বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে নিয়োগ
BSC Engineering Post:
পদের নাম: | কমিশন সদস্য |
আবেদন শুরুর তারিখ: | ২৭ /০৮/২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ২০ /০৯/২০ (বিকাল ৫ টা পর্যন্ত) |
পদ সংখ্যা: | ০১ টি |
যোগ্যতা: | কেমিক্যাল, মেকানিক্যাল অথবা পেট্রোলিয়াম প্রকৌশলী |
অভিজ্ঞতা: | ১৫ বছরের লাগবে |
বেতন : | ৯৫,০০০/- ও অন্যান্য ভাতাদি |
আবেদন পক্রিয়া: ডাকযোগে বা সরাসরি হাতে হাতে
মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (২৮/০৮/২০ ইং) দৈনিক যুগান্তর পত্রিকায়
নিয়ােগ, কার্যকাল, বেতন, ভাতা, সুযােগ-সুবিধা ও অন্যান্য শর্ত :
- রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে উক্ত সদস্যগণ কমিশনের সার্বক্ষণিক কর্মকর্তা হবেন।
- প্রতি মাসে মূল বেতন বাবদ ৯৫,০০০/- টাকা, বাড়ি ভাড়া বাবদ ৫০,৬০০/- টাকা, নিজের ও পরিবারবর্গের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসা ব্যয় প্রাপ্য হবেন।
- নিয়ােগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৫ ও ২০১০ সালে সংশােধিত) দ্বারা নিয়ন্ত্রিত হবে।।
- নিযুক্তির পর সদস্য হিসেবে কার্যকাল, কার্যভার গ্রহণের তারিখ হতে ৩ (তিন) বৎসর হবে।
- সরকারি চাকরিতে নিয়ােজিত ব্যক্তিগণকে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে এবং উক্তরূপ নিয়ােগের জন্য নির্বাচিত হলে সরকারি চাকরির অবসান ঘটিয়ে উক্ত পদে যােগ দিতে হবে।
