ইলেকট্রিক্যাল ভাইভা প্রশ্ন ও উত্তর | Junior Instractor + DPDC + Navy + BCIC Viva (Electrical)

এই পোস্টের ইলেকট্রিক্যাল ভাইভা প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ছাত্র মো: সিদ্দিকুর রহমানের ফেজবুক পোস্ট থেকে। বর্তমানে তিনি জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন [২০১৭ থেকে বর্তমান]।

শিক্ষার্থীদের জন্য তিনি তার অভিজ্ঞতার ৩টি ভাইবা পরীক্ষার প্রশ্ন শেয়ার করেছেন। প্রশ্নগুলোর সঠিক উত্তর সংযুক্ত করে নিচে তুলে ধরা হয়েছে।


মো: সিদ্দিকুর রহমান
চিত্র: মো: সিদ্দিকুর রহমান
জুনিয়র ইন্সট্রাক্টর,
ডিরেক্টরেট অভ টেকনিক্যাল এডুকেশন।
ইলেক্ট্রিক্যাল টেকনলজি, চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট।

জুনিয়র ইন্সট্রাক্টর পদের ইলেকট্রিক্যাল ভাইভা প্রশ্ন

১. তোমার সম্পর্কে বল (ইংরেজীতে)
২. তোমার প্রিয় সাবজেক্ট কি কি এবং তুমি কোন কোন সাবজেক্ট পড়াতে পারবে।
৩. ইউনিভার্সাল গেটগুলো কি কি এবং ট্রুথ টেবিল আঁক।
উত্তর: ১. NOR গেট এবং ২. NAND গেট।
NOR Gate
NAND GATE
৪. সিলিং ফ্যান কি মোটর এবং ইহা কিভাবে কাজ করে?
উত্তর: সিলিং ফ্যান সিঙ্গেল ফেজ মোটর। সিলিং ফ্যান একটি সাহায্যকারী কয়েল বা স্টাটিং কয়েলের সাথে সিরিজে একটি ক্যাপাসিটর সংযোগ করা হয়, ফলে ইহা আরও একটি ফেজে রূপান্তরিত হয়। যখন এতে সাপ্লাই দেওয়া হয় তখন রানিং এবং স্টার্টিং কয়েলের মধ্যে ফেজ ডিফারেন্স থাকায় ( দুটি ফেজের ন্যায় কাজ করে) ঘূর্ণায়মান চুম্বকক্ষেত্রের তৈরি হয়, ফলে মটর বা ফ্যান ঘুরতে শুরু করে।

৫. বাজারে কি কি মোটর পাওয়া যায় ?
উত্তর: এসি মোটরের মধ্যে পানির পাম্প, ফ্যান ডিসি মোটরের মধ্যে গিয়ারেল মোটর, গিয়ারড মোটর, স্টেপার মোটর, সার্ভো মোটর ইত্যাদি পাওয়া যায়।

৬. ট্রান্সফরমার কিভাবে কাজ করে।
উত্তর: ট্রান্সফরমার একটি ইলেক্ট্রস্ট্যাটিক ডিভাইস, যার প্রাইমারিতে AC সোর্স সংযুক্ত করলে চুম্বকক্ষেত্র তৈরি হয়, যা সেকেন্ডারিকে কর্তন করে। ফলে সেকেন্ডারিতে বিদ্যুৎ আবিষ্ট হয় এবং লোডে প্রবাহিত হয়।

Sub-assistant engr (DPDC) @ second Viva

১. তুমি কোন প্রতিষ্টানে আছো এবং কি কি কাজ করো।
২. ট্রান্সফরমারে কি কি লস হয়।
উত্তর: (১) কোর লস (২) কপার লস। কোর লস আবার ২ প্রকার: এডি কারেন্ট লস ও হিস্টেরেসিস লস।

৩. ইম্পিডেন্স টেস্ট কিভাবে করা হয়?
উত্তর: ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে।

এই টেস্ট করার সময় লো ভোল্টেজ সাইড শর্ট করতে হয়। হাই ভোল্টেজ সাইডে ইকুইপমেন্ট সংযুক্ত করতে হয়। এই টেস্ট করার সময় Rated Current supply দিতে হয়। ইকুইপমেন্ট এর পাঠ হতে, ইম্পিডেন্স বের করতে applied voltage ও Rated Current এর অনুপাত বের করা হয়। এই অনুপাতই ইম্পিডেন্স টেস্টের মান।
ইম্পিডেন্স টেস্ট ফর্মুলা

৪. ট্রান্সফরমারে ব্যবহারিত ওয়েলের নাম কি।
উত্তর: পাইরানল।

৫. ট্রান্সফরমার ওয়েল এর ড্রাই ইলেকট্রিক স্ট্রেন্থ কত?
উত্তর: Minimum 30KV

৬. ট্রান্সফরমারের ফ্লাসিং পয়েন্ট কি?
উত্তর: যে তাপমাত্রায় ট্রান্সফরমারের তেলের ড্রাই ইলেকট্রিক স্ট্রেন্থ ভেঙ্গে যায় তাকে ট্রান্সফরমারের ফ্লাসিং পয়েন্ট বলে। সাধারণত ট্রান্সফরমারের ফ্লাসিং পয়েন্ট ১৪০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড।

Navy Viva @ third viva

১. টেবিলে কি কি টুল্স আছে?

২. মেগার কেনো ব্যবহার করা হয়?
উত্তর: তাপ, চাপ, আদ্রতা এবং ধুলোবালির প্রভাবে বিভিন্ন ইলেকট্রিক ইকুইপমেন্টের ইন্সুলেশন ক্ষতিগ্রস্ত হতে থাকে । তাই দুর্ঘটনা এড়ানোর জন্য নিয়মিত ইন্সুলেশন পরিমাপ করতে ব্যবহার করা হয়।

৩. লেন্জের সূত্র টি বল।
উত্তর: "তড়িৎ চুম্বকীয় আবেশের সময় আবিষ্ট তড়িৎ প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক এমন হয়, যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের আবিষ্ট তড়িৎপ্রবাহ উৎপন্ন হয় সেই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকেই বাধা প্রদান করে।"

অন্যভাবে বললে, "আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা তড়িৎ প্রবাহের দিক এমনভাবে হয় যে এটি উৎপন্ন হওয়ার মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে।"

৪. ট্রান্সফরমারের হাইসাইড ও লো সাইড কি ভাবে বুঝবা?
উত্তর: বুশিং দেখে হাইসাইড ও লো সাইড বুঝা যাবে, হাইসাইডের বুশিং বড় ও লো সাইডের বুশিং ছোট হবে।

৫. স্টার ডেল্টা ট্রান্সফরমার আঁক।
উত্তর:
স্টার ডেল্টা ট্রান্সফরমার

Sub-Assistant engr (BCIC) @ Forth Viva

১. চট্রগ্রামে অবস্থিত BCIC প্রতিষ্টানগুলোর নাম বলো।
উত্তর: (১) চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, (২) টিএসপি কমপ্লেক্স লিমিটিড, (৩) ডিএপি ফার্টিলাইজার কোম্পানী লিঃ

২. সার ফাক্টোরিত ব্যবহারিত গ্যাসটির নাম বলো এবং এই গ্যাসটি বায়ূমন্ডলে নিঃসিত হলো মানুষের কোন ধরনের ক্ষতি হয়।
উত্তর:সার ফাক্টোরিত ব্যবহারিত গ্যাসটির নাম অ্যামোনিয়া। এই গ্যাসটি বায়ূমন্ডলে নিঃসিত হলো মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হয় যেমন: কাশি, বুকে ব্যথা, শ্বাস নিতে কষ্ট হওয়া, চোখ জ্বলা, সিন্ধান্তহীনতায় ভোগাসহ আরো অনেক সমস্যা দেখা দেয়।

৩. বিদ্যুৎ উৎপাদনে ৩টি প্রধান সমস্যা বলো।
উত্তর: (১) কাচামালের প্রাচুর্যের অভাব, (২) দক্ষ জনশক্তির অভাব, (৩) দুর্নীতি ও অনিয়মের কারণে সিস্টেম ও পরিবহণ লস বৃদ্ধি পাওয়া।

৪. কিভাবে এসি ও ডিসি মোটর চেনা যায়।
উত্তর: মোটরের গায়ের নেমপ্লট দেখে।

৫. নেমপ্লটদেখে কিভাবে ইনসডোর ও আউটডোর মোটর চেনা যায়।
উত্তর:
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url