নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ডিপ্লোমা ইন্জিনিয়ার ও টেকনিশিয়ান নিয়োগ {Last Date: 15/11/20}


মূল সারকুলারটি প্রকাশিত হয় (১৩/১০/২০ ইং) দৈনিক জনকণ্ঠ, দৈনিক যুগান্তর পত্রিকায়

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর স্বত্তাধীন প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এ নিম্নের বর্ণনা মােতাবেক নিয়ােগের নিমিত্ত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রবেশনকালে কেবল উপরের ছকে ৩নং কলামে বর্ণিত হারে মাসিক মূল বেতন ও বিধি মােতাবেক উৎসব ভাতা এবং প্রকল্প সাইটে কর্মকালীন মূল বেতনের ৪০% হারে প্রকল্প ভাতা অথবা প্রযােজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। ৪. এনপিসিবিএল-এর নিয়মিত চাকুরিতে নিয়ােগের পর উপরের ছকে ৩নং কলামে বর্ণিত মূল বেতন ও পারিবারিক আবাসন সুবিধা (অথবা পারিবারিক আবাসন সুবিধা না দিতে পারলে মূল বেতনের ৪০%-৬০% হারে বাড়িভাড়া ভাতা) এবং প্রযােজ্যতা অনুসারে মূল বেতনের ৪০% হারে প্রকল্প ভাতা । বিদ্যুৎ কেন্দ্র ভাতা, ছুটি নগদায়ন, যৌথ বীমা, কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি সহ অন্যান্য প্রান্তিক সুবিধাদি এনপিসিবিএল-এর বিধিমালা ও নীতিমালা অনুসারে প্রদান করা হবে। ৫. যযাগদানকারীকে তার যােগদানের সময় এ মর্মে অঙ্গীকার নামা (Surety Bond) দাখিল করতে হবে যে, তিনি এনপিসিবিএল-এ যােগদানের তারিখ থেকে কমপক্ষে ১০ (দশ) বছর চাকুরি করবেন এবং যদি এনপিসিবিএল-এ ১০ (দশ) বছর চাকুরি সমাপ্তির পূর্বে স্বেচ্ছায় এনপিসিবিএল ত্যাগ করেন তবে তিনি এনপিসিবিএল, সরকার বা অন্য যে-কোন কর্তৃপক্ষ কর্তৃক তার জন্য ব্যয়কৃত সমুদয় অর্থ পরিশােধ করতে বাধ্য থাকবেন। শুধু আবেদন ও নির্বাচন পদ্ধতি : ১. আগ্রহী প্রার্থীকে “Online Application Form” এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রয়ােজনীয় তথ্য সহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি ও স্বাক্ষর আপলােড করতে হবে। ২২.১০.২০২০ তারিখ থেকে ১৫.১১.২০২০ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। http://npcbl.teletalk.com.bd footati "Online Application Form" STT TICI | ২. প্রার্থীকে অনলাইনে আবেদন দাখিলের পূর্বের যে-কোন তারিখে “আবেদনের বিষয়ে নিয়ােগকর্তা কর্তৃক ইস্যুকৃত অনাপত্তিপত্র (NOC)” সংগ্রহ করতে হবে যা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url