সরকারি নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ২০২৩

mynursing.net এবং bddiploma.com এর যৌথ উদ্দোগে শুরু করা হচ্ছে ৩ মাস ব্যাপি সরকারি নার্স নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। আগামি ১৭ই মার্চ, ২০২৩ থেকে শুরু হবে নিয়মিত অনলাইন ভিত্তিত পড়ালেখা এবং অনলাইন পরীক্ষা। প্রতিদিন নন ডিপার্টমেন্ট থেকে ৫০টি MCQ এবং নার্সিং ডিপার্টমেন্ট ভিত্তিক ৫০টি MCQ প্রশ্ন দেয়া হবে। অর্থাৎ প্রতিদিন ১০০টি করে MCQ পড়তে হবে। এতে প্রতি মাসে ৩০০০টি প্রশ্ন পড়া হবে। ফলস্বরূপ ৩ মাসে ৯০০০টি প্রশ্ন মুখস্ত হবে। শতভাগ আশা করি, যারা নিয়মিত আমাদের এই অনলাইন ভিত্তিক পড়া লেখায় অংশ নেবেন তারা বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় সহজেই টিকতে পারবেন এবং পরবর্তীতে লিখিত পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্নত্তর করতে পারবেন খুব সহজেই। (ইনশাআল্লাহ)


পরীক্ষায় অংশ নেয়াসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত বলা হবে ফেজবুক গ্রুপে। প্রয়োজনে যে কোনো সময় পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে বা হেল্প পেতে কল করতে পারবেন: ০১৯০৪৩২৮২০৩ [Admin]


পরীক্ষা শুরুর সময়: রাত ৮টা
পরীক্ষার বিষয়: নার্স নিয়োগ পরীক্ষা ২০২৩ এর প্রশ্ন থেকে

 অনলাইন পরীক্ষা ১ এ অংশ নেয়ার জন্য নিচের প্রশ্নসমূহ পড়ে নিবেন এবং পরীক্ষা দিবেন রাত ৮টায় [১৭ই মার্চ, ২০২৩]

বাংলা

১. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন - [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) হরপ্রসাদ শাস্ত্রী
(খ) সুকুমার সেন
(গ) ডা. মোহাম্মদ শহীদুল্লাহ
(ঘ) সুনীতি কুমার চট্টোপাধ্যায় ✔


২. কবি কঙ্কন কার উপাধি ? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) বিজয় গুপ্ত
(খ) দ্বিজ মাধব
(গ) মুকুন্দরাম চক্রবর্তী ✔
(ঘ) ভারতচন্দ্র


৩. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) শেষের কবিতা
(খ) শেষ বিকেলের মেয়ে ✔
(গ) সোনার তরী
(ঘ) নৌকাডুবি


৪. কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন- [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) বিদ্রোহী
(খ) আনন্দময়ীর আগমনে ✔
(গ) জীবন-বন্দনা
(ঘ) সাম্যবাদী


৫. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মা' রচনা করেন---- [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) হুমায়ূন আহমেদ
(খ) হুমায়ুন আজাদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আনিসুল হক ✔


৬. 'আমার দেখা নয়াচীন'-এর প্রকাশকাল---- [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ২০২০, ফেব্রুয়ারি ✔
(খ) ২০২১, ফেব্রুয়ারি
(গ) ২০২০, মার্চ
(ঘ) ২০২০, এপ্রিল


৭. 'হ্ণ' যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো-  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) হ্+ম
(খ) হ্ + ণ ✔
(গ) হ্ + ন
(ঘ) থ্ + ন


৮. 'জিহ্বা' শব্দের উচ্চারণ--- [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) জিওবা
(খ) জিব্বা
(গ) জিবহা
(ঘ) জিউভা ✔


৯. 'একাত্তরের দিনগুলি' রচনা করেন___ [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) সুফিয়া কামাল
(খ) রাবেয়া খাতুন
(গ) জাহানারা ইমাম ✔
(ঘ) নীলিমা ইব্রাহিম


১০. 'নয়নচারা' গল্পের রচয়িতা-  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) সৈয়দ ওয়ালী উল্লাহ ✔
(খ) আখতারুজ্জামান ইলিয়াস
(গ) আল মাহমু
(ঘ) সেলিনা হোসে


১১. 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ' চরণদ্বয়ের লেখক-  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) জীবনানন্দ দাশ
(খ) মদনমোহন তর্কালঙ্কার ✔
(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
(ঘ) বিদ্যাপতি


১২. 'কাজ' শব্দের তৎসম রূপ-  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ক্রিয়া ✔
(খ) কর্ম
(গ) করণীয়
(ঘ) কজ্জ


১৩. কোন বানানটি শুদ্ধ? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) শ্বশুর ✔
(খ) শ্বসুর
(গ) শুশুর
(ঘ) শশুর


১৪. যদ্যপি আমার গুরু: প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা— [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) আব্দুল মান্নান সৈয়দ
(খ) আহমদ ছফা ✔
(গ) আসাদ চৌধুরী
(ঘ) রফিক আজাদ


১৫. নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয়েছে ____ [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) তৃণ ✔
(খ) অর্পণ
(গ) লক্ষণ
(ঘ) ভীষণ


১৬. 'লুঙ্গি' শব্দটি এসেছে যে ভাষা থেকে__ [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) আরবি
(খ) ফারসি
(গ) বর্মি ✔
(ঘ) হিন্দি


১৭. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ --- [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) অন্তরীক্ষ ✔
(খ) বিভূ
(গ) প্রভাকর
(ঘ) সুধাকর


