নরসিংদী ড্রিম হলিডে পার্ক: টিকেট মূল্য ২০২৩, ফোন নাম্বার, বন্ধের দিন

নরসিংদী ড্রিম হলিডে পার্ক

ঠিকানা: চৈতাবাত, পাঁচদোনা, নরসিংদি
ড্রিম হলিডে পার্ক ফোন নাম্বার:
০১৭৬২-৬৯৬৩০২,
০১৭৬২-৬৯৬৩০৩,
০১৭৬২-৬৯৬৩০৪,
০১৭৬২-৬৯৬৩০৫,
০১৭৬২-৬৯৬৩০৬,
০১৭৬২৬৯৬৩০৮

ড্রিম হলিডে পার্ক কোথায় অবস্থিত?

নরসিংদী ড্রিম হলিডে পার্ক: নরসিংদি জেলায় অবস্থিত একটি পার্ক যা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে অবস্থিত। ৬০ একর জমির উপর নির্মিত হয়েছে এই ড্রিম হলিডে পার্ক, যেখানে স্বামী-স্ত্রী কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারবেন, আবার চাইলে ৩০০, ৫০০ জন বা তার চেয়েও বেশি লোক নিয়ে পিকনিক আয়োজনো করতে পারবেন। পার্কটিতে রয়েছে ওয়াটার বাম্পার কার, জেড ফাইটার, রাইডার ট্রেন, বাইসাইকেল,  স্পিডবোট, রকিং বর্স, সোয়ানবোট, এয়ার বাইসাইকেল, নাগেট ক্যাসেলসহ ৩০টিরো বেশি রাইড রয়েছে। এছাডাও এখানে অস্ট্রেলিয়ার ইমু পাখি, কৃত্রিম পাহাড়, বন, পুপাখির দেখা পাবেন। সবচেয়ে ভালো লাগার মতো একটি জিনিস হলো এখানকার কৃত্রিম গ্রাম, যার নাম দেয়া হয়েছে আদর্শ গ্রাম। এই গ্রামকে সাজানো হয়েছে নানা রকমের পেশাজীবি গ্রাম্য মানুষ এবং তাদের নিত্য দিনের কর্মকান্ড ও জীবণ জীবিকা নিয়ে। আরো পাবেন ওয়াটার পুল, কৃত্রিম ঝর্ণা ও সমুদ্র শ্রোতের গর্জন।

পার্কে প্রবেশের সময় আবশ্যি টিকেট লাগবে। এখানে বয়স ও অন্যান্য বিষয়য়ের ভিত্তিতে টিকিটের মূল্য নির্ধারিত হয়ে থাকে।

পার্কের সময়:

  • প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
  • টিকিট: সকাল ১০টা হতে সন্ধা ৬টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন।
ড্রিম হলিডে পার্ক বন্ধের দিন: সাপ্তাহিক কোনো বন্ধের দিন নেই। ৩৬৫দিন খোলা থাকে। যেকোনো দিনের জন্য বুকিং করতে পারবেন।

ড্রিম হলিডে পার্ক টিকেট মূল্য ২০২৩:

  • প্রাপ্তবয়স্কদের প্রবেশ টিকিটের মূল্য: জনপ্রতি ৩২০ টাকা (ভ্যাট ব্যাতীত)
  • অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ টিকিটের মূল্য: ২১৫ টাকা (ভ্যাট ব্যাতীত)
  • ফ্যামিলি প্যাকেজ: ৪৫০০ টাকা (৪ জন)।
  • কাপল প্যাকেজের মূল্য: ২,৫০০ টাকা (স্বামী-স্ত্রী)
  • প্রতিটি রাইটের জন্য ফি: ৫৫ থেকে ৩২০ টাকা জনপ্রতি।
  • ওয়াটার পার্ক: ৩২০ টাকা জনপ্রতি।
  • পিকনিক প্যাকেজ: পিকনিক প্যাকেজে ১০০ জন থেকে শুরু করে ১০০০ বা তার বেশি হলে আলোচনার মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। বিভিন্ন সুযোগ-সুবিধা এবং লোকসংখ্যার উপর ভিত্তি করে পিকনিক প্যাকেজের ভাড়া নির্ধারিত হয়ে থাকে, এক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া হবে ৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৩,৪৫,০০০ টাকা।

