বাংলাদেশ এম্বাসি রিয়াদ | বাংলাদেশ দূতাবাস রিয়াদ

বাংলাদেশ এম্বাসি রিয়া
Photo Sourch: http://www.bangladeshembassy.org.sa/

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা: ৮০৩৯ দারীন স্ট্রিট, ডিপ্লোমেটিক কোয়ার্টার, রিয়াদ, সৌদি আরব
সৌদি আরব বাংলাদেশ দূতাবাস ফোন নাম্বার: ০১১৪১৯৫৩০০
বাংলাদেশ দূতাবাস রিয়াদ ওয়েবসাইট: http://www.bangladeshembassy.org.sa/

বাংলাদেশ দূতাবাস রিয়াদ ফোন নাম্বার:

  • কূটনৈতিক শাখা - ৮০০ ১০০ ০১২৪
  • শ্রম কল্যাণ শাখা - ৮০০ ১০০ ০১২৫
  • পাসপোর্ট ও ভিসা শাখা - ৮০০ ১০০ ০১২৬ [Toll Free]
  • ফ্যাক্স: ০১১-৪১৯৫১৭২
  • ইমেইল: [email protected]

বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর  দায়িত্বরত কর্মকর্তা ও তাদের কন্টাক্ট নাম্বার:

১. বাংলাদেশ দূতাবাস রিয়াদ এর এম্বাসিডর:
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বপন (বার)
ফোন: 011419 5661
ইমেইল: [email protected]

২. পাসপোর্ট এবং ভিসা শাখার সেক্রেটারি (P&V)
মো: জামিরুল ইসলাম
ফোন: ০১১৪১৯৫৩০০, ০১১৪৫৫৩১১৮

৩. সোনালি ব্যাংক এর রিপ্রেজেনটিভ
জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান
ফোন: ০১১৪১৯৫৩০০, ০১১৪১৯৬৯০০৯
ইমেইল: [email protected]

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে। বিশেষ করে বাংলাদেশি প্রবাসিদের বিভিন্নভাবে সাহায্য করা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে এই দুতাবাস। ফলে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশ আরও কাছাকাছি এসেছে। দূতাবাস বিশেষ করে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দিচ্ছে। রিয়াদে দূতাবাসের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হল রাজ্যে বসবাসকারী আমাদের সম্প্রদায়ের কল্যাণে কাজ করা এবং দেখাশোনা করা। এটি নিয়মিত বিভিন্ন সেবা প্রদানের জন্য দেশের বিভিন্ন স্থানে কনস্যুলার দল পাঠায়। প্রয়োজনে বাংলাদেশিদের আইনি সহায়তাও দিয়ে থাকে দূতাবাস। এছাড়াও, রিয়াদের দূতাবাস সহ-স্বীকৃত দেশ হিসাবে ইথিওপিয়া এবং সুদানের সাথে বাংলাদেশের সম্পর্ক দেখাশোনা করে। জেদ্দায় অবস্থিত অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্সে (ওআইসি) তে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি। দূতাবাসের পাঁচটি শাখা রয়েছে, যথা: কূটনৈতিক শাখা, ডিফেন্স শাখা, ইকোনমিক শাখা, লেবার ওয়েলফেয়ার শাখা, প্রেস শাখা এবং ব্যাংকিং শাখা।
8 Comments
  • Anonymous
    Anonymous May 9, 2023 at 8:12 AM

    আমরা অনেক হেলপ লাগবে কিবাভে পাবো

    • Admin
      Admin May 20, 2023 at 12:09 PM

      সরাসরি এম্বাসির কন্টাক নাম্বারে কল করে আপনার সমস্যা বা প্রয়োজন সম্পর্কে জানালে, আশাকরি আপনি হেল্প পাবেন।

  • Anonymous
    Anonymous June 1, 2023 at 3:36 PM

    আসসালামু আলাইকুম হেল্প চাই।

    • Admin
      Admin June 3, 2023 at 10:12 AM

      অআলাইকুমুসসালাম, কি হেল্প চাচ্চেছ বলুন...

  • Anonymous
    Anonymous June 7, 2023 at 3:34 AM

    আমি আইট পাসে যেতে চাই। আমার ইকামা লাল। আমার পাসপোর্ট হারিয়ে গেছে। গত ৯/৫/২৩ তারিখে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছি। এখন কি আউটপাসের জন্য আবেদন করতে পারবো?

    • Admin
      Admin June 7, 2023 at 9:17 AM

      ইকামা বিভিন্ন কারণে লাল হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, ইকামা লাল হলে নানা রকম সমস্যা দেখা দেয়, তাই এ বিষয়ে পূর্ণ তথ্য না জেনে সঠিক উত্তর দেয়া সম্ভব হচ্ছেনা। আপনি সরাসরি এম্বাসির হটলাইনে অফিস টাইমে কথা বলে সাহায্য পেতে পারেন।

  • Anonymous
    Anonymous June 8, 2023 at 2:32 AM

    ভাই আমাকে একটু তথ্য দিয়ে হেল্প করুন। আমি বাথা পাসপোর্ট অফিসে নুতুন পাসপোর্টের জন্য আবেদন করেছি প্রায় দুই মাস কতদিনের মধ্যে পাসপোর্ট পেতে পারি কারন আমার ব্যাক্তি গত সমস্যার কারনে যেতে হবে তাই প্লিজ একটু জানালে উপকৃত হবো

    • Admin
      Admin June 8, 2023 at 11:57 PM

      সর্বোচ্চ তিন মাস সময় লেগে থাকে। যদি ৩ মাসের মধ্যে না পান, তাহলে যে অফিস থেকে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, সেখানে ফোনে বা সরাসরি যোগাযোগ করবেন। বিশেষ কিছু ক্ষেত্রে বা আপনার যাবতীয় তথ্যে/ কাগজপত্রের জটিলতার কারণে পাসপোর্ট প্রস্তুত করতে সমস্যা হতে পারে, এমন কোনো ঘটনা/ সমস্যা হয়েছে কিনা নিশ্চিত হতে অনতিবিলম্বে আপনার আবেদনকৃত অফিসে যোগাযোগ করুন এবং জিঙ্গাসা করুন কবে নাগাত পাসপোর্ট হাতে পাবেন।

Add Comment
comment url