বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিশিয়ান, ড্রাফটসম্যান, অপারেটর পদে নিয়োগ { Last Date: 30/11/12}

মূল সারকুলারটি প্রকাশিত হয় (১০/১১/২০ ইং) দৈনিক ইত্তেফাক পত্রিকায়
এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস/বিভাগের নিম্নবর্ণিত পদসমূহ পূরণের নিমিত্তে যােগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহবান করা যাইতেছে। বর্ণিত পদের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ/ শ্রেণী গ্রহণযোগ্য নয়। “অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যে কোন | একটি স্তরে শিক্ষাগত যােগ্যতা (বিভাগ/ শ্রেণী) শিথিলযােগ্য। সকল পদের জন্য প্রযােজ্য ৪ বাংলায় নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যােগ্যতা, জাতীয়তা, অভিজ্ঞতা, জন্ম তারিখ ও মােবাইল নম্বর ইত্যাদি উল্লেখ পূর্বক ভােটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদসহ সকল প্রকার সনদপত্রের সত্যায়িত কপি ও সদ্য তােলা পাসপাের্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবিসহ কম্পিউটারে মুদ্রিত দরখাস্ত রেজিস্ট্রার -এর বরাবরে পৌছাইতে হইবে। প্রার্থীত পদের নাম, অফিস বিভাগের নাম আবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করিতে হইবে। কম্পট্রোলার, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে প্রতিটি পদে ১ নং পদ হইতে ৭ নং ক্রমিকের পদের জন্য ৩০০/- (তিনশত) টাকার এবং ৮ হইতে ৯ নং ক্রমিকের পদের জন্য ১৫০/-(একশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট পেৰ্ডার (ঢাকা মহানগরীর যে কোন বাণিজ্যিক ব্যাংকের শাখার উপর জারীকৃত) অথবা কম্পট্রোলার অফিসের সাথে যােগাযােগ করিয়া হিসাব শাখা কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সােনালী ব্যাংক, বুয়েট শাখায় নগদ অর্থ জমা প্রদান পূর্বক রশিদের অংশ দরখাস্তের সহিত জমা দিতে হইবে। পােষ্টাল অর্ডার গ্রহণযােগ্য নয়। কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া গ্রহণ বাতিল পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়ােগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে। চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে। বিস্তারিত তথ্যের জন্য বুয়েট ওয়েব সাইটে (www.buet.ac.bd/regoffice) দেখা যাইতে পারে অথবা বুয়েটের নােটিশ বাের্ডে খোঁজ নেওয়া যাইতে পারে।