বর্তমানে ফুটবলের রাজা কে? মেসি, রোনাল্ডো, এমবাপে নাকি অন্য কেউ?

বর্তমানে ফুটবলের রাজা কে

বর্তমানে ফুটবলের রাজা কে? এই প্রশ্নের উত্তর পেতে হলে জানতে হবে কে কেমন খেলছেন এবং কার ঝুরিতে কতগুলো গোল রয়েছে। তাই চলুন প্রথমেই জেনে নিই বিশ্বসেরা কোন খেলোয়ারের অর্জন কি কি। এরপর আপনারাই ঠিক করে নিতে পারবেন ফুটবলের রাজা বর্তমানে কে।

মেসি:

আরজিনটিনা ভক্তদের কাছে মেসি সবার সেরা। আর্জেন্টিনার বিশ্ব নন্দিত খেলোয়ার ম্যারাদোনার পরই আসে মেসির নাম। চলুন দেখে নিই একনজরে মেসির কৃতিত্ব।
  • ২০০৪ সালে স্বনামধন্য বার্সেলোনার মূল দলে খেলা শুরু করেন।
  • ২০০৭ সালে ফিফা বর্ষসেরা পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ব্যালন ডি'অর পুরস্কারে তৃতীয় হন।
  • ২০০৮ সালে উভয় পুরস্কারে ২য় স্থান অর্জন করেন।
  • ২০০৯ সালে উভয় পুরস্কারে ১ম স্থান অর্জন করেন।
  • ২০০৮-০৯ মৌসুমে তিনি বার্সেলোনার নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন এবং বার্সেলোনাকে প্রথমবারের মত এবং প্রথম স্পেনীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ে সাহায্য করেন।
  • তিনি ১০টি লা লিগা শিরোপা জয় করেছেন।
  • ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করেছেন।
  • ৬টি কোপা দেল রেস শিরোপা জয় করেছেন।
  • তিনি মোট ৩৩টি শিরোপা জয় করেছেন, যা বার্সেলোনার ইতিহাসে অন্য কোনো খেলোয়ার এখনো করতে সক্ষম হননি।
  • তার সবচেয়ে বড় সাফল্য গত ২০২২ সালে নিজের দল আর্জেন্টিনার অধিনায়ক হয়ে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ান হন।

রোনাল্ডো

ফুটবলের ক্যারিয়ার জগতে রোনাল্ডোর ক্যারিয়ার অনেক উজ্জ্বল। নিচে তার কর্মজীবণের অর্জনসমূহ তুলে ধরা হয়েছে।
  • রোনালদো ১৯৯৭ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে যুক্ত হন এবং ২০০২ সাল থেকে পেশাদার ফুটবলার হিসেবে কর্মজীবণ শুরু করেন।
  • ২০০৩ সালে ইউনাইটেডে যুক্ত হন £১২.২৪ মিলিয়নের (€১৫ মিলিয়ন) বিনিময়ে।
  • ২০০৪ সালে তিনি এফএ কাপ জেতেন ইউনাইটেডের হয়ে এবং দলটিকে টানা তিনবার প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন।
  • মাত্র ২৩ বছর বয়সেই তিনি ব্যালন ডি অর অর্জন করেন এবং পরবর্তীতে মোট পাঁচটি ব্যালন ডি’অর জয় করেছেন।
  • চারটি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করা প্রথম কোন ইউরোপীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন তিনি।
  • ২০০৭ সালে তিনি ৪টি এফডব্লিউএ এবং পিএফএ পুরস্কার জয় করেছেন।
  • ২০০৮ সালে ৩টি এফডব্লিউএ এবং পিএফএ পুরস্কার জয় করেছেন।
  • ২০০৮ সালেই তিনি ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার, ফিফপ্রো প্লেয়ার অফ দ্য ইয়ার, ওনজে দ’অর অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ওয়ার্ল্ড সকার প্লেয়ার অফ দ্য ইয়ার অর্জন করেছেন।
  • ২০০৯ সালে ১৩১.৬ ইউ.এস ডলারের বিনিময়ে তিনি রিয়াল মাদ্রিদে যুক্ত হন।
  • ২০০৯ সালে প্রথম "পুস্কাস অ্যাওয়ার্ড" পান সেরা গোলের জন্য।
  • ২০০৮ ও ২০১১ ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার পেয়েছেন তিনি।
  • মাদ্রিদে থাকা অবস্থায় তিনি মোট ১৫টি শিরোপা জিতেছেন এবং এই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনিই।
  • ২০১৩-২০১৪ সালে ও ২০১৬-২০১৭ সালে আবারও টানা দুবার ব্যালোন ডি'ওর অর্জন করেন, ফলে মোট ৫ বার এই পুরস্কার জিতেছেন, যা তিনিই একমাত্র পর্তুগিজ হিসেবে করেছেন।
  • ২০১৮ সালে তিনি €১১৭ মিলিয়নের ট্রান্সফার ফিতে ইয়ুভেন্তুসের সাথে চুক্তিবদ্ধ হন, যা কোন ইতালীয় ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক এবং ত্রিশোর্ধ্ব কোন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক এখন পর্যন্ত।
  • ২০২৩ সালে তিনি পূর্বের ক্লাব পরিবর্তন করে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন।
  • তিনি মোট ৩৪টি প্রধান সারির শিরোপা জয় করেছেন, যা একটি অনবদ্য সাফল্য।
  • রোনালদো তার ক্যারিয়ারে ১৪০টি গোল করেছেন চ্যাম্পিয়নস লিগে এবং ১২টি গোল করে রেকর্ড গড়েছেন ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে।
  • তিনি ২০২৩ সাল পর্যন্ত মোট ১,১০০টির উপর পেশাদার ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে ৮২৩টির বেশি গোল করতে সক্ষম হয়েছেন।
  • তিনি ১০০টি আন্তর্জাতিক গোল করে বিশ্বের দ্বিতীয় ফুটবলার এবং ইউরোপীয়দের মধ্যে প্রথম ব্যাক্তি হিসেবে নিজের নাম লিখিয়েছেন।

এমবাপে

এমবাপে ফ্রান্সের একজন তরুন ফুটবলার। ফুটবল ক্যারিয়ারের শুরুতেই তিনি বিশ্বের দর্শকদের নিকট জনপ্রিয়তা অর্জন করেছেন। মূলত তার জনপ্রিয়তার শুরু হয় ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের ভালো পারফরমেন্সের মধ্য দিয়ে। নিচে এই তরুন খেলোয়ারের কিছু অর্জন ও খেলার খবর তুলে ধরা হয়েছে।
  • ২০১৪ সালে, এমবাপের অভিষেক হয়  ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলে এবং এই প্রায় ২ বছর যাবৎ ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন তিনি।
  • ২০১৭ সালে তিনি প্রথম ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলা শুরু করেছেন।
  • ফ্রান্সের জাতীয় দলে এপর্যন্ত তিনি ৪৮ ম্যাচে ১৭টি গোল করেছেন।
  • তিনি ফ্রান্সের হয়ে এপর্যন্ত ২০১৮ এবং ২০২২ সালের ২টি ফিফা বিশ্বকাপে অংশ নেন।
  • ২০২০ সালে তিনি উয়েফা ইউরোতে অংশগ্রহণ করেছেন।
  • ২০১৮ সালে তার দল ফ্রান্স ফিফা বিশ্বকাপ জয় করেন এবং তিনি ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে গোল করেছেন, যা পেলের পর দ্বিতীয় তরুণ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার গৌরব অর্জন করেছেন।
বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ৩জন খেলোয়ারের জীবণ ও অর্জন নিয়ে আলোচনা করা হযেছে তাহলে এখন মূল প্রশ্নে আসা যাক, বর্তমানে ফুটবলের রাজা কে? মেসি, রোনাল্ডো, এমবাপে নাকি অন্য কেউ?
ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বেশি অর্জন রয়েছে রোনাল্ডোর। তবে জনপ্রিয়তা আর দর্শক খ্যাতিতে মেসি এগিয়ে রয়েছে অন্য সবার থেকে। যদি জনপ্রিয়তার দিক থেকে বিচার করি তবে বর্তমানে ফুটবলের রাজা মেসি আর যদি অর্জনের দিক থেকে ধরি তবে রোনাল্ডো বর্তমানে ফুটবলের রাজা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement