ক্যাটাফস ইনজেকশন এর কাজ কি? ইনজেকশন দেওয়ার নিয়ম ও দাম কত?

ক্যাটাফস ইনজেকশন একটি ভিটামিন জাতীয় ঔষধ। ১০০ মিলি এবং ৩০ মিলি সাইজের ভায়ালে বাজারজাত করে থাকে বিউটাফসফান ও সায়ানোকোবালামিন গ্রুপের রেনেটা কম্পানি। অনেকে ধারণা করেন পশুর মাংস বৃদ্ধি বা ফোলাতে ক্যাটাফস ব্যাবহৃত হয়, এটি সম্পূর্ণ ভূল ধারণা। মূলত পশু যে খাবারগুলো খেয়ে থাকে সেই খাবারের মধ্যে যে পুষ্টি উপাদান থাকে সেগুলোকে পশুর শরীরে লাগানোর কাজ করে থাকে ক্যাটাফস ইনজেকশন।

ক্যাটাফস ইনজেকশন এর কাজ
চিত্র: ক্যাটাফস ইনজেকশন [১০০ মি.লি.]

ক্যাটাফস ইনজেকশন এর কাজ

  • ক্যাটাফস ইনজেকশন নিয়মিত প্রয়োগ করলে গরু, মহিষ, ছাগল, কুকুরসহ প্রভৃতির খাবারের প্রতি রুচি অনেক বাড়বে।
  • পশুকে খাবার হজমে সাহায্য করে।
  • গরু ছাগলকে যে খাবারি দেননা কেন, সে খাবারের পুষ্টিগুণ পুরোপুরি আহরণ করতে কাজ করে, মূলত এটিই ক্যাটাফস ইনজেকশনের মূল কাজ।
  • গাভীকে প্রদান করলে স্বাভাবিকভাবেই দুধ উৎপাদন বৃদ্ধি পাবে, কারণ গাভীর গ্রহণকৃত খাবার থেকে পুষ্টি ঠিকভাবে পাবে ক্যাটাফসের কারণে।
  • দীর্ঘ মেয়াদে ব্যাবহার করলে সুস্থ ও সুঠাম দেহের অধীকারী হবে গবাদী পশু।
  • ক্যাটাফস সরাসরি ওজন বৃদ্ধি বা মাংস বৃদ্ধিকারী ইনজেকশন না, তবে পরোক্ষভাবে মাংস বৃদ্ধিতে সাহায্য করে।
  • প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
  • পোল্টি খামারে মুরগির দৈহিক গঠনে সঠিকভাবে পুষ্টি পেতে সরাসরি কাজ করে।
  • মুরগির ডিমের পুষ্টিমান বাড়ায়।
  • গরু, মহিষ, ছাগল, কুকুরসহ সকল প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ক্যাটাফস ইনজেকশন

ইনজেকশন দেওয়ার নিয়ম

ক্যাটাফস ইনজেকশন দেওয়ার পূর্বে অবশ্যই গবাদী পশুকে কৃমিমুক্ত করে নিতে হবে। তারপর নিম্নোক্ত নিয়মে ইনজেকশন দিবেন।

  • ছোট গরু, বাছুর, গাভী, ষাঁড়সহ সকল গবাদী পশুকে ক্যাটাফস ইনজেকশন দিতে পারবেন।
  • বড় গরুর ক্ষেত্রে, অল্প সময়ের মধ্যে স্বাস্থ্যবান করতে ৭ দিন অন্তর অন্তর দিতে পারবেন।
  • যদি দীর্ঘমেয়াদে পশু পালন করেন, তবে ১৫ দিন অথবা ৩০ দিন পরপর ক্যাটাফস ইনজেকশন প্রয়োগ করবেন। মূলত ১৫/৩০ দিন পরপর ব্যাবহারে পশুর শরীরে খুব ভালভাবে কাজ করে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়না।
  • সকাল, দুপুর, রাত যেকোনো সময়েই এই ইনজেকশন দেয়া যায়। তবে অবশ্যই খালি পেটে থাকা অবস্থায় দিবেননা।
  • সবচেয়ে ভালো হবে পশুর দানাদার খাবার খাওয়ার পরে দিলে। উদাহরণস্বরুপ বিকাল ৪/৫ টার সময় যদি দানাদার খাবার গ্রহণ করে, তাহলে ৭/৮ টার দিকে ক্যাটাফস ইনজেকশন দিবেন, তাহলে সঠিকভাবে কাজ করবে, কারণ রাতে গরু দীর্ঘ বিশ্রামে থাকবে, জাবর কাটবে এবং ইনজেকশন পুরো শরীরে সহজেই ছড়িয়ে পড়া ও কাজ করা সহজ হবে।
  • গরুর আশপাশে যদি কোনো মাইক বা অন্য কোনো শব্দ থাকে তাহলে অপেক্ষা করতে হবে। কোলাহল বা উচ্চ শব্দের মধ্যে দিলে ক্যাটাফস বা অন্য যেকোন ভিটামিন জাতীয় ইনজেকশন সঠিকভাবে কাজ করেনা। মূলত একারণেই সন্ধ্যার পরে দিতে বলা হয়ে থাকে, কারণ রাতে কোলাহল থাকেনা এবং গরু ঘুম/ বিশ্রামে থাকে।

ক্যাটাফস ইনজেকশনের ব্যাবহারবিধি ও মাত্রা

ক্যাটাফস ইনজেকশনের ডোজ

ক্যাটাফস ইনজেকশনের ডোজ কতটুকু হবে তা নির্ভর করবে পশুর সাইজ, ওজন ও বয়সের উপর। একারণে ইনজেকশন কেনার পূর্বে একজন রেজিস্টার্ড প্রাণি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। সাধারণত নিম্নোক্ত হিসাব অনুযায়ী একজন চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন।

  • গবাদী পশুর চামড়ার নিচে, মাংশে এবং শীরাতেও দিতে পারবেন। তবে গরু, মহিষের ক্ষেত্রে গভীর মাংশ পেশিতে দেয়াই উত্তম হবে।
  • গরু বা মহিষে বা ঘোড়ার ওজন ১০০ কেজির নিচে হলে ৭ থেকে ১০ মিলি পরিমাণে দিতে পারবেন। তবে ওজন ১০০ কেজির উপরে হলে ১০ থেকে ২৫ মিলি পর্যন্ত দেয়া যাবে।
  • এক্ষেত্রে ওজন অনুসারে হিসাব করে নিতে পারেন, যেমন ১০০ কেজির জন্য ১০ মিলি, এর উপরে প্রতি ১০/১৫ কেজি প্রতি ১ মিলি হারে বাড়াতে পারবেন।
  • পোল্ট্রির ক্ষেত্রে প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে দিবেন।
  • উপরোক্ত মাত্রা নিরাপদ সীমা হিসেবে বলা হয়েছে। একজন রেজিস্টার্ড প্রাণি চিকিৎসকের পরামর্শে মাত্রা/ ডোজের পরিমাণ বাড়াতে পারবেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন এবং উত্তর

ক্যাটাফস ইনজেকশন এর দাম কত?

ক্যাটাফস ইনজেকশন ৩০ মি.লি এর দাম ১২৫ টাকা এবং ১০০ মি.লি এর দাম ৪০০ টাকা।

ক্যাটাফস ইনজেকশন দিলে কি গরু মোটা তাজা হয়?

ক্যাটাফস ইনজেকশন কোনো মোটাতাজা করন ঔষধ নয়। তবে এটি মোটা করতে সাহায্য করে থাকে।

একবার ইনজেকশন দেওয়ার পর কতদিন পর্যন্ত ভালো থাকে?

ক্যাটাফস ইনজেকশন এর ভায়াল থেকে সিরিন্জ্ঞ দিয়ে ঔষধ নেয়ার পরেও কোনো সমস্যা হবেনা। প্যাকেটের গায়ে যে মেয়াদ দেয়া থাকবে সে পর্যন্ত ব্যাবহার করতে পারবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url