চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ইলেক্ট্রিক্যাল(BSC), মেকানিক্যাল ও পাওয়ার (diploma) নিয়োগ { Last Date : 12/12/20 }


মূল সারকুলারটি প্রকাশিত হয় (০৭/১১/২০ ইং) দৈনিক ইত্তেফাক পত্রিকায়

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিম্মলিখিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করছে। অন-লাইনে আবেদন ফরম পূরণের শর্তাবলীঃ আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েব সাইট jobscpa.org তে অন-লাইন চাকুরীর আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবেঃ অন-লাইন আবেদন ফর্মের নির্ধারিত স্থানে প্রার্থীর ৩০০ x ৩০০ রেজুলেশনে সর্বোচ্চ ২৫ কিলােবাইটের jpg/jpeg ফরমেটে সদ্য। | তােলা রঙিন ছবি এবং ৩০০ x ৮০ সাইজের স্বাক্ষর আপলােড করতে হবে; অন-লাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে রেজিষ্ট্রেশন নম্বর সম্বলিত তাঁর আবেদনের একাধিক প্রিন্ট কপি (হার্ড কপি) ও একই রেজিষ্ট্রেশন নম্বর সম্বলিত সােনালী ব্যাংকের সােনালী সেবার পে-শ্লীপ ডাউনলােড করে প্রিন্ট নিতে হবে। সােনালী ব্যাংকের যে কোন শাখায় (পাের্ট শাখা, চট্টগ্রাম ব্যতিত) উক্ত পে-শ্লীপ দিয়ে নিয়ােগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অংকের ফি ও ব্যাংক চার্জ পরিশােধ করতে হবে (ব্যাংক ড্রাফট/পে-অডার/ডিটি গ্রহণযােগ্য নয়) এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। নিয়ােগ পরীক্ষার ফি ২০০/- (দুইশত) টাকা ; আবেদনকারী প্রার্থীদেরকে অন-লাইন আবেদনের কপির সাথে, বয়স ও শিক্ষাগত যােগ্যতার প্রমাণ স্বরূপ সকল সনদ, ট্রান্সক্রিপ্ট/মার্কসশীট, জাতীয়তা সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রযােজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রভৃতির সত্যায়িত কপি সংযুক্ত করে আবেদনের ১৫(পনের) দিনের মধ্যে পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর, চট্টগ্রাম বরাবরে প্রেরণ করতে হবে। অবশ্যই খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে; কর্তৃপক্ষ কোন প্রার্থীর আবেদন কোন কারণ দর্শানাে ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নিয়ােগের ক্ষেত্রে চবক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে; প্রার্থীদের অনলাইনে আবেদনের কপি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে, প্রার্থী যে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনের যােগ্য হবেন, সে পরীক্ষার ফলাফল অবশ্যই আবেদন গ্রহণের শেষ তারিখের পূর্বে | প্রকাশিত হতে হবে। ৮। নিয়ােগের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হবে। অন-লাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে কোন সমস্যার সম্মুখীন হলে [email protected] ই-মেইল ঠিকানায় সমস্যাটির বিষয়ে যােগাযােগ করা যাবে; বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে; ১১। বীর মুক্তিযােদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের আবেদনের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বীর মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যাদের (নাতি নাতনি) ক্ষেত্রে বয়সের উধ্বসীমা ৩০ বছর; ১২। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল/সংশােধন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ১৩। অন লাইনে আবেদন গ্রহণ শুরুর সময় ১২/১১/২০২০ খ্রিঃ সকাল ১০-০০ টা; ১৪। অন লাইনে আবেদন গ্রহণের শেষ সময়ঃ ১২/১২/২০২০ খ্রিঃ রাত ১২-০০ টা পর্যন্ত ১৫। সােনালী ব্যাংক লিঃ এ ফি জমাদানের শেষ তারিখ-১৪/১২/২০২০ খ্রিঃ; ১৬। নিয়ােগ সংক্রান্ত তথ্যের জন্য কল সেন্টার ১৬৫৬৩ নম্বরে অফিস চলাকালীন সময়ে যােগাযােগ করা যাবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url