ব্রি ধান ৪৮ এর বৈশিষ্ট্য ও চাষ পদ্ধতি

২০০৮ সালে জাতীয় বীজবোর্ড দ্বারা অনুমোদিত "ব্রি ধান ৪৮" হল রোপা আউশ মৌসুমের একটি ধানের জাত। অধিক ফলনশীল এ জাতটির জীবনকাল ১১০ দিন। সাধারণত "রোপা আউশ" এলাকার জন্য "ব্রি ধান ৪৮" উপযোগী। ব্রি ধান ৪৮ এর গড় উৎপাদন প্রতি হেক্টরে ৫ টন হয়ে থাকে, তবে উপযুক্ত পরিচর্যা ও অনুকূল পরিবেশে হেক্টর প্রতি ৫.৫ টন প্রর্যন্ত ফলন দিতে সক্ষম।
ব্রি ধান ৪৮ এর বৈশিষ্ট্য:
- ব্রি ধান ৪৮ একটি আগাম জাত৷
- জাতটির জীবনকাল ১১০ দিন।
- গাছের গড় উচ্চতা ১০৫ সে.মি. পর্যন্ত হয়ে থাকে।
- গাছের কান্ড অনেক শক্ত হয়।
- ব্রি ধান ৪৮ এর চাল সাদা ও মাঝারি মোটা আকারের হয়।
- চালে ৮.৫% প্রোটিন রয়েছে।
- গড় উৎপাদন প্রতি হেক্টরে ৫ টন।
ব্রি ধান ৪৮ চাষ পদ্ধতি:
- বীজতলায় বীজ বপন: ৫ই বৈশাখ - ১৭ই বৈশাখ (১৮ই এপ্রিল - ৩০ই এপ্রিল)।
- চারার বয়স: ২০-২৫ দিন।
- রোপণ দূরত্ব: ২০ x ১৫ সে.মি.।
- সার প্রয়োগ বিঘা প্রতি:
- ইউরিয়া- ২০ কেজি, টিএসপি- ৭ কেজি, এমওপি- ১০ কেজি, জিপসাম- ৫ কেজি এবং জিংক সালফেট- ০.৭ কেজি।
- জমি শেষ চাষের সময় অর্ধেক ইউরিয়া, সবটুকু টিএসপি, জিপসাম, এমওপি এবং জিংক সালফেট প্রয়োগ করতে হবে।
- বাকী অর্ধেক ইউরিয়া চারা রোপন করার পর ৩০ থেকে ৪০ দিন পর উপরি প্রয়োগ করে দিতে হবে।
- ইউরিয়া প্রয়োগ করার ক্ষেত্রে "লিফ কালার চার্ট" (এলসিসি) ব্যবহার করা উত্তম।
- আগাছা দমন: জমি আগাছামুক্ত রাখতে হবে চারা রোপন করার পর থেকে ৩০ থেকে ৪০ দিন পর্যন্ত।
- রোগবালাই দমন: এই জাতটি কিছুটা "পাতা পোড়া" রোগ প্রতিরোধ করতে পারে। তবে, রোগ দেখা দিলে অনুমোদিত বালাই নাশক অনুমোদিত মাত্রায় প্রয়োগ করতে হবে।
- ফসল কাটা: ৩০ই শ্রাবণ - ২০ ভাদ্র (১৫ই আগষ্ট - ০৪ই সেপ্টেম্বর) পর্যন্ত ধান কাটার সঠিক সময়।