ধন ধান্য পুষ্প ভরা গানের মূলভাব
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা একটি কালজয়ী দেশাত্মবোধক গান, যা দ্বিজেন্দ্রলাল রায়ের "শাহজাহান" নাটকের অংশ। এই নাটকের একটি দৃশ্যে বন্দী সম্রাট শাহজাহান তার পুরনো দিনের কথা মনে করছেন। কারাগারের একটি ভাঙা জানালা দিয়ে তিনি তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকিয়েছিলেন এবং আপন মনে একটি গান গেয়ে উঠলেন। নাটকের সেই গানের নামই 'ধন ধান্য পুষ্প ভরা'।
কবি দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তার "ধনধান্যে পুষ্পে ভরা কবিতা"টি আসলে একটি দেশাত্মবোধক গান।
ধন ধান্য পুষ্প ভরা গানের মূলভাব:
শস্য আর ফুলে ভরা এই বসুন্ধরার মাঝখানে একটা দেশ আছে, যে দেশ কবির জন্মভূমি এবং এই দেশ সকল দেশের সেরা। নিজের দেশের প্রতি ভালেবাসা এবং শ্রদ্ধা রেখে গানটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। তার চোখে জন্মভূমি স্বপ্ন দিয়ে তৈরি এবং তা স্মৃতি দিয়ে ঘেরা। এই দেশ সকল দেশের রানী। চাঁদ-সূর্য, গ্রহ-নক্ষত্রের উজ্জ্বলতা এবং চারপাশের এই অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় এই সোনার বাংলায়। এখানে সন্ধ্যেবেলায় পাখি ডাকতে ডাকতে নিজ বাসায় ফিরে আসে, একই সাথে মাঠের কৃষক বাড়ি ফিরে আসে। আবার পরের দিন পাখির ডাকে সবার ভুম ভাঙে এবং প্রতিদিনের মতো সবাই কাজে ব্যাস্ত হয়ে ওঠে। গাছে গাছে ভরা ফুল আর ফল তার উপর মৌমাছিরা গুন গুন শব্দে গান গায় আর ফুলের মধু খেয়ে ফুলের উপরেই ঘুমিয়ে পড়ে, এ যেনো এক অপরূপ সুন্দর দূশ্য। মায়ের মতো করে আগলে রাখা এই দেশের বুকে তাই কবি চির নিদ্রায় যেতে চান। এককথায় বলা যায়, গানটিতে এক অপরুপ দেশপ্রেমের কথা ফুটে উঠেছে।