বসুন্ধরা গ্রুপে নিয়োগ টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল), সার্ভে সুপারভাইজার, ফিল্ড সুপারভাইজার, (Last Date: 24/11/20)
মূল সারকুলারটি প্রকাশিত হয় (১৮/১১/২০ ইং) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়
দেশ ও মানুষের কল্যাণে (সরাসরি সাক্ষাৎকার) বসুন্ধরা গ্রুপের অধীনস্থ নির্মাণাধীন প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ষ্টিল ইন্ডাষ্ট্রিজ লি:” -এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছুসংখ্যক যােগ্যতাসম্পন্ন লােক নিয়ােগ করা হবে: পদের নাম | শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা। সাক্ষাৎকারের স্থান ও তারিখ। সার্ভে সুপারভাইজার ন্যূনতম এইচ.এস.সি/স্নাতক পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে সিভিল/নির্মাণ বিভাগে সার্ভে। রােকেয়া ভবন (সিভিল) | কাজে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (আমিনুল হক সওদাগরের বাড়ি) ফিল্ড সুপারভাইজার ন্যূনতম এইচ.এস.সি/স্নাতক পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে সিভিল/নির্মাণ কাজের | মীরসরাই ফরেস্ট অফিসের পাশে, (সিভিল) তদারকিতে কমপক্ষে ৭ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। | বাদামতলী, মীরসরাই পৌরসভা, টেকনিশিয়ান। | ন্যূনতম এস.এস.সি/ভােকেশনাল/ট্রেড কোর্স পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে মেকানিক্যাল মীরসরাই, চট্টগ্রাম। | (মেকানিক্যাল) | টেকনিশিয়ান হিসেবে কমপক্ষে ৫ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারিখ: ২৩/১১/২০২০ ইং টেকনিশিয়ান | ন্যূনতম এস.এস.সি/ভােকেশনাল/ট্রেড কোর্স পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল (ইলেকট্রিক্যাল) | টেকনিশিয়ান হিসেবে কমপক্ষে ৫ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রােজ সােমবার ষ্টোর কিপার | ন্যনতম এইচ.এস.সি/স্নাতক পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে ষ্টোর কিপার হিসেবে কমপক্ষে | রােকেয়া ভবন। ৩ থেকে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (আমিনুল হক সওদাগরের বাড়ি) ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কমপক্ষে ৩ থেকে | মীরসরাই ফরেস্ট অফিসের পাশে, পিয়ন | ৪ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাদামতলী, মীরসরাই পৌরসভা, নূ্যনতম অষ্টম শ্রেণী পাশ। প্রার্থীকে যে কোন প্রতিষ্ঠানে কুক হিসেবে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের মীরসরাই, চট্টগ্রাম। কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারিখ: ২৪/১১/২০২০ ইং ক্লিনার ন্যনতম অষ্টম শ্রেণী পাশ। প্রার্থীকে যে কোন প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের রােজ: মঙ্গলবার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উপরােল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরােধ করা যাচ্ছে। BASHUNDHARA MULTI STEEL INDUSTRIES LIMITED (উপরােল্লেখিত সকল পদের জন্য অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য)। BMSIL PAS