একটি প্রতিষ্ঠিত সিরামিক শিল্প প্রতিষ্ঠানে নিয়ােগ বিজ্ঞপ্তি (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল)
আবেদন শুরু: | ২১/১১/২০ ইং |
আবেদন শেষ: | ৩০ /১১/ ২০ ইং |
পদ সংখ্যা : | ডিপ্লোমা = ০৬ টেকনিক্যাল = ০২ |
ডিপ্লোমা | সেকশন ইচার্জ/ সিনিয়র সুপারভাইজার (মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল) |
টেকনিক্যাল | মেকানিক্যাল ফিটার |
অভিজ্ঞতা : | লাগবে |
আবেদন পক্রিয়া: ডাকে বা সরাসরি হাতে হাতে সার্কুলারে দেয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের ঠিকানা:
মহাব্যবস্থাপক- স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিঃ পােঃ জাতীয় বিশ্ববিদ্যালয়, ছয়দানা (মালেকের বাড়ী),
থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর।
মূল সারকুলারটি প্রকাশিত হয় (২১/১১/২০ ইং) প্রথম আলো পত্রিকায়
একটি প্রতিষ্ঠিত সিরামিক শিল্প প্রতিষ্ঠানে নিম্নলিখিত পদে চুক্তিভিত্তিক | লােক নিয়ােগ করা হইবে। আগ্রহী প্রার্থীদিগকে বায়ােডাটা, দুই কপি ছবি, শিক্ষাগত যােগ্যতার সার্টিফিকেটের কপি ও অন্যান্য কাগজ পত্র সহ এই বিজ্ঞপ্তি প্রকাশের ১০ (দশ) দিনের মধ্যে নিস্বাক্ষরকারীর বরাবরে দরখাস্ত করার জন্য অনুরােধ করা যাইতেছে। পদের নাম | শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা মাসিক বেতন এক্সিকিউটিভ | মাস্টার্স ডিগ্রি পাশ সহ সেলস এন্ড | | আলােচনা সে এন্ড মার্কেটিং কাজে ৭-৮ বৎসরের অভিজ্ঞতা | সাপেক্ষে মার্কেটিং থাকতে হবে। কর্মস্থল-ঢাকায়। প্রােডাকশন। | এম.এসসি (রসায়ন/পদার্থ বিজ্ঞান) এমকম/ | আলােচনা অফিসার এমবিএস বিএসসি। সিরামিক কারখানায় | সাপেক্ষে জিগার সেকশনের কাজে ৮ বত্সরের অভিজ্ঞতা থাকিতে হইবে। সহকারী। এমএসসি (রসায়ন/পদার্থ বিজ্ঞান) এমকম/ | আলােচনা প্রােডাকশন। এমবিঞস/বিএসসি। ব্রিমিক কারখানায় জিগার | সাপেক্ষে অফিসার / সিলেকশন ও ডেকোরেশন সেকশনের কাজে -২জন। | ৩ বত্সরের অভিজ্ঞতা থাকিতে হইবে। সেকশন ইচার্জ/ | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যার/ রািমিক আলােচনা। সিনিয়র। | / ইলেক্ট্রিক) মাস্টার্স/ গ্রাজুয়েট। স্লিামিক সাপেক্ষে সুপারভাইজার || কারখানায় সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতারে ৬জন অগ্রাধিকার দেওয়া হইবে। মেকানিক্যাল | অষ্টম/এসএসসি পাশ হ প্রিমিক কারখানায়। আলােচনা ফিটার- ২জন | বিভিন্ন মেশিনারীজ মেরামতে অভিজ্ঞ।