Dr. P Banerjee Homeopathy Doctor - ডা. পি ব্যানার্জী হোমিওপ্যাথি ডাক্তার

ড. পি. ব্যানার্জির অ্যাডভান্সড হোমিওপ্যাথিক ক্লিনিকের ০৪টি শাখা রয়েছে। Kolkata, Bagnan, Burdwan এ তিনটি ক্লিনিক এবং দেশের বাইরে লন্ডনে একটি ক্লিনিক রয়েছে। প্রতিটি শাখার ঠিকানা, ফোন নাম্বার এবং চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হয়েছে।
(প্রধান শাখা, কলকাতা)
সাগড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের পাশে অবস্থিত Dr. P Banerjee homeopathy Clinic ১৯১৮ সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করে চলেছে। সাপ্তাহে ৭দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা দেয়া হয়ে থাকে। কোনো কারণে রোগি ক্লিনিকে আসতে না পারলে ফোন এবং ইমেইলে প্রয়োজনীয় ট্রিটমেন্ট প্রদান করা হয়ে থাকে। এখানে হোমোপ্যাথি চিকিৎসার অনেক মডার্ন ফ্যাসিলিটি রয়েছে এবং অনেক সিনিয়র ডাক্তার রয়েছেন। বর্তমানে এই ক্লিনিক থেকে ৮৭টি দেশে ভার্চুয়াল অ্যাপোয়েনমেন্টের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন: +913344068000 এই নাম্বারে।
বাগনান শাখা
গোবর্ধনপুর মাতৃ মন্দিরের পাশে, নবনির্মিত রেলওয়ে ফ্লাইওভার থেকে কয়েক মিনিট পথ পার হলেই বাগনান ক্লিনিক ও টেলিমেডিসিন সেন্টার। ডঃ পরমেশ ব্যানার্জি নিজ হাতে এই ক্লিনিকের সবকিছু ডিজাইন করেছেন। তিনি এই ক্লিনিকের মাধ্যমে প্রমাণ করেছেন ভারতের রুরাল এলাকাগুলোতেও হোমিওপ্যাথিক স্বাস্থ্যসেবা পৌছে দেয়া সম্ভব। বাগনান এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করে অত্র এলাকার মানেষের মন জয় করেছেন ড. পি ব্যানার্জি।
বর্ধমান শাখা
ডা: পি. ব্যানার্জি হোমিওপ্যাথিক শাখাগুলোর মধ্যে বর্ধমান শাখাটি অন্যতম। অন্যান্য শাখার মতো ডঃ পরমেশ ব্যানার্জি নীতি অনুকরণে অধুনিক হোমিওপ্যাথিক ক্লিনিক হিসাবে পরিচালিত হচ্ছে। এখানে প্রতিদিন শতধিক মানুষ সেবা নিয়ে থাকেন। এই শাখাটি বর্ধমানের মানুষের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
লন্ডন শাখা
ডঃ পি. ব্যানার্জির হোমিওপ্যাথিক ক্লিনিক, 160 লন্ডন রোড, বার্কিং, লন্ডন, IG11 8BB ল্যান্ডমার্ক: কাছাকাছি বার্কিং টেস্কোতে অবস্থিত। এটি লন্ডন ভিত্তিক হোমিওপ্যাথিক ডাক্তার দ্বারা পরিচালিত হয়। এই ক্লিনিকে পরিষেবার বা সুযোগ-সুবিধা ভারতের থেকে আলাদা। এই ক্লিনিকটি লন্ডনের মানুষের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
যে যে রোগের চিকিৎসা দেওয়া হয়?
- অগ্ন্যাশয় ক্যান্সার
- রেনাল ফেইলিউর
- ওভারিয়ান সিস্ট
- ডায়াবেটিস জরায়ু
- ফাইব্রয়েড
- গল ব্লাডারের পাথর
- পাইলস বা অর্শ্বরোগ
- হাইপোথাইরয়েডিজম
- মহিলা রোগ এবং অনিয়মিত পিরিয়ড
- জন্ডিস
- স্পন্ডাইলোসিস,
- স্পন্ডাইলাইটিস এবং অন্যান্য মেরুদণ্ডের রোগ
- ব্যথা ব্যবস্থাপনা
- থ্যালাসেমিয়া
- হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