পদের নাম: | জুনিঃ ড্রেজ মাষ্টার/ ইঞ্জিনিয়ার |
আবেদন শুরুর তারিখ: | ০৭/০৯/২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ৩০ /০৯/২০ ইং |
মোট পদ সংখ্যা: | ১৬ টি |
যোগ্যতা: | Diploma in Engineering- Marine/ Electrical/ Mechanical অথবা, B.Sc. in - Marine/ Electrical/ Mechanical |
অভিজ্ঞতা: | প্রয়ােজন নাই |
বেতন: | ফটোতে দেখুন |
আবেদন ফী: | লাগবেনা |

সরাসরি অথবা ডাকযােগে অথবা ইমেইল এর মাধ্যমে প্রয়ােজনীয় কাগজপত্রসহ (জীবন বৃত্তান্ত, ২ কপি সদ্য তােলা পাসপাের্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদপত্র, শিক্ষাগতযােগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি) পদের নাম উল্লেখপূর্বক মানবসম্পদ বিভাগ বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাঃ লিঃ টিসিবি ভবন, ১১ তলা,
কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
Email: recruitment@weplbd.com
মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (০৭/০৯/২০ ইং) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়
শর্তাবলীঃ
- বাছাইকৃত প্রার্থীদেরকে মােবাইল ফোনের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য জানানাে হবে বিধায় আবেদন পত্রে ২টি সচল মােবাইল নম্বর দিতে হবে।
- লিখিত ও মৌখিক পরীক্ষার পর বাছাইকৃত প্রার্থীদের অত্র প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ০৮ সপ্তাহের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের সময় ঢাকায় অবস্থানকালে শুধু দুপুরের খাবার প্রতিষ্ঠান কর্তৃক প্রদান করা হবে এবং অন্যান্য ব্যয়ভার প্রার্থী নিজে বহন করবেন। উল্লেখ্য যে, শিক্ষানবিসকালে প্রকল্প সাইটে অবস্থানকালীন থাকা-খাওয়া প্রতিষ্ঠান কর্তৃক প্রদান করা হবে।
- চুড়ান্ত নিয়ােগ প্রাপ্ত প্রার্থীগণকে নিরাপত্তা জামানত বাবদ নূ্যনতম জুনিঃ ড্রেজ মাষ্টার পদের জন্য ১,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা এবং জুনিঃ ড্রেজার ইঞ্জিনিয়ার পদের জন্য ১,০০,০০০/(এক লক্ষ) টাকা অত্র প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে যা চাকুরীর মেয়াদ ন্যনতম ৫ (পাঁচ) বছর পূর্তি পরবর্তীতে নির্ধারিত ব্যাংক সুদ সহ ফেরত প্রদান করা হবে।
- উত্তীর্ণ প্রার্থীদের ন্যূনতম ৫ (পাঁচ) বছরের চাকুরীর জন্য ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হতে হবে।
