CPP Circuler 2020 for Diploma in Electrical/ Electronics and BSC in EEE & Mechanical
Diploma Engineering Post:
ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর পরিচিতি: নভেম্বর মাস, ১৯৭০ সালে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের পরে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুরোধক্রমে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (তৎকালীন লীগ অব রেডক্রস) বাংলাদেশের উপকূলীয় জনসাধারণের জান-মাল রক্ষার্থে ১৯৭২ সালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী প্রতিষ্ঠতা করে। এক বছর যেতে না যেতেই তারা (রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ) ১ লা জুলাই, ১৯৭৩ হতে মাঠ পর্যায়ে কর্মসূচী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। উপকূলীয় জনসাধারণ এবং কর্মসূচীর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকার এগিয়ে আসে এবং ১ লা জুলাই ১৯৭৩ হতে কর্মসুচীটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, শেখ মুজিবুর রহমান কর্তৃক কর্মসূচীটি অনুমোদিত হয়। ফলে ১৯৭৩ সালের ১লা জুলাই হতে ’ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী’ বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর একটি যৌথ কর্মসূচী হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ করে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে আসছে।
পদের নাম: | রেডিও টেকনিশিয়ান |
আবেদন শুরুর তারিখ: | ১৬/০৬/২০২০ ইং |
আবেদনের শেষ তারিখ: | ২৯/০৬/ ২০ ইং |
মোট পদ সংখ্যা: (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স) | ০৩টি |
যোগ্যতা: | ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং |
বেতন গ্রেড: | ১০ম (১৬০০০ - ৩৮৬৪০/-) |
আবেদন ফী : | ১০০টাকা (ব্যাংক ড্রাফ) |
BSC Engineering Post:
পদের নাম: | বেতার প্রকৌশলী/ আউট বোর্ড প্রকৌশলী |
আবেদন শুরুর তারিখ: | ১৬/০৬/ ২০ইং |
আবেদনের শেষ তারিখ: | ২৯/০৭/ ২০ইং |
মোট পদ সংখ্যা: | ০২টি |
ইলেক্ট্রিক্যাল (EEE) | ০১টি |
মেকানিক্যাল | ০১টি |
বেতন গ্রেড: | ৮ম (২২০০০ - ৫৫৪৭০/-) |
আবেদন ফী: | ২০০ টাকা (ব্যাংক ড্রাফ) |
আবেদন পক্রিয়া: শুধুমাত্র ডাক বা কুরিয়ারে।
সার্কুলারটি প্রকাশিত হয় দৈনিক যুগান্তর পত্রিকায় (১৬/০৬/২০ইং তারিখে)
মূল সারকুলার (pdf) Download Link
বি:দ্র: আমাদের BD Diploma ফেজবুক পেজে এবং BD Diploma Student's Group এ সার্কুলারটি প্রকাশ হবার পর থেকে বেশ কিছু user জানতে চেয়েছেন সার্কুলারটি সঠিক নাকি মিথ্যা?
উত্তর: সার্কুলারটি সঠিক। কেননা যদি সার্কুলারটি মিথ্যা হতো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সিপিপি) ওয়েব-সাইটে থাকতোনা। সার্কুলারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েব-সাইটে দেখতে ক্লিক করুন.... Click Here
কারো কোনো প্রশ্ন বা অতিরিক্ত তথ্য জানার থাকলে নিচে Comment করে জানাতে পারেন।