পিকনিক প্যাকেজের বিবরণ:

এখানে মোট ৬ ধরণের পিকনিক স্পট রয়েছে। নিচে প্রতিটির বিবরণ তুলে ধরা হলো:
  • বাংলো ফর মধুরিমা পিকনিক স্পট: মোট ৫০০ জনের একদিনের জন্য পিকনিক স্পটটির ভাড়া ১,৭৫,০০০ টাকা।
  • মায়াবী পিকনিক স্পট: মোট ৩০০ জনের ১ দিনের পিকনিক স্পটটির ভাড়া ১১,৮২৫০ টাকা।
  • দিবা রাত্রি পিকনিক স্পট: ১৫০ জনের ১ দিনের পিকনিক স্পটটির ভাড়া ৬৪,৫০০ টাকা।
  • মালঞ্চ মল্লিকা রিভার ভিউ পিকনিক স্পট: ১৫০ জনের ১ দিনের পিকনিক স্পটটির ভাড়া ৫৩,৭৫০ টাকা।
  • গাংচিল পিকনিক স্পট: ১০০ জনের ১ দিনের পিকনিক স্পটটির ভাড়া ১১,৮২৫০ টাকা।
  • লেকভিউ পিকনিক স্পট: ৩০০ জনের জন্য প্যাকেজ ১১৮,২৫০ টাকা।

পিকনিক স্পট বুকিং বিধি - নিষেধ এবং শর্তাবলী

নিচের শর্তাবলীসমূহ সকল পিকনিক স্পটের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে স্পটভেদে অতিরিক্ত আরো কিছু শর্ত এবং সুযোগ সুবিধা থাকবে।
  • পিকনিক স্পট বুকিং করার পর ক্যানসেল করলে ৫০% ফেরত পাবেন।
  • পিকনিকের প্রোগ্রামের তারিখের আগেই সম্পূর্ণ রিজার্ভেশন ফি পরিশোধ করতে হবে।
  • গ্লাস এবং জগ ছাড়া রান্নার অন্যান্য পাত্র যেমন, ম্যালামাইন প্লেট, কারি ডিস্ক, ভাতের থালা, ইত্যাদি এবং এই প্যাকেজ সহ রান্নার আইটেম।
  • গাড়ি পার্কিং করলে বড় যানবাহন (বাস) ১০০/- এবং ছোট যানবাহন কার এবং মাইক্রো ৫০/- হারে দিতে হবে।
  • আপনার জিনিসপত্রের কোনো ক্ষতির জন্য DHP কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • DHP সরবরাহকৃত পণ্য এবং সম্পত্তির যেকোনো ধরনের ক্ষতির জন্য আবেদনকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে
  • সকল প্রকার অসামাজিক, অস্বাস্থ্যকর ও ধর্ম বিরোধী কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ
  • সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্পটে আমাদের মঞ্চ ব্যবহার করতে পারেন
  • প্রতিটি টেবিল প্রতিটি নতুন কভার সেট আপ সঙ্গে সেট আপ
  • আগে আসলে আগে বরাদ্দের ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে
  • বকেয়া পেমেন্ট দিয়ে রাইড ব্যবহার করা যাবে
  • DHP ফোর্স বড় কোনো পরিস্থিতির কারণে যে কোনো সময় রিজার্ভেশন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
  • রিজার্ভেশন সীমা ছাড়িয়ে গেলে গ্রাহকদের প্রবেশ টিকিট দিতে হবে জনপ্রতি ৩৫০/-

পার্কের মধ্যে কি হোটেল/ খাবারের ব্যাবস্থা রয়েছে?

