Bangladesh Bank Job Circular 2020 For BSC in Mechanical
BSC Engineering Post:
পদের নাম: | সহকারী পরিচালক [ প্রকৌশল-যান্ত্রিক ] |
আবেদন শুরুর তারিখ: | ০২/০৭/ ২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ৩০/০৭/ ২০ ইং |
পদ সংখ্যা: | ০৯টি |
যোগ্যতা: | BSC (মেকানিক্যাল) |
বেতন গ্রেড: | ৯ম (২২০০০ - ৫৩০৬০/-) |
আবেদন ফী: | লাগবেনা |
সার্কুলারটি প্রকাশিত হয় ০৭ই জুলাই দৈনিক যুগান্তর পত্রিকায়
বাংলাদেশ ব্যাংক সম্পর্কে: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।এটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ ব্যাংকের প্রধানই দেশের ‘গভর্নর’ হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। সরকারের পক্ষে দেশের ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণ করা, বৈদেশিক মুদ্রার বাংলাদেশী টাকার হার নির্ণয় করাসহ রাষ্ট্র বা সরকারের কোষাগারের দায়িত্বও পালন করে থাকে বাংলাদেশ ব্যাংক । বাংলাদেশ ব্যাংকের সকল নিয়োগ পরিক্ষার জন্য কোনপ্রকার ফি ধার্জ করা হয়না।