সাম্পারি রিসোর্ট - Sampari Resort
সাম্পারি রিসোর্ট - Sampari Resort Sajek
ঠিকানা: রুইলুই, সাজেক, রাঙ্গামাটি, বাংলাদেশ
মোবাইল: 01849-889055,
01835-538083,
01869-157666
বুকিং প্রতিদিন সকাল ১১:০০ - রাত ১০:০০
সাজেকের মনোমুগ্ধকর প্রকৃতি সারা বছর উপভোগ্য হলেও বর্ষাকালে তার পরিপূর্ণ রূপ ফুটে উঠে। শীতের দীর্ঘ শুষ্ক মৌসুম শেষে সাজেক যাবার জন্য সবাই অপেক্ষায় থাকে। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে সাজেকের পাহাড়গুলো তাদের আসল রূপ দেখাতে শুরু করেছে। শীতের রুক্ষতা কাটিয়ে বসন্ত বর্ষায় পাহাড়গুলো আবার সবুজ হয়ে উঠে নতুন পাতায়। অন্যদিকে সূর্য সারাক্ষণ মেঘের সাথে লুকোচুরি খেল। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তবে আপনি ঘন্টার পর ঘন্টা বসে এই দৃশ্য উপভোগ করতে পারবেন। রিসোর্টের ভেতরে বসেই প্রকৃতি দেখার ব্যবস্থা রয়েছে সাম্পারি রিসোর্টে।
চমৎকার জায়গা যা আপনি প্রাকৃতিক পরিবেশের সাথে থাকতে চান এমন সবকিছু পূরণ করে। সাজেক ভ্যালির অন্যতম সেরা রিসোর্ট "সাম্পারি রিসোর্ট"।
সাম্পারি হল একটি মধ্য-পরিসরের পরিবার-বান্ধব ইকো-রিসোর্ট
যা কাঠ, বাঁশ এবং টিনের তৈরি, পাহাড়ী-পর্বত রাজ্যের রুইলুই জেলার প্রধান পর্যটন এলাকা সাজেকের একটি শান্ত পাহাড়ি পরিবেশে বিশাল জমির উপর নির্মিত।
সূর্য, বৃষ্টি, মেঘ এবং ছায়া নামে চারটি দম্পতি কটেজ
খুম্পুই এবং খুমতাই নামে দুটি দুই কক্ষের কটেজ এবং
একই কম্পাউন্ডের মধ্যে চুমুই নামে একটি তিন কক্ষের বন্ধু এবং পারিবারিক কটেজ নিয়ে গঠিত।
সম্পারি রিসোর্টের দাম - Sampari Resort Price:
রোদ, বৃষ্টি, মেঘ এবং ছায়া নামে ৪টি দম্পতি কটেজ (১টি বিছানায় ২ ব্যক্তি)
- কাজের দিন (Working Day): ৩,০০০ টাকা এবং
- ছুটির দিন (Holiday): ৩,৫০০ টাকা।
সরাসরি বুকিংয়ের জন্য: 01822 909621
কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন।