নরসিংদী ড্রিম হলিডে পার্ক: টিকেট মূল্য ২০২৩, ফোন নাম্বার, বন্ধের দিন

ড্রিম হলিডে পার্ক কোথায় অবস্থিত?
পার্কে প্রবেশের সময় আবশ্যি টিকেট লাগবে। এখানে বয়স ও অন্যান্য বিষয়য়ের ভিত্তিতে টিকিটের মূল্য নির্ধারিত হয়ে থাকে।
পার্কের সময়:
- প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
- টিকিট: সকাল ১০টা হতে সন্ধা ৬টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন।
ড্রিম হলিডে পার্ক টিকেট মূল্য ২০২৩:
- প্রাপ্তবয়স্কদের প্রবেশ টিকিটের মূল্য: জনপ্রতি ৩২০ টাকা (ভ্যাট ব্যাতীত)
- অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ টিকিটের মূল্য: ২১৫ টাকা (ভ্যাট ব্যাতীত)
- ফ্যামিলি প্যাকেজ: ৪৫০০ টাকা (৪ জন)।
- কাপল প্যাকেজের মূল্য: ২,৫০০ টাকা (স্বামী-স্ত্রী)
- প্রতিটি রাইটের জন্য ফি: ৫৫ থেকে ৩২০ টাকা জনপ্রতি।
- ওয়াটার পার্ক: ৩২০ টাকা জনপ্রতি।
- পিকনিক প্যাকেজ: পিকনিক প্যাকেজে ১০০ জন থেকে শুরু করে ১০০০ বা তার বেশি হলে আলোচনার মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। বিভিন্ন সুযোগ-সুবিধা এবং লোকসংখ্যার উপর ভিত্তি করে পিকনিক প্যাকেজের ভাড়া নির্ধারিত হয়ে থাকে, এক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া হবে ৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৩,৪৫,০০০ টাকা।
পিকনিক প্যাকেজের বিবরণ:
- বাংলো ফর মধুরিমা পিকনিক স্পট: মোট ৫০০ জনের একদিনের জন্য পিকনিক স্পটটির ভাড়া ১,৭৫,০০০ টাকা।
- মায়াবী পিকনিক স্পট: মোট ৩০০ জনের ১ দিনের পিকনিক স্পটটির ভাড়া ১১,৮২৫০ টাকা।
- দিবা রাত্রি পিকনিক স্পট: ১৫০ জনের ১ দিনের পিকনিক স্পটটির ভাড়া ৬৪,৫০০ টাকা।
- মালঞ্চ মল্লিকা রিভার ভিউ পিকনিক স্পট: ১৫০ জনের ১ দিনের পিকনিক স্পটটির ভাড়া ৫৩,৭৫০ টাকা।
- গাংচিল পিকনিক স্পট: ১০০ জনের ১ দিনের পিকনিক স্পটটির ভাড়া ১১,৮২৫০ টাকা।
- লেকভিউ পিকনিক স্পট: ৩০০ জনের জন্য প্যাকেজ ১১৮,২৫০ টাকা।
পিকনিক স্পট বুকিং বিধি - নিষেধ এবং শর্তাবলী
- পিকনিক স্পট বুকিং করার পর ক্যানসেল করলে ৫০% ফেরত পাবেন।
- পিকনিকের প্রোগ্রামের তারিখের আগেই সম্পূর্ণ রিজার্ভেশন ফি পরিশোধ করতে হবে।
- গ্লাস এবং জগ ছাড়া রান্নার অন্যান্য পাত্র যেমন, ম্যালামাইন প্লেট, কারি ডিস্ক, ভাতের থালা, ইত্যাদি এবং এই প্যাকেজ সহ রান্নার আইটেম।
- গাড়ি পার্কিং করলে বড় যানবাহন (বাস) ১০০/- এবং ছোট যানবাহন কার এবং মাইক্রো ৫০/- হারে দিতে হবে।
- আপনার জিনিসপত্রের কোনো ক্ষতির জন্য DHP কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- DHP সরবরাহকৃত পণ্য এবং সম্পত্তির যেকোনো ধরনের ক্ষতির জন্য আবেদনকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে
- সকল প্রকার অসামাজিক, অস্বাস্থ্যকর ও ধর্ম বিরোধী কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ
- সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্পটে আমাদের মঞ্চ ব্যবহার করতে পারেন
- প্রতিটি টেবিল প্রতিটি নতুন কভার সেট আপ সঙ্গে সেট আপ
- আগে আসলে আগে বরাদ্দের ভিত্তিতে আবেদন গ্রহণ করা হবে
- বকেয়া পেমেন্ট দিয়ে রাইড ব্যবহার করা যাবে
- DHP ফোর্স বড় কোনো পরিস্থিতির কারণে যে কোনো সময় রিজার্ভেশন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
- রিজার্ভেশন সীমা ছাড়িয়ে গেলে গ্রাহকদের প্রবেশ টিকিট দিতে হবে জনপ্রতি ৩৫০/-
পার্কের মধ্যে কি হোটেল/ খাবারের ব্যাবস্থা রয়েছে?
