ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে নিয়োগ

 আবেদন শুরু: ১২/০৪/২১ ইং
 আবেদন শেষ: ৩০/০৪/২১ ইং
 পদ সংখ্যা
: মোট ০৫ টি
 যোগ্যতা
: কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি

অভিজ্ঞতা: লাগবে (বিস্তারিত ফটেতে দেখুন)
আবেদন ফি: ৩৩৬ টাকা

আবেদন পক্রিয়া: http://mol.teletalk.com.bd  ওয়েবসাইট থেকে। 
নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী http://mol.teletalk.com.bd ওয়েবসাইট হতে অনলাইনে ১২-০৪-২০২১ তারিখ হতে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযােগে বা অন্য কোনভাবে প্রেরণ করা হলে তা গ্রহণ যােগ্য হবে না বরং তা বাতিল বলে গণ্য হবে। (ঝ) টেলিটক বাংলাদেশ লিঃ কর্তৃক আবেদন গ্রহণ ও অন্যান্য বিষয়াদি প্রসেস করা হবে। আবেদনকারীগণের মােবাইল ফোনে টেলিটক হতে এসএমএস এর মাধ্যমে যথাসময়ে প্রয়ােজনীয় নির্দেশনা প্রদান করা হবে। (ঞ) ক্রমিক নং ১-৪, এ বর্ণিত পদের জন্য ৩০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৬/-( ছত্রিশ) টাকাসহ মােট ৩৩৬/-(তিনশত ছত্রিশ টাকা) টাকা





মূল সারকুলারটি প্রকাশিত হয় (০৭/০৪/২১ ইং) "দৈনিক ইত্তেফাক" পত্রিকায়

xxxx
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url