পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এ সিভিল ডিপ্লোমা নিয়োগ (Last Date: 05/12/20)

মূল সারকুলারটি প্রকাশিত হয় (২০/১১/২০ ইং) "প্রথম অলো" পত্রিকায়

িপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) কর্তৃক বাস্তবায়িত কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে Strengthening Household Ability to Respond to Development Opportunities (SHOUHARDO-III) কর্মসূচির আওতায় নেত্রকোনা ও কিশােরগঞ্জ জেলার অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলি, কলমাকান্দা, খালিয়াজুরি ও মদন উপজেলায় প্রত্যন্ত গ্রামে/ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে অত্র অঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্র জনগােষ্ঠীর সাথে কাজ করতে প্রতিশ্রুতিশীল আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও ইনফ্রাস্ট্রাকচার এন্ড এনভারনমেন্টাল অফিসার। বেতনঃ ২৭,৪০০/-। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সংশ্লিষ্ট কাজে ৩-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী প্রতিষ্ঠান ও কমিউনিটির সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পদের নামঃ ফিল্ড ট্রেইনার। বেতনঃ ১৫,৮৫৩/-। শিক্ষাগত যােগ্যতা| পদের নাম ও নাইট গার্ড। বেতনঃ ১১,৪২২/-। শিক্ষাগত ও অভিজ্ঞতা ঃ স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে ২/৩ বছরের অভিজ্ঞতা। | যােগ্যতা ঃ ন্যূনতম অষ্টম শ্রেনী পাস। আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙ্গিন ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবী, মােবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত মােবাইলনম্বরসহ আবেদনপত্র আগামী ০৫/১২/২০২০ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযােগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। ইমেইলেও আবেদন পাঠাতে পারেন: [email protected]. শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের নিয়ােগ পরীক্ষা গ্রহন করা হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ WWW.popibd.org.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url