা, চামচ, বাটি, গ্লাস, চাবির গোছা বা সিঁদূর কৌটো কিনতে পারেন।
  • লক্ষ্মী-গণেশের সোনার কয়েন কিনতে পারেন।
  • তামা বা পিতলের বাসন কিনতে পারেন।
  • নতুন ফার্নিচারও কিনতে পারেন।
  • মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, ফ্রিজ বা মাইক্রোওয়েভনের মতো ইলেক্ট্রনিক্সের জিনিসও কিনতে পারেন।
  • ঝাড়ুও কিনতে পারেন।
  • এছাড়াও পেশার সাথে সম্পর্কযুক্ত যে কোন জিনিস কিনতে পারেন। যেমন- শেফরা রান্নার জন্য হাড়ি-পাতিল, ব্যবসায়ীরা হিসাব রাখার খাতা ও লেখাপড়ার কাজের সাথে যুক্ত থাকলে কলম কিনতে পারেন।
আপনার সামার্থ অনুযায়ী নতুন জিনিস কিনবেন। এক্ষেত্রে মনে রাখবেন, এই দিনে কোনো পুরনো জিনিস কেনাকে অসুভ মনে করা হয়। ধনতেরাসে বাড়ির প্রধান দরজার বাইরে স্বস্তিক প্রতীক রাখতে পারেন। এটি জীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে। ১১ টি গোমতী চক্র কিনুন এবং এটি একটি হলুদ কাপড়ে মুড়িয়ে আলমারি বা লকারের মতো নিরাপদ স্থানে রাখুন।

এই দিন যে সব নিয়ম মেনে চলতে হয় তা হল

  • এই দিনে পুরো ঘর ভালোভাবে পরিষ্কার পরিছিন্ন রাখতে হবে।
  • বাড়ির মূল প্রবেশপথের সামনে রঙ্গোলি দিতে হবে।
  • মা লক্ষ্মীর পাঁয়ের ছাপ আঁকতে হবে।
  • এই দিনে যমরাজকে উদ্দেশ্যে করে প্রদীপ জ্বালানো উচিত অকাল মৃত্যু রোধ করতে।
  • নতুন কেনা ধাতু বা গহনার একটি ছোট ঘটে নিয়ে তাতে সামান্য চাল, গঙ্গাজল, সুপারি, ১৩টি পদ্মেরবীজ নিয়ে তার উপর ফুল দিতে হবে, সোনা বা রূপার মুদ্রা রাখতে হবে। আপনার কাছে নতুন গহনা না থাকলে আপনি পুরানো গহনা ব্যবহার করতে পারেন।

ধনতেরাসে কি কি কিনবেন না?

  • ছুরি, সুচ বা কাঁচির মতো ধারালো বস্তু ভুল করেও কিনবেন না।
  • কালো রঙের কোন বস্তু এই দিন কেনা উচিত নয়।
  • কাঁচের, অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের জিনিস ভুল করেও এই দিনে কেনা উচিত নয়।
  • লোহা বা স্টিলের বাসন ধনতেরসে না কিনাই ভালো।
  • খালি হাঁড়ি বা কলসি এদিন ঘরে নিয়ে আসা উচিত নয়। নতুন হাঁড়ি বা কলসি বাড়িতে নিয়ে আসার সময় পাত্রে জল ভরে নিন।
  • কেনাকাটা করার জন্য এই দিন শুভ বলে অনেকেই গাড়ি কিনে থাকেন। না কিনায় ভালো, তবে একান্তই যদি কিনতে হয় তাহলে আগের দিনই গাড়ির দাম ঠিক করে নিন।
  • তেল ও ঘি জাতীয় দ্রব্য কিনবেন না।
  • ধনতেরাসে অনেকেই তার প্রিয় মানুষদের উপহার দিয়ে থাকেন। উপহারটা এই দিন না কিনে আগে থেকে কিনে রখুন।
  • ধনতেরাসে একটি জিনিস থেকে দূরে থাকুন তা হল নকল সোনা। স্বর্ণ শুভ হলেও এই দিনে নকল সোনার গয়না কিনবেন না।
এছাড়াও পচা/ নষ্ট হয়ে যাওয়া জিনিস বা পুরনো জিনিস কোনোভাবেই কেনা উচিত নয়। কারণ বিশ্বাস করা হয় যে আপনি যদি খারাপ জিনিস কিনে থাকেন তবে আপনি রাহুর ক্রোধের শিকার হবেন, যা জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। এছাড়াও, ধনতেরসের দিন থেকে দীপাবলি পর্যন্ত, তামাক, অ্যালকোহলের মতো নেশাদ্রব্য কোনও অবস্থাতেই কেনা উচিত নয়। কারণ এই ধরণের জিনিস আমাদের অচেতন করে দেয় যা দুর্ভাগ্য ডেকে আনে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url