CPP Circuler 2020 for Diploma in Electrical/ Electronics and BSC in EEE & Mechanical

Diploma Engineering Post:
 পদের নাম:রেডিও টেকনিশিয়ান
 আবেদন শুরুর তারিখ: ১৬/০৬/২০২০ ইং
 আবেদনের শেষ তারিখ:২৯/০৬/ ২০ ইং 
  মোট পদ সংখ্যা: (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স)০৩টি 
 যোগ্যতা:ডিপ্লোমা  ইন ইঞ্জিনিয়ারিং 
 বেতন গ্রেড:১০ম (১৬০০০ - ৩৮৬৪০/-) 
 আবেদন ফী :১০০টাকা (ব্যাংক ড্রাফ)

BSC Engineering Post:
 পদের নাম: বেতার প্রকৌশলী/ আউট বোর্ড প্রকৌশলী
 আবেদন শুরুর তারিখ: ১৬/০৬/ ২০ইং
 আবেদনের শেষ তারিখ: ২৯/০৭/ ২০ইং
 মোট পদ সংখ্যা: ০২টি
 ইলেক্ট্রিক্যাল (EEE)০১টি
 মেকানিক্যাল০১টি
 বেতন গ্রেড: ৮ম (২২০০০ - ৫৫৪৭০/-)
 আবেদন ফী: ২০০ টাকা (ব্যাংক ড্রাফ)

আবেদন পক্রিয়া: শুধুমাত্র ডাক বা কুরিয়ারে। 
সার্কুলারটি প্রকাশিত হয় দৈনিক যুগান্তর পত্রিকায় (১৬/০৬/২০ইং তারিখে) 
মূল সারকুলার (pdf) Download Link

বি:দ্র: আমাদের BD Diploma ফেজবুক পেজে এবং BD Diploma Student's Group এ সার্কুলারটি প্রকাশ হবার পর থেকে বেশ কিছু user জানতে চেয়েছেন সার্কুলারটি সঠিক নাকি মিথ্যা? 
উত্তর: সার্কুলারটি সঠিক। কেননা যদি সার্কুলারটি মিথ্যা হতো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (সিপিপি)  ওয়েব-সাইটে থাকতোনা। সার্কুলারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েব-সাইটে দেখতে ক্লিক করুন.... Click Here


ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর পরিচিতি: নভেম্বর মাস, ১৯৭০ সালে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের পরে জাতিসংঘের সাধারণ পরিষদের অনুরোধক্রমে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (তৎকালীন লীগ অব রেডক্রস) বাংলাদেশের উপকূলীয় জনসাধারণের জান-মাল রক্ষার্থে  ১৯৭২ সালে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী প্রতিষ্ঠতা করে।  এক বছর যেতে না যেতেই  তারা (রেডক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ) ১ লা জুলাই, ১৯৭৩ হতে মাঠ পর্যায়ে কর্মসূচী প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। উপকূলীয় জনসাধারণ এবং কর্মসূচীর গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকার এগিয়ে আসে এবং ১ লা জুলাই ১৯৭৩ হতে  কর্মসুচীটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী,  শেখ মুজিবুর রহমান কর্তৃক কর্মসূচীটি অনুমোদিত হয়। ফলে ১৯৭৩ সালের ১লা জুলাই হতে ‍’ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী’ বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর একটি যৌথ কর্মসূচী হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ করে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে আসছে।

কারো কোনো প্রশ্ন বা অতিরিক্ত তথ্য জানার থাকলে নিচে Comment করে জানাতে পারেন।


Next Post Previous Post