সুড়ঙ্গ মুভি ডাউনলোড লিংক যে কারণে শেয়ার করা যাবে না!! বিস্তারিত তথ্য....

সুড়ঙ্গ মুভি ডাউনলোড লিংক
চিত্র: সুড়ঙ্গ মুভির পোস্টার

সুড়ঙ্গ মুভি ডাউনলোড লিংক কেনো শেয়ার করা যাবে না?

বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে কোনো নতুন মুভির ভিডিও বা কোনো লিংক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শেয়ার করা যাবেনা। উক্ত আইনের ভিত্তিতে সুরঙ্গ মুভির লিংক শেয়ার করলে আইন অমান্য করা হবে এবং শাস্তির মুখোমুখি হতে হবে। তাই  মুভিটির লিংক শেয়ার করা যাবেনা।

২০২৩ সালে বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমাগুলির মধ্যে অন্যতম একটি সিনেমা আফরান নিশো অভিনিত সুড়ঙ্গ। ২০২৩ সালের ঈদুল আযহায় মুক্তি পায় সিনেমাটি। এরপর কিছুদিনের মধ্যে মুভিটির হল ফিল্ম ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এরপর সুরঙ্গ মুভির স্বত্বাধিকারী এবং সুরঙ্গ টিমের সকল সদস্য কপিরাইট আইনের অধীনে অভিযোগ জানান ডিবি প্রধান হারুনের অফিসে। এরপরি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সকলকে সাবধান করে দেওয়া হয় যেন... সুড়ঙ্গ মুভির হল ফিল্ম বা যে কোনো অননুমোদিত অংশবিশেষ ইউটিউব, ফেজবুক বা অনলাইনের কোনো মাধ্যমে পাবলিশ করা না হয়। একারণে বর্তমানে সেল্ফ প্রটেকশনের জন্য সকলে নিজ নিজ ওয়েবসাইট, ফেজবুক বা ইউটিউব থেকে সুড়ঙ্গ মুভিটি সরিয়ে নিয়েছে।

সুড়ঙ্গ মুভি ডাউনলোড লিংক কখন পাওয়া যাবে?

সুড়ঙ্গ টিমের পক্ষ থেকে যখন কপিরাইট তুলে নেয়া হবে কেবল তখনি সুড়ঙ্গ মুভি ডাউনলোড লিংক পূণরায় অনলাইনে পাওয়া যাবে।

সুড়ঙ্গ মুভি কিভাবে দেখবো?

আপাতত সুরঙ্গ মুভি দেখতে চাইলে হলে যেতে হবে। কারণ আপাতত অনলাইনে সিনেমাটি আর পাওয়া যাচ্ছেনা।

সুড়ঙ্গ মুভির প্রধান অভিনেতা

  • মাসুদ চরিত্রে - আফরান নিশো
  • ময়না চরিত্রে - তমা মির্জা
  • প্রধান তদন্ত কর্মকর্তা - শহীদুজ্জামান সেলিম
  • জহির চরিত্রে - মোস্তফা মন্ওয়ার
  • ব্যাংকের ব্যবস্থাপক - অশোক ব্যাপারী
  • ব্যাংক ব্যবস্থাপকের চালক হিসেবে - মনির আহমেদ শাকিল
  • আইটেম গানে নৃত্যশিল্পী হিসেবে - নুসরাত ফারিয়া
সুরঙ্গ মুভি

একনজরে সুরঙ্গ মুভি

  • পরিচালক : রায়হান রাফী
  • প্রযোজক : শাহারিয়া শাকিল এবং রেদওয়ান রনি
  • চিত্রনাট্যকার : নাজিম উদ দৌলা, রায়হান রাফি
  • শ্রেষ্ঠাংশে : আফরান নিশো ও তমা মির্জা
  • সম্পাদক : সুমিত রায় অন্তর
  • প্রযোজনা কোম্পানি : আলফা আই এবং চরকি
  • সুরকার : আরাফাত মহসিন, সাজিদ সরকার এবং ইমন চৌধুরী
  • পরিবেশক : দ্য কন্টেন স্পেশালিস্ট, বায়োস্কোপ ফিল্মস, বনগোজ ফিল্মস এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (ভারত)
  • চিত্রগ্রাহক : সুমন সরকার
  • মুক্তি : ২৯ জুন ২০২৩ (বাংলাদেশ) এবং ২১ জুলাই ২০২৩ (ভারত)
  • দৈর্ঘ্য : ২ ঘন্টা ৩০ মিনিট
  • মুভির ভাষা : বাংলা
  • নির্মাণব্যায় : ২ কোটি টাকা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement