সুরঙ্গ সিনেমা হল লিস্ট

সুরঙ্গ হল লিস্ট

বহুল প্রতিক্ষার পরে সারা দেশের হলগুলোকে মাতিয়ে তুলেছে ছোট পর্দার সেরা অভিনেতা আফরান নিশোর অভিনীত সুরঙ্গ সিনেমাটি। তার বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছে তমা মির্জা। তবে নায়িকা বললে ভুল হবে, অনেকটা খলনায়িকার চরিত্রে পাওয়া যাবে চলচিত্রটির নায়িকাকে। ভালবাসার গভীর টান, মহব্বত নাকি অন্য কিছু ছিল এই সিনেমাতে তা পুরো সিনেমা দেখার পরো দর্শক মিল করতে পারবেননা। তো যাইহোক সুরঙ্গ সিনেমাটির সুরঙ্গ খোরার লোমহর্ষক কাহিনী ও দুর্দান্ত পার্ফর্ম্যান্স দেখতে পাবেন এই সিনেমাটিতে।

সুরঙ্গ সিনেমা হল লিস্ট

  1. স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি, ঢাকা
  2. স্টার সিনেপ্লেক্স, মহাখালী, ঢাকা
  3. স্টার সিনেপ্লেক্স, ধানমন্ডি, ঢাকা
  4. স্টার সিনেপ্লেক্স, মিরপুর-২, ঢাকা
  5. স্টার সিনেপ্লেক্স, বিজয় সরণি, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ঢাকা
  6. লায়ন সিনেমাস, ঢাকা
  7. ব্লকবাস্টার সিনেমাস, ঢাকা
  8. শ্যামলী সিনেমা, ঢাকা
  9. স্টার সিনেপ্লেক্স, চট্টগ্রাম
  10. সিলভার স্ক্রিন, চট্টগ্রাম
  11. সুগন্ধা, চট্টগ্রাম
  12. স্টার সিনেপ্লেক্স, রাজশাহী
  13. গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, সিলেট
  14. সিনেস্কোপ, নারায়ণগঞ্জ
  15. রুটই সিনেক্লাব, সিরাজগঞ্জ
  16. মম ইন, বগুড়ার
  17. আনন্দ, কুলিয়ারচর
  18. বর্ষা, গাজীপুরের
  19. পূর্বাশা, সান্তাহার
  20. পূরবী, ময়মনসিংহ
  21. লিবার্টি ও শঙ্খ, খুলনা
  22. সত্যবতী, শেরপুর
  23. স্বপ্নীল সিনেপ্লেক্স, কুষ্টিয়া
  24. স্বাধীনতা কমপ্লেক্স, টাঙ্গাইল
  25. মধুমতী, ভৈরব
  26. রংধনু, নজিপুর
দেশ ছাডিয়ে ভারতসহ আরো কয়েকটি দেশে মুক্তি পেয়েছে সুরঙ্গ সিনেমাটি। দর্শকদের হলমুখী করতে সফল হয়েছে সুরঙ্গ সিনেমা।  সর্বশেষ হাওয়া সিনেমার পর সুরঙ্গ এবং সাকিব খান অভীনিত প্রিয়তমা সিনেমা একসাথে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। 

সুড়ঙ্গ মুভির কাহিনী সারসংক্ষেপ

মুভির শুরুতে দেখা যায় তমা মির্জাকে প্রথম দেখাতেই আফরান নিশোর ভাললেগে যায়, এরপর স্বল্প দিনের প্রেম তারপর বিয়ে। কিন্তু সংসারে বেশি দিন সুখ টিকলোনা।

স্ত্রীর নানা রকম আবদার মিটাতে গিয়ে আফরান নিশো ঋণগ্রস্থ হয়ে পরে। তাই শেষ পর্যন্ত স্ত্রীর জোরাজুরিতে পারি জমান বিদেশে, বেশি টাকা ইনকামের আশায়। কিন্তু বিদেশ থেকে যে টাকা পাঠাতেন তাতে স্ত্রীর মন খুশি হতোনা। ফলস্বরুপ নিশোর এক বন্ধুর সাথে পালিয়ে যায় স্ত্রী। খবর পেয়ে দেশে ফিরলে জানতে পারে, পুরো গ্রাম জুরে তার নাম ভাঙিয়ে বউ অনেক টাকা নিয়ে গেছে। উপায় না পেয়ে ভিটে বাড়ি বিক্রি করে পাড়ি জমান ঢাকায় একটি ফ্যাক্টরিতে। মূলত এরপরি শুরু হয় সুড়ঙ্গ মুভির আসল টুইস্ট। জানতে হলে দেখে নিন মুভিটি। কারণ পুরো কাহীনি বলে দিলে মুভির মজা পুরোপুরি পাবেননা। এজন্য আপনার নিকটস্থ হলে গিয়ে দেখে নিন সুড়ঙ্গ মুভির শো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement