পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এ সিভিল ডিপ্লোমা নিয়োগ (Last Date: 05/12/20)

মূল সারকুলারটি প্রকাশিত হয় (২০/১১/২০ ইং) "প্রথম অলো" পত্রিকায়

িপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) কর্তৃক বাস্তবায়িত কেয়ার বাংলাদেশ এর অর্থায়নে Strengthening Household Ability to Respond to Development Opportunities (SHOUHARDO-III) কর্মসূচির আওতায় নেত্রকোনা ও কিশােরগঞ্জ জেলার অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলি, কলমাকান্দা, খালিয়াজুরি ও মদন উপজেলায় প্রত্যন্ত গ্রামে/ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে অত্র অঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্র জনগােষ্ঠীর সাথে কাজ করতে প্রতিশ্রুতিশীল আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদসমূহের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও ইনফ্রাস্ট্রাকচার এন্ড এনভারনমেন্টাল অফিসার। বেতনঃ ২৭,৪০০/-। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সংশ্লিষ্ট কাজে ৩-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারী প্রতিষ্ঠান ও কমিউনিটির সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পদের নামঃ ফিল্ড ট্রেইনার। বেতনঃ ১৫,৮৫৩/-। শিক্ষাগত যােগ্যতা| পদের নাম ও নাইট গার্ড। বেতনঃ ১১,৪২২/-। শিক্ষাগত ও অভিজ্ঞতা ঃ স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে ২/৩ বছরের অভিজ্ঞতা। | যােগ্যতা ঃ ন্যূনতম অষ্টম শ্রেনী পাস। আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙ্গিন ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, পেশা, পদবী, মােবাইল নম্বর এবং আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্তান্ত মােবাইলনম্বরসহ আবেদনপত্র আগামী ০৫/১২/২০২০ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় ডাকযােগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। ইমেইলেও আবেদন পাঠাতে পারেন: [email protected]. শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের নিয়ােগ পরীক্ষা গ্রহন করা হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুনঃ WWW.popibd.org.
No Comment
Add Comment
comment url