বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নিয়োগ-২০২০
Diploma Engineering Post:
পদের নাম: | উপ-সহকারী পরিচালক (কারিগরি) |
আবেদন শুরুর তারিখ: | ১২/০৭/২০ ইং (সকাল ১০ টা থেকে) |
আবেদনের শেষ তারিখ: | ১২/০৮/ ২০ (বিকাল ৫ টা পর্যন্ত) |
মোট পদ সংখ্যা: | ২১ টি |
যোগ্যতা: | ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক/ কম্পিউটার |
বেতন গ্রেড: | ১০ম (১৬০০০ - ৩৮৬৪০/-) |
আবেদন ফী : | ২২৪ টাকা |
BSC Engineering Post:
পদের নাম: | সহকারী পরিচালক (কারিগরি) |
আবেদন শুরুর তারিখ: | ১২/০৭/২০ ইং (সকাল ১০ টা থেকে) |
আবেদনের শেষ তারিখ: | ১২/০৮/ ২০ (বিকাল ৫ টা পর্যন্ত) |
পদ সংখ্যা: | ০৬টি |
যোগ্যতা: | BSC in (EEE/ CSE) |
বেতন গ্রেড: | ৯ম (২২০০০ - ৫৩০৬০/-) |
আবেদন ফী: | ২২৪ টাকা |
আবেদন পক্রিয়া (online): http://btrc.teletalk.com.bd/
মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (০৮/০৭/২০ ইং) দৈনিক ইত্তেফাক পত্রিকায়
মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (০৮/০৭/২০ ইং) দৈনিক ইত্তেফাক পত্রিকায়
বিটিআরসি এর সংক্ষিপ্ত বিবরণ: বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর অধীনে একটি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন, (২০০১ এর আইন নং ১৮ এর দ্বারা) যা প্রকাশিত হয় ২১ এপ্রিল, ২০০১ সালে। বাংলাদেশ গেজেটে বিটিআরসি ৩১ জানুয়ারী, ২০০২ থেকে যাত্রা শুরু করে আইন প্রয়োগকারী কার্যক্রম। বিটিআরসিকে পরিচালনা করে থাকে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।