বসুন্ধরা (LP) গ্রপে নিয়োগ ফোরম্যান/ মেকানিক/ জুনিয়র অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: | ফোরম্যান/ মেকানিক/ জুনিয়র অপারেটর |
আবেদন শুরুর তারিখ: | ২১/০৭/২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ২৭/০৭/ ২০ ইং (বিকাল ৫:৩০ টা পর্যন্ত) |
মোট পদ সংখ্যা: | ৪৩ টি |
যোগ্যতা: | সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডকোর্স |
অভিজ্ঞতা: | লাগবে |
বেতন : | আলোচনার মাধ্যমে |
আবেদন পক্রিয়া: ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি হাতে হাতে
মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (২১/০৭/২০ ইং) দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়
বসুন্ধরা এলপি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ: দেশে বেসরকারি খাতে বাণিজ্যিকভাবে প্রথম ১৯৯৯ সালে এলপিজি সরবরাহ শুরু করে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এখন এলপিজি বাজারের ২৫ শতাংশ মার্কেট শেয়ার অর্জন করে শীর্ষে অবস্থান করছে দেশের এই ব্যবসায়ী গ্রুপ।
পৃথিবীর বিভিন্ন দেশের ট্রেডারের মাধ্যমে এলপিজি কিনে থাকে বসুন্ধরা এলপি। বড় বড় জাহাজে করে এলপিজি নিয়ে এসে মোংলায় বসুন্ধরা গ্রুপের ভাসমান এলপিজি টার্মিনালে সরবরাহ করা হয়। সেখান থেকে ছয়টি আন্তর্জাতিক মানের জাহাজে করে মোংলা প্লান্টে আনা হয়। পাশাপাশি মোংলা এবং ঢাকা থেকে রোড ট্যাংকারের মাধ্যমে বগুড়া, চট্টগ্রাম ও সিলেটে স্যাটেলাইট প্লান্টে সরবরাহ করা হয়। বসুন্ধরা গ্রুপের রোড ট্যাংকার ৫০টির বেশি, যেটি অন্যান্য কম্পানির চেয়ে অনেক বেশি।