গঞ্জ দিয়ে জায়গার নাম: জেলা, উপজেলা, গ্রাম

গঞ্জ দিয়ে টি জেলা এবং ৫৮টি উপজেলা রয়েছে। এছাড়াও অনেক গ্রামের নাম গঞ্জ দিয়ে আছে। নিচে গঞ্জ দিয়ে জেলা, উপজেলা এবং গ্রামের নামসমূহ আলাদা আলাদা করে তালিকা দেয়া হলো।

গঞ্জ দিয়ে জেলার নাম ৯ টি।

নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

গঞ্জ দিয়ে উপজেলার নাম ৫৮ টি।

কালীগঞ্জ (ঝিনাইদহ জেলা), মোড়েলগঞ্জ, কালীগঞ্জ (সাতক্ষীরা জেলা), বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী জেলা), রামগঞ্জ, মনোহরগঞ্জ, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, আশুগঞ্জ, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কালীগঞ্জ (গাজীপুর জেলা), মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ভেদরগঞ্জ, কিশোরগঞ্জ (কিশোরগঞ্জ জেলা), করিমগঞ্জ, বাকেরগঞ্জ, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মির্জাগঞ্জ, ঈশ্বরগঞ্জ, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মোহনগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, তারাগঞ্জ, বীরগঞ্জ, বোচাগঞ্জ, নবাবগঞ্জ, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, কিশোরগঞ্জ (নীলফামারী জেলা), দেবীগঞ্জ, পীরগঞ্জ, কালীগঞ্জ (লালমনিরহাট জেলা), চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ জেলা), শিবগঞ্জ (বগুড়া জেলা), রায়গঞ্জ, সিরাজগঞ্জ, কমলগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ (সিলেট জেলা), ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, জামালগঞ্জ, সুনামগঞ্জ, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও হবিগঞ্জ।

গঞ্জ দিয়ে গ্রামের নাম

গঞ্জ দিয়ে মোট কতটি গ্রাম আছে সঠিক বলা সম্ভব হচ্ছেনা। তবে আমরা অনুসন্ধান করে যে নামগুলো পেয়েছি তা নিচে তুলে ধরা হয়েছে।

কালিকাগঞ্জ, আজমগঞ্জ, শ্যামগঞ্জ, বাকেরগঞ্জ, সাহেবগঞ্জ, বাবুগঞ্জ, কাদেরগঞ্জ, কালীগঞ্জ, বাসন্তীগঞ্জ, কবিরগঞ্জ, নবিন গঞ্জ, রাখেশ গঞ্জ, টাইসন গঞ্জ, দুলাল গঞ্জ, কেরানি গঞ্জ, মুলাগঞ্জ, ইমামগঞ্জ, নঙ্গরগঞ্জ, মাঝিগঞ্জ, শাপলাগঞ্জ, গোলাপগঞ্জ, চৌধুরীগঞ্জ, বাবুগঞ্জ, সিরাজিগঞ্জ, আনন্দ গঞ্জ ইত্যাদি।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর

গঞ্জ দিয়ে কতটি গ্রাম রয়েছে?

গঞ্জ দিয়ে অনেক গ্রামের নাম আছে, আনুমানিক ৫০০ এর অধিক গ্রামের নাম গঞ্জ দিয়ে।

গঞ্জ দিয়ে কতটি জেলা আছে?

গঞ্জ দিয়ে মোট ৯টি জেলার নাম রয়েছে।

আরো পড়ুন .....

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url