বসুন্ধরা গ্রুপে নিয়োগ টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল), সার্ভে সুপারভাইজার, ফিল্ড সুপারভাইজার, (Last Date: 24/11/20)


মূল সারকুলারটি প্রকাশিত হয় (১৮/১১/২০ ইং) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়

দেশ ও মানুষের কল্যাণে (সরাসরি সাক্ষাৎকার) বসুন্ধরা গ্রুপের অধীনস্থ নির্মাণাধীন প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি ষ্টিল ইন্ডাষ্ট্রিজ লি:” -এর জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছুসংখ্যক যােগ্যতাসম্পন্ন লােক নিয়ােগ করা হবে: পদের নাম | শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা। সাক্ষাৎকারের স্থান ও তারিখ। সার্ভে সুপারভাইজার ন্যূনতম এইচ.এস.সি/স্নাতক পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে সিভিল/নির্মাণ বিভাগে সার্ভে। রােকেয়া ভবন (সিভিল) | কাজে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (আমিনুল হক সওদাগরের বাড়ি) ফিল্ড সুপারভাইজার ন্যূনতম এইচ.এস.সি/স্নাতক পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে সিভিল/নির্মাণ কাজের | মীরসরাই ফরেস্ট অফিসের পাশে, (সিভিল) তদারকিতে কমপক্ষে ৭ থেকে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। | বাদামতলী, মীরসরাই পৌরসভা, টেকনিশিয়ান। | ন্যূনতম এস.এস.সি/ভােকেশনাল/ট্রেড কোর্স পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে মেকানিক্যাল মীরসরাই, চট্টগ্রাম। | (মেকানিক্যাল) | টেকনিশিয়ান হিসেবে কমপক্ষে ৫ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারিখ: ২৩/১১/২০২০ ইং টেকনিশিয়ান | ন্যূনতম এস.এস.সি/ভােকেশনাল/ট্রেড কোর্স পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল (ইলেকট্রিক্যাল) | টেকনিশিয়ান হিসেবে কমপক্ষে ৫ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রােজ সােমবার ষ্টোর কিপার | ন্যনতম এইচ.এস.সি/স্নাতক পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে ষ্টোর কিপার হিসেবে কমপক্ষে | রােকেয়া ভবন। ৩ থেকে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (আমিনুল হক সওদাগরের বাড়ি) ন্যূনতম এস.এস.সি/সমমান পাশ। প্রার্থীকে যে কোন শিল্প প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কমপক্ষে ৩ থেকে | মীরসরাই ফরেস্ট অফিসের পাশে, পিয়ন | ৪ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাদামতলী, মীরসরাই পৌরসভা, নূ্যনতম অষ্টম শ্রেণী পাশ। প্রার্থীকে যে কোন প্রতিষ্ঠানে কুক হিসেবে কমপক্ষে ৮ থেকে ১০ বছরের মীরসরাই, চট্টগ্রাম। কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারিখ: ২৪/১১/২০২০ ইং ক্লিনার ন্যনতম অষ্টম শ্রেণী পাশ। প্রার্থীকে যে কোন প্রতিষ্ঠানে ক্লিনার হিসেবে কমপক্ষে ৩ থেকে ৪ বছরের রােজ: মঙ্গলবার কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সহ উপরােল্লেখিত স্থান ও তারিখ অনুযায়ী সকাল ৯:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরােধ করা যাচ্ছে। BASHUNDHARA MULTI STEEL INDUSTRIES LIMITED (উপরােল্লেখিত সকল পদের জন্য অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য)। BMSIL PAS
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Advertisement