হ্যা, পার্কের ভিতরে কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে হোটেল রয়েছে। নিজের পছন্দমতো খাবার অর্ডার করতে পারবেন। বি:দ্র: উপরে উল্লেখিত প্রবেশ টিকিট বা কোনো প্যাকেজে আসলে তার মধ্যে কোনো খাবারের বিল ধরা হয়না, তাই খাবার নিলে আলাদা ফি দিতে হবে।

এছাড়াও পার্কের আশপাশে অনেকগুলি হোটেল/ রেস্তোরা রয়েছে, সেখান থেকেও খাবার গ্রহণ করতে পারবেন।

Next Post Previous Post
11 Comments
  • Anonymous
    Anonymous July 17, 2023 at 12:08 PM

    বিতরে প্রবেশ শুধু মাএ কত প্লিজ

    • Admin
      Admin July 17, 2023 at 7:24 PM

      শুধু ভিতরে প্রবেশের জন্য টিকেটের মূল্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৩২০ টাকা করে এবং অপ্রাপ্তবয়স্ক বা শিশুদের ক্ষেত্রে ২১৫ টাকা করে জনপ্রতি।

    • Anonymous
      Anonymous July 30, 2023 at 1:13 PM

      নিজেরা রান্না করে খাওয়া যাবে?

    • Admin
      Admin July 31, 2023 at 12:25 AM

      যদি পিকনিক প্যাকেজ নেন তাহলে নিজেরা রান্না করে খেতে পারবেন। তাছাড়া অল্প সংখ্যক ব্যাক্তি বা পরিবার যদি রান্না করে খেতে চান অর্থাৎ পিকনিক করতে চান তাহলে অতিরিক্ত ফি প্রদান সাপেক্ষে অনুমতি পেতে পারবেন। আরো বিস্তারিত জানতে উপরে দেওয়া নাম্বারে কল করতে পারেন।

  • Anonymous
    Anonymous August 8, 2023 at 10:24 PM

    সকল রাইড এবং এন্ট্রি ফি একএে কত টাকা

    • Admin
      Admin August 9, 2023 at 7:19 AM

      এখানে মোট ২২টি রাইড আছে। সকল রাইডের ক্ষেত্রে ফি: জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা এবং সর্বোচ্চ ১২০ টাকা (প্রতি রাইডস)। এদিক থেকে সকল রাইড এবং এন্ট্রি ফি একএে সর্বোনিম্ন ১৩৪০ টাকা এবং সর্বোচ্চ ২৯৬০ টাকা লাগবে।

  • Anonymous
    Anonymous August 13, 2023 at 2:51 PM

    ১৫ ই ২০২৩ আগস্ট কি বন্ধ থাকবে???

    • Admin
      Admin August 13, 2023 at 7:29 PM

      ১৫ই আগস্টসহ সকল সরকারি ছুটির দিনে খোলা থাকে, বছরের ৩৬৫ দিন খোলা থাকে।

  • Anonymous
    Anonymous August 21, 2023 at 9:59 PM

    ওয়াটার পার্কে রাইড কতগুলো আছে, টোটাল টিকেট কত। কত বছর পর্যন্ত অপ্রপ্ত বয়স হিসেব করা হয়।

  • Anonymous
    Anonymous September 5, 2023 at 7:25 PM

    আসসালামু আলাইকুম
    ৩০০ জনের প্রোগ্রাম করলে গাংচিলে স্পটে কত টাকা খরচ দিতে হবে।সাথে কি সুবিধা পাওয়া যেতে পারে..??

    • Admin
      Admin September 7, 2023 at 2:02 AM

      অআলাইকুমুস-সালাম,
      ৩০০ জনের মায়াবী পিকনিক স্পট অথবা লেকভিউ পিকনিক স্পটের যেকোনোটি ১ দিনের জন্য নিলে খরচ পড়বে ১১,৮২৫০ টাকা। প্যাকেজের অন্তর্ভুক্ত সকল সুয়োগ সুবিধা পাবেন। এ বিষয়ে উপরে বিস্তারিত বলা হয়েছে "পিকনিক স্পট বুকিং বিধি - নিষেধ এবং শর্তাবলী" অংশে।

Add Comment
comment url