ভূমি মন্ত্রণালয়াধীনে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ
আবেদন শুরু | : ২৪/০২৩/২১ ইং |
আবেদন শেষ | : ১৫/০৪/২১ ইং |
পদ সংখ্যা | : ১ টি |
যোগ্যতা | : কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং |
অভিজ্ঞতা | : ৭ বছরের লাগবে |
আবেদন ফি | : লাগবেনা |
আগামী ১৫/০৪/২০২১ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় অফিস সময়ের মধ্যে সচিব, ভূমি মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঢাকা সম্বােধন করে আবেদনটি দৃষ্টি আকর্ষণ: প্রকল্প পরিচালক,ভুমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প,ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়,কক্ষ নং-৩১৫,ঢাকা-১০০০ এ আবদ্ধখামে ডাকযােগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
খামের উপর পদের নাম উল্লেখ করে আবেদনকারীকে নিজ ঠিকানা সম্বলিত ১০.৫ ইঞ্চি সাইজের এবং ১০/- (দশ) টাকা মূল্যমানের ডাকটিকিট সম্বলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে।
মূল সারকুলারটি প্রকাশিত হয় (০৭/০৪/২১ ইং) "দৈনিক ইত্তেফাক" পত্রিকায়