১৮. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ- [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) বাড়তি বোঝা
(খ) ৰূপের মোহ
(গ) ভূমিকা ✔
(ঘ) ফিটফাট

English

19. ‘At sixes and sevens’ means_  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) in danger
(খ) aimlessly
(গ) perplexed
(ঘ) in a confused state ✔


20. The synonym for ‘patient’ is_  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) impatient
(খ) sad
(গ) calm ✔
(ঘ) futful


21. ‘Do call a taxi’ What kind of sentence is this? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) Imparative ✔
(খ) Interrogative
(গ) Optative
(ঘ) Assertive


22. Choose the correctly spelt word:  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) atshma
(খ) gonorrhoea ✔
(গ) diarhoea
(ঘ) diptheria


23. Use the right form of verb: I wish I (be) a great businessman.  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) is
(খ) am
(গ) were ✔
(ঘ) was


24. Which one is an example of a positive degree? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) much ✔
(খ) more
(গ) less
(ঘ) last


25. Nursing is a noble profession. In this sentence ‘nursing’ is used as a/an_ 
(ক) participle
(খ) gerund ✔
(গ) verb
(ঘ) adjective


26. He lives_honest means  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) by ✔
(খ) on
(গ) with
(ঘ) for


27. Dhaka is becoming one of the_ cities in Asia.  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) more busiest
(খ) nost busiest
(গ) busiest ✔
(ঘ) busy


28. He insisted _ my going there.  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) on ✔
(খ) over
(গ) to
(ঘ) of


29. You had better_ home.  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) to go
(খ) gone
(গ) go ✔
(ঘ) went


30. My daughter goes to_ university everyday.  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) a
(খ) an
(গ) the
(ঘ) no article ✔


31. One should take care of -----health.  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) his
(খ) one's ✔
(গ) once
(ঘ) everybody's


32. pick the correctly written possessive case  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) Girls' college ✔
(খ) Girl's college
(গ) Women' club
(ঘ) At ones' wit's end


33. Which of the following is written by Shakespeare? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) Man and Superman
(খ) The importance of Being Earnest
(গ) The Tempest ✔
(ঘ) all for love


34.  Identify the correct sentence: [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) He had come home yesterday. 
(খ) He came home yesterday ✔
(গ) He did come home yesterday. 
(ঘ) He has come home yesterday. 


35. Did not laugh at the lame man. The passive form of this sentence is--  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) Let not the lame man be laughed at. ✔
(খ) You should not laugh at the lame man . 
(গ) The lame man not be laughed at. 
(ঘ) The lame man is not laughed at. 


36. A person, who writes about his own life, writes--- [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) Created: 2 weeks ago | Updated: 6 days ago
(খ) a diary
(গ) a biography
(ঘ) an autobiography ✔
a chronicle


37. সে কি গতকাল বাড়ি এসেছে?The correct translation of this sentence is --- [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) Did he come home yesterday? ✔
(খ) Did he came home yesterday?
(গ) Had he come home yesterday?
(ঘ) Has he come home yesterday?


38. At sixes and sevens' means-  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) in danger
(খ) aimlessly
(গ) perplexed
(ঘ) in a confused state ✔


39. Fetus-এ Commonest presentation কোনটি? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) Breech
(খ) Cephalic ✔
(গ) Shoulder
(ঘ) Brow


সাধারণ জ্ঞান

৪০. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) চতুর্থ তফসিল
(খ) পঞ্চম তফসিল ✔
(গ) ষষ্ঠ তফসিল
(ঘ) সপ্তম তফসিল


৪১. রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ৩টি
(খ) ৪টি ✔
(গ) ২টি
(ঘ) ৫টি


৪২. বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে-  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ৪ বার
(খ) ৫ বার
(গ) ৬ বার ✔
(ঘ) ৭ বার


৪৩. ঘাতক- দালাল নির্মূল কমিটি গঠিত হয়_  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]

(ক) ১৯৯০ সালে
(খ) ১৯৯১ সালে
(গ) ১৯৯২ সালে ✔
(ঘ) ১৯৯৩ সালে


৪৪. বাংলাদেশের সংবিধান দিবস কবে? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ৪ঠা নভেম্বর ✔
(খ) ১২ই নভেম্বর
(গ) ১৬ নভেম্বর
(ঘ) ১০ই মে


৪৫. ”দ্য কনসার্ট ফর বাংলাদেশ" অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের_   [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ওয়াশিংটনে ডিসিতে
(খ) নিউইয়র্কে ✔
(গ) বোস্টনে
(ঘ) গোটসবার্গে


৪৬. বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ_  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ১৯৮০-৮২
(খ) ১৯৭৮-৮০ ✔
(গ) ১৯৭৬-৭৮
(ঘ) ১৯৭৫-৭৭


৪৭. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ১৭৮৮
(খ) ১৭৮৯ ✔
(গ) ১৭৯০
(ঘ) ১৭৯১


৪৮. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) আসাম
(খ) মণিপুর ✔
(গ) মিজোরাম
(ঘ) নাগাল্যান্ড


৪৯. শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) ইংল্যান্ড ✔
(খ) যুক্তরাষ্ট্র
(গ) জার্মানি
(ঘ) ফ্রান্স


৫০. 'কবর' নাটকটির রচয়িতা-  [বিপিএসসি, সিনিয়র স্টাফ নার্স  | ২৪-০২-২০২৩]
(ক) জসীম উদ্‌দীন
(খ) মুনীর চৌধুরী ✔
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) শামসুর রাহমান

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url