GeeBee গার্মেন্টসে বিভিন্ন সেকশনে টেকনিশিয়ান পদে নিয়োগ

 পদের নাম: টেকনিশিয়ান
 আবেদন শুরুর তারিখ: ২৯/০৭/২০ ইং
 আবেদনের শেষ তারিখ:০৪/০৮/ ২০ ইং
 মোট পদ সংখ্যা:অনির্দিষ্ট
 যোগ্যতা: সংশ্লিষ্ট সেকশনে টেকনিশিয়ান হিসাবে ২ বছরের কাজের অভিজ্ঞতা 
 অভিজ্ঞতা:২ বছরের লাগবে
 বেতন গ্রেড:অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ হবে
 আবেদন ফী :লাগবেনা

আবেদন পক্রিয়া:ডাকযোগে বা কুরিয়ারে বা সরাসরি হাতে হাতে
মূল সারকুলারটি প্রকাশিত হয় আজ (২৯/০৭/২০ ইং) The Daily Sun পত্রিকায়
GeeBee Limited একটি আমেরিকান মালিকানা ভিত্তিক গার্মেন্টস ফ্যাক্টরি। ১৮৯২ সালে প্রতিষ্ঠিত এই গার্মেন্টসটি GeeBee গ্রুপের একটি অঙ্গ-প্রতিষ্ঠান। এই গার্মেন্টস ফ্যাক্টরির সকল পণ্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। গার্মেন্টসটি দেশের A  ক্যাটাগরির এবং সর্বোচ্চ পর্যায়ের মধ্যে রয়েছে।


Next Post Previous Post