আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিচয় এবং জীবনী

আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিচয়
আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিচয়

ডাক নাম: আবু ত্ব-হা আদনান
বয়স: ৩২ বছর
পিতা: রফিকুল ইসলাম
মাতা: আজেফা বেগম
জন্মস্থান: রংপুর
সন্তান: ১টি ছেলে ও ১টি মেয়ে


আবু ত্বহা মুহাম্মদ আদনান এর জীবণী:
শৈশবে বাবা ইন্তেকাল করার পর মা তাকে নিয়ে রংপুরে আসেন (আবু ত্বহা মুহাম্মদ আদনান এর নানার বাড়ি)। এরপর এখান থেকেই বেড়ে ওঠেন। ছোট থেকে তিনি ক্রিকেট খেলায় অনেক আগ্রহী ছিলেন। যুবক বয়সে ধর্মীও কাজ এবং দাওয়াতি কাজে আগ্রহী হয়ে ওঠেন। বর্তমানে তিনি বাংলাদেশের ইসলামিক স্কলারদের একজন। সহজ ও স্পষ্ট ভাষায় তিনি ইসলামের বিভিন্ন বিষয়কে অত্যন্ত সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরেন।

আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পড়াশোনা:
আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ৭ বছর বয়সে মাওলানা নজরুল হুজুরের কাছে কোরআন শেখান তার মাতা। রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন। তিনি রংপুরের সেরা কলেজ কারমাইকেল কলেজে দর্শন অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এর পাশাপাশি তিনি মাদ্রাসা শিক্ষাও গ্রহণ করেছেন। এছাড়াও ১২ জনের অধীক ইসলামিক  ওস্তাদের নিকট দ্বীনি শিক্ষা গ্রহণ করেছেন।

আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান এর কর্মজীবণ:
২০১৮ সালে "আলকিত জ্ঞানী প্রতিযোগিতায়" তিনি প্রথম হয়েছিলেন। তিনি ঢাকা, রংপুরসহ আরো কয়েকটি জেলায় ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। রংপুর এবং কক্সবাজারে তিনি আধুনিক শিক্ষার সাথে সামনজস্য রেখে মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনার জন্য পরিকল্পনা করেছেন। বর্তমানে তিনি দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়া, ইসলামিক বক্তব্য দেয়া এবং ওয়াজ মাহফিলে মানুষকে দ্বীনের শিক্ষা দিয়ে থাকেন। তিনি বাংলাদেশের অন্যতম এবং জনপ্রিয় ইসলামিক বক্তা।

আবু ত্বহা মুহাম্মদ আদনান এর পরিবার:
বাবা রফিকুল ইসলাম শিশু বয়সেই মারা যান। এরপর মা এবং নানা নানীর সাথে বেড়ে ওঠেন আবু ত্বহা মুহাম্মদ আদনান। তার প্রথম স্ত্রী হাবিবা নূর রংপুরে বাস করেন। হাবিবা নূরের ঘরে আবু ত্বহা মুহাম্মদ আদনান এর একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা ঢাকার মিরপুরে বাস করেন। তিনি ঢাকার মিরপুর আল ইদফান ইসলামি গার্লস মাদ্রাসার শিক্ষক এবং পরিচালক।

আবু ত্বহা মুহাম্মদ আদনান এর ফোন নাম্বার:
তার ব্যাক্তিগত ফোন নাম্বার আমাদের জানা নেই। তবে 01315-188248 এই নাম্বারে কল দিলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন।

আবু ত্বহা মুহাম্মদ আদনান নামের অর্থ

ত্বহা নামের অর্থ কি?
ত্বহা নামের অর্থ অবিরাম চলমান বা গতিশীল।

আবু ত্বহা নামের অর্থ কি?
আবু ত্বহা নামের বাংলা অর্থ হলো বিশুদ্ধ; রহস্যময়।

আদনান নামের অর্থ হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত, মনোরম স্থান।

আবু ত্বহা মুহাম্মদ আদনান জীবনী

আবু ত্বহা মুহাম্মদ আদনান

আবু ত্বহা মুহাম্মদ আদনান এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেজবুক পেজ রয়েছে। তার সকল ওয়াজ বা ইসলামিক প্রগ্রামের আপডেট উক্ত চ্যানেল এবং পেজ থেকে পাওয়া যাবে। নিচে চ্যানেল এবং পেজের লিংক দেয়া হয়েছে।
Next Post Previous Post
9 Comments
  • Anonymous
    Anonymous September 3, 2023 at 10:32 PM

    valobasar arek nam abu toha adnan

  • Anonymous
    Anonymous October 17, 2023 at 10:47 AM

    Allahr jonne valobashi .vaijaan re

  • Anonymous
    Anonymous December 30, 2023 at 6:27 AM

    আপনার নাম্বার পেতে পারি কিছু জানার আছে

    • Admin
      Admin December 30, 2023 at 8:17 AM

      আবু ত্বহা মুহাম্মদ আদনান এর সাথে যোগাযোগ করার জন্য 01315-188248 নাম্বারে কল করতে পারেন।

  • Anonymous
    Anonymous January 24, 2024 at 7:24 AM

    আপনার সাথে কথা বলতে চাই

    • Admin
      Admin February 10, 2024 at 8:02 PM

      01315-188248 এই ফোন নাম্বারে কল করে আবু ত্বহা মুহাম্মদ আদনান এর সাথে কথা বলতে পারেন।

  • Anonymous
    Anonymous February 9, 2024 at 11:00 PM

    I like Huzur very much. I was interested to know about him and it was even better to know.

  • Anonymous
    Anonymous February 22, 2024 at 10:15 PM

    প্রিয় হুজুর!!

  • Anonymous
    Anonymous February 24, 2024 at 9:08 PM

    I like Huzur very much. I was interested to know about him and it was even better to know.

Add Comment
comment url