এছাড়াও পার্কের আশপাশে অনেকগুলি হোটেল/ রেস্তোরা রয়েছে, সেখান থেকেও খাবার গ্রহণ করতে পারবেন।
বিতরে প্রবেশ শুধু মাএ কত প্লিজ
শুধু ভিতরে প্রবেশের জন্য টিকেটের মূল্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৩২০ টাকা করে এবং অপ্রাপ্তবয়স্ক বা শিশুদের ক্ষেত্রে ২১৫ টাকা করে জনপ্রতি।
নিজেরা রান্না করে খাওয়া যাবে?
যদি পিকনিক প্যাকেজ নেন তাহলে নিজেরা রান্না করে খেতে পারবেন। তাছাড়া অল্প সংখ্যক ব্যাক্তি বা পরিবার যদি রান্না করে খেতে চান অর্থাৎ পিকনিক করতে চান তাহলে অতিরিক্ত ফি প্রদান সাপেক্ষে অনুমতি পেতে পারবেন। আরো বিস্তারিত জানতে উপরে দেওয়া নাম্বারে কল করতে পারেন।
সকল রাইড এবং এন্ট্রি ফি একএে কত টাকা
এখানে মোট ২২টি রাইড আছে। সকল রাইডের ক্ষেত্রে ফি: জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা এবং সর্বোচ্চ ১২০ টাকা (প্রতি রাইডস)। এদিক থেকে সকল রাইড এবং এন্ট্রি ফি একএে সর্বোনিম্ন ১৩৪০ টাকা এবং সর্বোচ্চ ২৯৬০ টাকা লাগবে।
১৫ ই ২০২৩ আগস্ট কি বন্ধ থাকবে???
১৫ই আগস্টসহ সকল সরকারি ছুটির দিনে খোলা থাকে, বছরের ৩৬৫ দিন খোলা থাকে।
ওয়াটার পার্কে রাইড কতগুলো আছে, টোটাল টিকেট কত। কত বছর পর্যন্ত অপ্রপ্ত বয়স হিসেব করা হয়।
আসসালামু আলাইকুম
৩০০ জনের প্রোগ্রাম করলে গাংচিলে স্পটে কত টাকা খরচ দিতে হবে।সাথে কি সুবিধা পাওয়া যেতে পারে..??
অআলাইকুমুস-সালাম,
৩০০ জনের মায়াবী পিকনিক স্পট অথবা লেকভিউ পিকনিক স্পটের যেকোনোটি ১ দিনের জন্য নিলে খরচ পড়বে ১১,৮২৫০ টাকা। প্যাকেজের অন্তর্ভুক্ত সকল সুয়োগ সুবিধা পাবেন। এ বিষয়ে উপরে বিস্তারিত বলা হয়েছে "পিকনিক স্পট বুকিং বিধি - নিষেধ এবং শর্তাবলী" অংশে।