বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম কোনটি
অপরূপ সৌন্দর্যের দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের সবুজ বাংলার প্রকৃতিতে সারা বছর ধরে চলে ছয় ঋতুর অপূর্ব খেলা, যা যে কারো মন কেড়ে নিতে যথেষ্ট। তবে বাংলাদেশে এত এত সুন্দর ও চমৎকার গ্রাম রয়েছে তা আমাদের অনেকেরই অজানা। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর গ্রাম রয়েছে তবে আজকে আমরা শুথু বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম কোনটি? সেই বিষয় নিয়ে আমদের এই পোস্টে আলোচনা করব। চলুন জেনে নেয়া যাক বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম সম্পর্কে।
বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম কোনটি?
বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম সিলেটের পানতুমাই।
বাংলাদেশের বিখ্যাত গ্রাম পানতুমাই সম্পর্কে সারসংক্ষেপ:
- ভারতের সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে সিলেট জেলার, গোয়াইনঘাট উপজেলার, পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম পানতুমাই।
- মেঘালয় রাজ্যের পাহাড়ের সারি, ঝর্ণা এবং ঝর্ণা থেকে বয়ে যাওয়া জলের স্রোত আর দিগন্ত জোরা সবুজে ঘেরা গ্রাম এই পানতুমাই।
- পানতুমাই গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হল পাহাড় ঘেঁষা আঁকাবাঁকা রাস্তা, যে পথ পাড়ি দিয়ে খুব সহজেই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন।
- পানতুমাই গ্রামকে স্থানীয় লোকজন "পাংথুমাই" নামে ডেকে থাকে, তবে এর সঠিক ও শুদ্ধ উচ্চারণ হল "পানতুমাই"।
- বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মেঘালয়ের ঘন জঙ্গল থেকে বাংলাদেশের পানতুমাই গ্রামের বুকে নেমে এসেছে খুব সুন্দর একটি ঝর্ণাধারা।
- অপরূপ সেই ঝর্ণার কুল কুল ধ্বনি আপনার মন প্রকৃতির পানে নিয়ে যাবে।
- ঝর্ণাটির স্থানীয় নাম হল "ফাটাছড়ির ঝর্ণা", তবে অনেকে একে "বড়হিল ঝর্ণা" বলেও সম্বোধন করে থাকে।
- ঝর্ণাটি পার্শ্ববর্তী রাষ্ট ভারতের মধ্যে পড়লেও পিয়াইন নদীর তীরে দাঁড়িয়ে খুব কাছ থেকে ঝর্ণাটির সুন্দর্য উপভোগ করা যায়।
- পানতুমাই গ্রামের বাড়িগুলোর পাশ দিয়েই বয়ে গেছে নদী, যে কারনে বাড়িগুলোকে দেখলে মনে হয় এক একটি দ্বীপ।
- পাশেই "বর্ডার সিকিউরিটি ফোর্স" (বিএসএফ) ক্যাম্প, আর দুই দেশের সীমানায় রয়েছে সারি সারি বরইগাছ।
- গ্রামের শেষ প্রান্তে, নামহীন ঝর্ণার পানি পাহাড়ের গুহা বেয়ে হরিণের মতো ভঙ্গিমায় ছুটে চলেছে।
- পানতুমাই এমন একটি গ্রাম যে আপনার নজর কাড়বেই এবং সুন্দর, নান্দনিক, নয়নাভিরাম, অপুর্ব, হৃদয় ছুঁয়ে যাওয়া এই শব্দগুলোর সাথে জুড়ে দিলেও পানতুমাই গ্রামের সৌন্দর্য বিশ্লেষণ করা শেষ হবে না।
পানতুমাই এর আশেপাশের আকর্ষণ সমূহ:
- বাদুড়
- জাফলং
- তামাবিল
- জলপ্রপাত
- জাফলং নদী
- পিয়াইন নদী
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট, যে কারণে এই অঞ্চলে সারা বছরই পর্যটকদের ভিড় জমে থাকে। সিলেট জেলাকে প্রকৃতি তার সকল সুন্দর্য দুই হাত ভরে দিলেও এসব রক্ষার জন্য নেই কোনো উদ্যোগ।